Sensex Nifty New High: Sensex, Nifty-র নয়া রেকর্ড, বাজার খুলতেই সুখবর, ৩ স্টকে দুর্দান্ত লাভ

সপ্তাহের শুরুতেই তরতর করে উঠছে সেনসেক্স এবং নিফটি। দুই সূচক নিজেদের আগের করা রেকর্ড ভেঙে ফেলে উপরের দিকে এগিয়ে যাচ্ছে। এ দিন সকালেই সেনসেক্স নতুন উচ্চতা ৮৬১৫৯-এ পৌঁছে যায়। ও দিকে নিফটিও নতুন রেকর্ড হাই তৈরি করেছে। এই সূচক পৌঁছে যায় ২৬৩২৫-এ। সকালের সেশনে আদানি পোর্টস, বেইএল এবং টাটা স্টিল দারুণ এগিয়েছে।

Advertisement
সেনসেক্স, নিফটির নয়া রেকর্ড, বাজার খুলতেই সুখবর, ৩ স্টকে দুর্দান্ত লাভসেনসেক্স, নিফটির রেকর্ড
হাইলাইটস
  • সপ্তাহের শুরুতেই তরতর করে উঠছে সেনসেক্স এবং নিফটি
  • দুই সূচক নিজেদের আগের করা রেকর্ড ভেঙে ফেলে উপরের দিকে এগিয়ে যাচ্ছে
  • এ দিন সকালেই সেনসেক্স নতুন উচ্চতা ৮৬১৫৯-এ পৌঁছে যায়

ডিসেম্বরের প্রথম দিনই হু হু করে বাড়ছে শেয়ারবাজার। আর এই উত্থানের পিছনে ভারতের জিডিপির বৃদ্ধির খবর রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সোমবার, সপ্তাহের শুরুতেই তরতর করে উঠছে সেনসেক্স এবং নিফটি। দুই সূচক নিজেদের আগের করা রেকর্ড ভেঙে ফেলে উপরের দিকে এগিয়ে যাচ্ছে। এ দিন সকালেই সেনসেক্স নতুন উচ্চতা ৮৬১৫৯-এ পৌঁছে যায়। ও দিকে নিফটিও নতুন রেকর্ড হাই তৈরি করেছে। এই সূচক পৌঁছে যায় ২৬৩২৫-এ। সকালের সেশনে আদানি পোর্টস, বেইএল এবং টাটা স্টিল দারুণ এগিয়েছে। তাই এই ৩ স্টককে রাখতেই পারেন নিজের ওয়াচ লিস্টে।

সেনসেক্স ছুঁয়ে ফেলল নতুন উচ্চতা

আজ দিনের শুরুতেই নতুন রেকর্ড গড়ে ফেলেছে স্টক মার্কেট। সেনসেক্স এ দিন নিজের সর্বকালীন হাই ভেঙে ফেলে। এই সূচক গত সপ্তাহে শেষ করেছিল ৮৫,৭০৬.৬৫ পয়েন্টে। যদিও আজ এই সূচক শুরুই করে অনেকটা বেড়ে। এ দিনের সেনসেক্সের ওপনিং ছিল ৮৬,০৬৫.৯২ পয়েন্টে। তবে এখানেই থেমে থাকেনি সূচক। বরং কিছুক্ষণের মধ্যে সেটা ৮৬,১৫৯.০২ পয়েন্টে পৌঁছে যায়। এটাই ছিল নতুন রেকর্ড। নতুন ৫২ সপ্তাহের উচ্চতায় পৌঁছে যায় এই সূচক।

উপরের দিকে লাফ দিয়েছে নিফটিও

সেনসেক্সের থেকে কোনও অংশে কম যাচ্ছে না নিফটিও। এই সূচক আগের দিন ক্লোজ করেছিল ২৬,২০২২.৯৫ পয়েন্টে। তবে সেটা আজ দিনের শুরুতেই ২৬৩২৫.৮০ পয়েন্টে পৌঁছে যায়। যার ফলে তৈরি হয় নতুন ৫২ সপ্তাহ হাই।

কেন লাফাচ্ছে শেয়ারবাজার?

শেয়ারবাজারের এই লাফের নেপথ্যে জিডিপি তথ্য রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে গত সপ্তাহে জানা গিয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি ডেটা। এই সময়কালে ভারতের জিডিপি ৮.২ শতাংশ হারে বেড়েছে। আর এই বৃদ্ধি গত বছর একই সময়ের ৫.৬ শতাংশের থেকে অনেকটাই বেশি। এই খবরটাই এগিয়ে নিয়ে যাচ্ছে শেয়ারবাজারকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এখন দেখার স্টক মার্কেটে এই গতি বজায় থাকে কি না। যদিও এই বিষয়ে কোনও ভবিষ্যদ্বাণী করতে রাজি নন বিশেষজ্ঞরা।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

POST A COMMENT
Advertisement