scorecardresearch
 

Fixed Deposit Rate 9 pc: ফিক্সড ডিপোজিটে ৯% পর্যন্ত সুদ, ব্য়াঙ্কের তালিকা দেখে নিন

Fixed Deposit Rates: সিনিয়র সিটিজেনদের জন্য বেশ কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এক বছরের ফিক্সড ডিপোজিটে (FD) ৮.৭৫% পর্যন্ত সুদ পাবেন। ৩ কোটি টাকার কমের ডিপোজিটের ক্ষেত্রে এই সুদের হার পাবেন। bangla.aajtak.in-এর এই প্রতিবেদনে বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এক বছরের FD-তে সর্বোচ্চ সুদের হারের তুলনা করা হল।

Advertisement
এক বছরের ফিক্সড ডিপোজিটে সিনিয়র সিটিজেনদের সেরা সুদ এই ব্যাঙ্কগুলিতে। এক বছরের ফিক্সড ডিপোজিটে সিনিয়র সিটিজেনদের সেরা সুদ এই ব্যাঙ্কগুলিতে।

Fixed Deposit Rates: সিনিয়র সিটিজেনদের জন্য বেশ কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এক বছরের ফিক্সড ডিপোজিটে (FD) ৮.৭৫% পর্যন্ত সুদ পাবেন। ৩ কোটি টাকার কমের ডিপোজিটের ক্ষেত্রে এই সুদের হার পাবেন। bangla.aajtak.in-এর এই প্রতিবেদনে বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এক বছরের FD-তে সর্বোচ্চ সুদের হারের তুলনা করা হল। বিস্তারিত জানতে নিচের তালিকাটি দেখে নিন।

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা এক বছরের মেয়াদি FD-তে ৮.৭৫% সুদ পাবেন।

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনদের এক বছরের মেয়াদের FD-তে ৮.৭৫% সুদ দিচ্ছে।

আরও পড়ুন

ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনদের এক বছরের FD-তে ৮.৬% সুদ দেওয়া হচ্ছে।

উতকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: সিনিয়র সিটিজেনদের জন্য উতকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এক বছরের মেয়াদের FD-তে ৮.৬% সুদ দেওয়া হচ্ছে।

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এক বছরের মেয়াদি FD-তে সিনিয়র সিটিজেনদের ৮.৫৫% সুদ পাবেন।

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা এক বছরের মেয়াদের Fixed Deposit-এ ৮.৩৫% সুদ পাবেন।

ট্যাক্স বেনেফিটস: সিনিয়র সিটিজেনরা পুরনো কর ব্যবস্থা অনুযায়ী ৮০ TTB ধারায় ব্যাঙ্ক, পোস্ট অফিস ও কো-অপারেটিভ সোসাইটিতে প্রাপ্ত সমস্ত সুদের উপর ৫০,০০০ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।

বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সুদের হার

ব্যাঙ্ক সুদের হার (%)
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 8.75
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 8.75
ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 8.60
উতকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 8.60
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 8.55
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 8.35

অনেকে বাড়িতে বাবা-মা সিনিয়র সিটিজেন থাকলে তাঁর মাধ্যমে ফিক্সড ডিপোজিট করে থাকেন। ফলে তাঁদের জন্য এই বেশি হারে সুদ একটি ভাল অপশন হতে পারে। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Advertisement

Advertisement