শিয়ালদায় বাতিল একগুচ্ছ ট্রেন, সপ্তাহান্তে চরম ভোগান্তির আশঙ্কা!কাঁকুরগাছি রোড-বালিগঞ্জ সেকশনে ব্রিজের গার্ডার বসানোর কাজের জন্য শিয়ালদা শাখায় টানা ২৩ ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত হতে চলেছে। কাল, শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত এই কাজ চলবে। এর জেরে শিয়ালদা মেন লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, আবার বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সপ্তাহান্তে এই শাখায় যাত্রী চাপ বেশি থাকায় ভোগান্তির আশঙ্কা থাকছেই।
বাতিল ট্রেনের তালিকা
৩১০৫৩ আপ বজবজ-নৈহাটি
৩১৪২২, ৩১৪৪২, ৩১৪৪৬ ডাউন নৈহাটি-শিয়ালদা
৩১৪৩১ আপ নৈহাটি-শিয়ালদা
৩০৩৫৭ আপ মধ্যমগ্রাম-মাঝেরহাট
৩০৩৫৮ ডাউন মধ্যমগ্রাম-মাঝেরহাট
৩৩০৬১ আপ ক্যানিং-বারাসত
৩০১৫২, ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট
৩০১২৩ আপ নৈহাটি-মাঝেরহাট
৩০১৩৫ আপ মাঝেরহাট-রানাঘাট
৩৪১৫৭ ও ৩৪১১৭ আপ বজবজ-শিয়ালদা
৩০৩২১ আপ মাঝেরহাট-হাসনাবাদ
শিয়ালদা স্টেশনে যাত্রাপথ শেষ হবে
৩৪০৫২, ৩৪০৫৪ নৈহাটি-বজবজ
৩১০৫১, ৩১০৫৫ বজবজ-নৈহাটি
৩৪০৫৬ কল্যাণী সীমান্ত-বজবজ
৩০১১২ বারাকপুর-বালিগঞ্জ
বারাসত স্টেশনে যাত্রাপথ শেষ হবে
৩০৩৪৬ বনগাঁ-মাঝেরহাট
৩০৩৬১ ও ৩০৩৩৩ মাঝেরহাট-হাসনাবাদ
৩৪০৬২ বনগাঁ-ক্যানিং
বিশেষ নির্দেশ
৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল দমদম স্টেশনে দাঁড়াবে।
সন্ধে ৭টা ৩০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়া ৩০৫৫২ বালিগঞ্জ-ঘুটিয়ারি শরিফ লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জ পর্যন্ত প্রতিটি স্টেশনে দাঁড়াবে। শিয়ালদা-রানাঘাট প্যাসেঞ্জার ট্রেন দুপুর ৩টা ৫ মিনিটে শিয়ালদা এবং বিকেল ৪টা ৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়বে। নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত সব স্টেশনে থামবে।