Silver Gold Price Rises: একদিনেই রুপোর দামবৃদ্ধি ১৭০০০ টাকা, দামি সোনাও, কী এমন ঘটল?

সোনা এবং রুপোর দাম হঠাৎ করেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এই দুই ধাতুর দাম প্রতিদিনই বাড়ছে। তাই অনেক রিটেল ইনভেস্টর এবং বড় ইনভেস্টরেরা এই ধাতুর উপর বাজি ধরছেন। অনেক বিশেষজ্ঞই মনে করছেন, এখনও বাড়তে পারে সোনা এবং রুপোর দাম। দীর্ঘকালীন সময়ে মিলতে পারে দারুণ রিটার্ন।

Advertisement
একদিনেই রুপোর দামবৃদ্ধি ১৭০০০ টাকা, দামি সোনাও, কী এমন ঘটল?বাড়ল সোনা এবং রুপোর দাম
হাইলাইটস
  • সোনা এবং রুপোর দাম হঠাৎ করেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে
  • এই দুই ধাতুর দাম প্রতিদিনই বাড়ছে
  • এখনও বাড়তে পারে সোনা এবং রুপোর দাম

সোনা এবং রুপোর দাম হঠাৎ করেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এই দুই ধাতুর দাম প্রতিদিনই বাড়ছে। তাই অনেক রিটেল ইনভেস্টর এবং বড় ইনভেস্টরেরা এই ধাতুর উপর বাজি ধরছেন। অনেক বিশেষজ্ঞই মনে করছেন, এখনও বাড়তে পারে সোনা এবং রুপোর দাম। দীর্ঘকালীন সময়ে মিলতে পারে দারুণ রিটার্ন।

আর যদি লংটার্ম বাজি নাও ধরতে চান, তাহলে শুধু কালকের হিসেবই দেখা যাক। শুক্রবার MCX-এ রুপোর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে ১ কেজি রুপোর ৫ মার্চ ফিউচারের দাম ১৭,১৪৫ টাকা বেড়েছে। এটা পৌঁছে গিয়েছে ২৪০৯৩৫ টাকায়।

যদিও সেই দিন আরও বেড়েছিল রুপোর দাম। এর দাম ১৯০০০ টাকা বেড়ে পৌঁছে গিয়েছে ২৪২০০০ টাকায়। তৈরি করেছে এর অল টাইম হাই। তবে দিনের শেষে সেখান থেকে দাম কিছুটা কমে যায়। এখন দাম রয়েছে ২৪০৯৩৫ টাকায়।

সোনার দামও বেড়েছে

বর্তমানে সময় বৃদ্ধি পেয়েছে সোনার দামও। MCX-এ ৫ ফেব্রুয়ারি ফিউচারে ১০ গ্রাম সোনার দাম ৭০ টাকা বেড়ে পৌঁছে গিয়েছে ১৩৯৯৪০। তবে দিনের ট্রেডিংয়ের সময় এটার দাম ১২০০ টাকা পর্যন্ত বেড়েছিল। ফলে অল টাইম হাই বানিয়ে ফেলেছে এর দাম।

এখন প্রশ্ন হল, কেন এই দুই ধাতুর দাম দ্রুত গতিতে বাড়ছে? আর তার পিছনে রয়েছে একাধিক কারণ। যেমন ধরুন-

১. আন্তর্জাতিক বাজারে গোল্ড এবং সিলভারের দাম রেকর্ড করেছে। যার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারেও বেড়েছে দাম।

২. ভারতের বাজারে অনেকেই এখন Gold and Silver ETF-এ বিনিয়োগ করছেন। আর সেই কারণেও দাম বাড়ছে।

৩. এছাড়া আমেরিকার ফেডারেল রিসার্ভও রেট কাট করেছে। যার ফলে সোনা এবং রুপোর দাম বাড়তে শুরু করেছে।

৪. ইলেকট্রনিক্স এবং গ্রিন টেকনোলজিতে রুপোর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আর ইন্ড্রাস্ট্রিতে রুপোর ব্যবহার বাড়ার কারণেও দাম বৃদ্ধি পাচ্ছে।

৫. এখন পৃথিবীতে নানা ধরনের দ্বন্দ্ব চলছে। যুদ্ধও লেগে রয়েছে একাধিক জায়গায়। সেই কারণেও সোনা এবং রুপোর দাম বৃদ্ধি পেয়েছে।

Advertisement

৬. কেন্দ্রীয় ব্যাঙ্কও বিরাট পরিমাণে এই সব ধাতু কিনছে। সেই কারণেও সোনা রুপোর দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement