Second Hand Car Under 3 Lakhs: বাইকের দামে গাড়ি, সেকেন্ড হ্যান্ড কেনা বুদ্ধিমানের কাজ হবে?

Second hand car under 3 lakhs: মধ্যবিত্তের জীবনের একটা বড় স্বপ্ন গাড়ি। সাধারণ মানুষের কাছে চার চাকা কেনা মানেই যেন জীবনের এক নতুন অধ্যায় শুরু।

Advertisement
Enfield এর দামে Alto, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বুদ্ধিমানের কাজ হবে?নতুন Bike এর price-এই অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ির (second hand car) অপশন রয়েছে।
হাইলাইটস
  • মধ্যবিত্তের জীবনের একটা বড় স্বপ্ন গাড়ি।
  • নতুন Bike এর price-এই অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ির (second hand car) অপশন রয়েছে।
  • তবে শুধু দাম দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

Second hand car under 3 lakhs: মধ্যবিত্তের জীবনের একটা বড় স্বপ্ন গাড়ি। সাধারণ মানুষের কাছে চার চাকা কেনা মানেই যেন জীবনের এক নতুন অধ্যায় শুরু। কিন্তু বাস্তব এটাই যে এখনও গাড়ি কেনা এবং মেনটেন করা বেশিরভাগেরই নাগালের বাইরে। তবে একটু হিসেব-নিকেশ করে চললে সত্যিই স্বপ্নপূরণ করা সম্ভব। আজকাল নতুন গাড়ির দাম অনেক বেশি। কিন্তু জানলে অবাক হবেন, Royal Enfield এর মতো একটু দামি নতুন Bike এর price-এই অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ির (second hand car) অপশন রয়েছে। সবই 2.5-5 লাখ টাকার মধ্যে। বিভিন্ন ব্র্যান্ডের অপশন পাবেন। ফলে কম বাজেটের ক্ষেত্রে এগুলি কেনাই অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে।

কী কী মডেল পাবেন?
বর্তমান Used Car Market এ (ভারতে) 5 লাখ টাকার নিচে অনেক জনপ্রিয় মডেল পাওয়া যায়। যেমন Hyundai Grand i10, Renault Kwid, Maruti Suzuki Celerio, Maruti Suzuki Alto 800, Maruti Suzuki Wagon R বা Tata Tiago র সেকেন্ড হ্যান্ড 2.5 লাখ থেকে প্রায় 5 লাখ টাকার মধ্যে পাওয়া যায়। এই মডেলগুলি সাধারণত ছোট শহর বা শহরের ভিতরে দৈনন্দিন যাতায়াতের জন্য যথেষ্ট। উইকেন্ডেও ঘুরতে যেতে পারবেন। আর ছোট গাড়ি মাইলেজও ভাল দেয়। Hyundai Grand i10 এবং Alto 800 এর মতো মডেলগুলি বেশ জনপ্রিয়। এগুলি সার্ভিস কস্টও কম। সহজে খারাপও হয় না।

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে মনে রাখুন
তবে শুধু দাম দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ব্যবহৃত গাড়ি কেনার ক্ষেত্রে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

প্রথমত, কেনার আগে গাড়ির service history দেখে নিন। নিয়মিত সার্ভিস হয়েছে কি না, কোনও বড় মেরামতের প্রয়োজন আছে কি না।

দ্বিতীয়ত, রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) বা মালিকানা পত্র ঠিক আছে কি না তা যাচাই করুন।

তৃতীয়ত, মাইলেজ ও পলিউশন টেস্টও গুরুত্বপূর্ণ। অনেক সময় পুরনো গাড়ির odo meter এ ফলস ডেটা থাকতে পারে। বাস্তবে mileage কম হতে পারে।

চতূর্থত, গাড়ির চেসিস বা রঙ খুঁটিয়ে দেখুন। কোনও অ্যাক্সিডেন্টের চিহ্ন থাকলে সাবধান।

Advertisement

ভ্যালু ফর মানি
ইউজড গাড়ির আরেকটি বড় সুবিধা হল এর depreciation রেট অনেক কম। নতুন গাড়ি কিনলে প্রতি বছর তার দাম কমে যায়। কিন্তু Used Car এ সেই depreciation ইতিমধ্যেই হয়ে গেছে। ফলে সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেক ক্ষেত্রে value for money হয়ে দাঁড়ায়।

মেনটেনেন্স মাথায় রাখুন
তবে মনে রাখবেন। গাড়ির maintenance cost মোটরবাইকের তুলনায় বেশি হবেই। একটি সাধারণ বাইকের সার্ভিসিংয়ের খরচ অনেক কম। তবে গাড়ির ইঞ্জিন, transmission, tyres ইত্যাদিতে খরচ একটু বেশিই হয়। বিশেষত বড়ো মেরামতের সময় মোটা টাকার ধাক্কা লাগে। গাড়ির insurance, Road Tax ইত্যাদি অতিরিক্ত খরচও মাথায় রাখতে হয়। তেল খরচও বেশি। তাই গাড়ির যা দাম, তার সঙ্গে আরও এক লক্ষ টাকা ধরে হিসাব করুন। সেই এক লক্ষ টাকা যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে। প্রয়োজনে তা ধীরে ধীরে খরচ করতে হতে পারে।

মধ্যবিত্ত পরিবারের জন্য Used Car কেনা মানে শুধু স্বপ্নপূরণই নয়। এটা ভাল বিনিয়োগও। বাইকের তুলনায় গাড়ি অনেক বেশি নিরাপদ। তাই  পরিবার নিয়ে যাতায়াতের জন্য গাড়ি কেনাটা শখ নয়, সেটা বিনিয়োগ। নতুন গাড়ির তুলনায় second hand গাড়ি অনেক কম দামেই পাওয়া যায়।কিন্তু কেনার আগে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করুন। trustworthy dealership থেকে কিনুন। maintenance এর বিষয়গুলি মাথায় রাখুন। এই সবকিছু ভেবে decision নিলে সেটা সত্যিই বুদ্ধিমানের কাজ হবে।

POST A COMMENT
Advertisement