নতুন স্টপেজ পেল উত্তরবঙ্গ, শতাব্দী-সহ ১২টি এক্সপ্রেস ট্রেন, কোন স্টেশনে কখন থামবে?

হাওড়া ও শিয়ালদা ডিভিশনের এক্সপ্রেস ট্রেন নিয়ে সুখবর শোনাল পূর্বরেল। এক ডজন ট্রেন পেল নয়া স্টপেজ। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে এই স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

Advertisement
নতুন স্টপেজ পেল উত্তরবঙ্গ, শতাব্দী-সহ ১২টি এক্সপ্রেস ট্রেন, কোন স্টেশনে কখন থামবে?শতাব্দী-সহ ১২টি এক্সপ্রেস ট্রেন, কোন স্টেশনে কখন থামবে?
হাইলাইটস
  • হাওড়া ও শিয়ালদা ডিভিশনের এক্সপ্রেস ট্রেন নিয়ে সুখবর শোনাল পূর্বরেল।
  • পরীক্ষামূলক ভাবে এই স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
  • কোন কোন ট্রেন কোন কোন স্টেশনে নতুন স্টপেজ পেল দেখে নেওয়া যাক।

হাওড়া ও শিয়ালদা ডিভিশনের এক্সপ্রেস ট্রেন নিয়ে সুখবর শোনাল পূর্বরেল। এক ডজন ট্রেন পেল নয়া স্টপেজ। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে এই স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। হাওড়া থেকে ছাড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো ট্রেনের নাম রয়েছে এই তালিকায়। 

কোন কোন ট্রেন কোন কোন স্টেশনে নতুন স্টপেজ পেল দেখে নেওয়া যাক। পাশাপাশি ট্রেনগুলি নতুন স্টপেজে কখন দাঁড়াবে, তাও উল্লেখ করা হল।
 

ট্রেনের নং ও নাম স্টেশন সময়সূচী
পৌঁছানোর সময় ছাড়ার সময়
১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস (২৬.০১.২০২৬ থেকে কার্যকর) আহমদপুর ২২.৪৫ ২২.৪৭
১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস (২৫.০১.২০২৬ থেকে কার্যকর) মুরারই ০০.০৭ ০০.০৯
১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস (২৬.০১.২০২৬ থেকে কার্যকর)

আহমদপুর

মুরারই

২৩.২৮

২২.১১

২৩.৩০

২২.১৩

১৩০১১ হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস ( ২৬.০১.২০২৬ থেকে কার্যকর) চাতরা ১৯.৫২  ১৯.৫৩
১৩০১২ মালদা টাউন-হাওড়া এক্সপ্রেস ( ২৬.০১.২০২৬ থেকে কার্যকর)
 
চাতরা ০৬.১৬ ০৬.১৭
১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্স. ( ২৫.০১.২০২৬ থেকে কার্যকর)

গুসকরা

নলহাটী

০১.৪১

০০.১০

০১.৪৩

০০.১২

৬৩০৩২ আজিমগঞ্জ-কাটোয়া মেমু প্যাসেঞ্জার ( ২৬.০১.২০২৬ থেকে কার্যকর) ঝামতপুর-বহরণ (এফ) ০৯.৫২ ০৯.৫৩
১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস (২৫.০১.২০২৬ থেকে কার্যকর)

লালবাগ কোর্ট রোড

সালার

০৩.২৯

০২.৫০

০৩.৩১

০২.৫২

১৩০৫৩ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ( ২৬.০১.২০২৬ থেকে কার্যকর) মুরারই ১৩.০১ ১৩.০৩
১৩০৫৪ রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস ( ২৬.০১.২০২৬ থেকে কার্যকর) মুরারই ১০.৩৮ ১০.৪০
১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (২৬.০১.২০২৬ থেকে কার্যকর) রামপুরহাট ১৭.০১ ১৭.০৩
১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস (২৬.০১.২০২৬ থেকে কার্যকর) রামপুরহাট ১০.২৭ ১০.২৯

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নতুন স্টপেজ দেওয়া হলেও ট্রেনগুলির সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। গন্তব্য-সহ অন্য স্টেশনগুলিতে আগের সময় অনুযায়ীই ট্রেন পৌঁছাবে বলে জানিয়েছে রেলওয়ে।

 

POST A COMMENT
Advertisement