স্টক মার্কেটের বৃদ্ধিঘুরে দাঁড়াল ভারতের শেয়ারবাজার। সেনসেক্স, নিফটি দুই সূচকই আজ বেড়েছে। মূলত আইটি স্টকের বাড়বাড়ন্তেই স্টক মার্কেটের আজ এই লাফ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ দিনের শেষে ৫১৩.৪৫ পয়েন্ট উপরে শেষ করে সেনসেক্স। এটি বাড়ে ০.৬১ শতাংশ। যার ফলে এখন সূচক রয়েছে ৮৫১৮৬.৪৭ পয়েন্টে। ও দিকে লাফ দিয়েছে নিফটি ৫০-ও। এই সূচকও ১৪২.৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। শতাংশের হিসেবে ০.৫৫। এখন নিফটি রয়েছে ২৬,০৫২.৬৫ এ।
এলকেপি সিকিউরিটিজ-এর বাস্তব ভাউভা মনে করেন, ব্যাঙ্ক নিফটি এ দিন অনেকটাই বেড়েছে। এটা ঘণ্টার চার্টে ২০ ইএমএ-এর কাছে রয়েছে। যার অর্থ হল বুলরা এখন খুব ভালমতো মার্কেট দখল নিয়ে ফেলেছে। তাই ইন্ডেক্সে শক্তি থাকতে পারে।
তিনি বলেন, 'আরএসআই ওভারব্রট জোন, মানে ৭০-এর সামান্য উপরের দিকে রয়েছে। তবে কোনও ইমিডিয়েট কারেকশন হাওয়ার আশঙ্কা কম।'
কোন কোন শেয়ার বাড়ল?
এ দিন সেনসেক্সে দারুণ ফল করে এইচসিএল-এর শেয়ার। এটি ৪.৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটার দাম এখন রয়েছে ১৬৬৩.৭০ টাকায়। এরপরই রয়েছে ইনফোসিস। এর দাম বেড়েছে ৩.৭৪ শতাংশ। আবার টিসিএস, হিন্দুস্তান ইউনিলিভার, সানার্ফামা এবং টাইটন বেড়েছে যথাক্রমে ১.৯৯ শতাংশ, ১.৬০ শতাংশ, ১.৩৯ শতাংশ এবং ১.২৭ শতাংশ।
ও দিকে বিএসই আইটি ইনডেক্স বৃদ্ধি পেয়েছে ২.৯২ শতাংশ। এটি এখন রয়েছে ৩৬,১১.০৬ পয়েন্টে। ও দিকে ব্যাঙ্কএক্স বেড়েছে ০.৫৭ শতাংশ। এটি রয়েছে ৬৬,৪৮১.৫৩ পয়েন্টে।
আজ বিএসই-তে মোটামুটি ৪৩৪৬টি স্টক অ্যাক্টিভলি ট্রেড করেছে। সেখানে ১৮৪৭টি স্টকের দাম বেড়েছে। ২৩৩৪টির দাম পড়ে যায়। এছাড়া ১৬৫টি শেয়ারের দাম মোটামুটি একই ছিল।
কী হতে চলেছে?
এই প্রসঙ্গে জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসের হেড অব রিসার্চ জানিয়েছেন, আমেরিকা ও ভারতের বাণিজ্য চুক্তি অনেকটা এগিয়ে গিয়েছে। তাই মার্কেট আশায় বুক বাধছে। সেই কারণে বাড়তে পারে শেয়ারের দাম।
তাঁর কথায়, 'লার্জ ক্যাপ স্টকে লাভ হচ্ছে। এই স্টকগুলির দাম মার্কেটের থেকেও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। আইটি স্টক বৃদ্ধি পেয়েছে আমেরিকার রেট কাটের আশা মাথায় রেখে।...'
তাই এখন আশা করাই যায় মার্কেট মোটামুটি পজিটিভ দিকেই থাকবে। যদিও একটা কথা মাথায় রাখবেন, শেয়ার মার্কেট খুবই অনিশ্চিত জায়গা। এখানে যখন-তখন পরিস্থিতি বদলে যেতে পারে। তাই বিনিয়োগ করার আগে পড়াশোনা করা জরুরি। সব দিক মাথায় রেখেই টাকা ঢালতে হবে। তাহলেই খেলা ঘুরে যাবে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।