Siliguri To Sikkim App Cab: ট্রেন চালুর আগেই শিলিগুড়ি-সিকিমের ভাড়া নেমে এল ৫০০ টাকায়, জানুন

Siliguri To Sikkim App Cab: গ্যাংটক বা সিকিমের অন্য জায়গায় যাওয়ার জন্য সিকিম সরকার পরিচালিত অ্যাপ ক্যাব চালু হচ্ছে। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই সরাসরি এই ক্যাবে পৌঁছন সিকিমের গন্তব্যে। কম ভাড়ার এই গাড়িতে সুবিধা হবে পর্যটকদের বলে আশা সিকিম সরকারের।

Advertisement
ট্রেন চালুর আগেই শিলিগুড়ি-সিকিমের ভাড়া নেমে এল ৫০০ টাকায়, জানুনট্রেন চালুর আগেই শিলিগুড়ি-সিকিমের ভাড়া নেমে এল ৫০০ টাকায়, জানুন

Siliguri To Sikkim App Cab: সিকিমে গাড়িভাড়া ও গাড়ি নিয়ে হয়রানির অভিযোগ দীর্ঘ কয়েক যুগের। অভিযোগ করলেও কোনও উদ্যোগ চোখে পড়েনি।মাঝে মধ্যে দু-একটি অভিযান ও হেল্পলাইন নম্বর দিলেও তাতে কোনও কাজ হয়নি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারী এক আমলা সিকিমে এসে সমস্যায় পড়েন। যার পর তিনি অভিযোগ কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেন। নড়েচড়ে বসে পরিবহণ দফতর। সেখান থেকে আলটিমেটাম দেওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে সিকিম সরকারের। 

গ্যাংটক বা সিকিমের অন্য জায়গায় যাওয়ার জন্য সিকিম সরকার পরিচালিত অ্যাপ ক্যাব চালু হচ্ছে। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই সরাসরি এই ক্যাবে পৌঁছন সিকিমের গন্তব্যে। কম ভাড়ার এই গাড়িতে সুবিধা হবে পর্যটকদের বলে আশা সিকিম সরকারের। যদিও এ নিয়ে শিলিগুড়িতে নতুন করে অসন্তোষ তৈরি হচ্ছে, স্থানীয় গাড়িচালকদের রুটি-রুজির প্রশ্ন তুলে। যা নিয়ে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে শিলিগুড়ি।

সামার ভ্যাকেশন শুরু আগেই পাহাড়-সমতল ক্যাব চালুর সিদ্ধান্ত নিল সিকিমের পরিবহণ দফতর। ভাড়াও নির্দিষ্ট করে দিয়েছে সিকিম সরকার। শুক্রবার সিকিম পরিবহণ দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে লাক্সারি গাড়িতে গ্যাংটক ও শিলিগুড়ির ক্ষেত্রে আপ-ডাউন মিলিয়ে ভাড়া নির্দিষ্ট করা হয়েছে এক হাজার টাকা। সিকিমের এই সিদ্ধান্তে পর্যটক মহলে স্বস্তির হাওয়া নিয়ে এলেও চিন্তায় পড়েছেন সমতলের গাড়িচালক, পরিবহণ ব্যবসায়ীরা।

প্রতিটি মরশুমেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে সিকিমগামী পর্যটকদের তরফে। এই মরশুমে লাক্সারি গাড়িতে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার ক্ষেত্রে ৯-১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। ভাড়া নিয়ে চালকদের দুর্ব্যবহারের মুখেও অনেক পর্যটককে পড়তে হয়। সিকিম শেয়ার অ্যাপ ক্যাব চালু করায়, ইচ্ছেমতো গাড়িভাড়া আদায়ের প্রবণতা কমবে।

মাথা পিছু ভাড়া কত?
মাথাপিছু ভাড়া যেতে ৫০০ এবং ফিরতে আরও ৫০০ টাকা। অর্থাৎ যাতায়াত নিয়ে ১০০০ টাকা। যার ফলে কেউ একা বা ২ জন এলে গোটা গাড়ি ভাড়া করতে হবে না। 

Advertisement

কীভাবে বুকিং
অনলাইনে সিকিম টুরিজমের সাইটে গিয়ে ট্যাক্সি বুকিং পরিষেবা নিতে পারবেন। মার্চ থেকেই এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে ঘোষণা করেছে সিকিম প্রশাসন। এর মাধ্যমে গ্যাংটক থেকে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি পর্যন্ত শেয়ারে গাড়ি বুকিং করতে পারবেন পর্যটকরা। উলটো পথেও গাড়ি ভাড়া করতে সিকিম সরকারের এই অ্যাপ সার্ভিসের সুবিধা নেওয়া যাবে।

 

POST A COMMENT
Advertisement