Gold Silver Price: ৭০০০ টাকা বেড়ে রেকর্ড রুপোর, সোনার দামেও বৃদ্ধি, এখন টাকা ঢালবেন?

বৃহস্পতিবার পড়েছিল সোনা এবং রুপোর দাম। তবে শুক্রবারই ঘুরে গেল খেলা। রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল মাল্টি কমোডিটি মার্কেট বা MCX-এ সোনা এবং রুপোর দাম।

Advertisement
৭০০০ টাকা বেড়ে রেকর্ড রুপোর, সোনার দামেও বৃদ্ধি, এখন টাকা ঢালবেন?সোনা-রুপোর দাম
হাইলাইটস
  • বৃহস্পতিবার পড়েছিল সোনা এবং রুপোর দাম
  • তবে শুক্রবারই ঘুরে গেল খেলা
  • রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল মাল্টি কমোডিটি মার্কেট বা MCX-এ সোনা এবং রুপোর দাম

বৃহস্পতিবার পড়েছিল সোনা এবং রুপোর দাম। তবে শুক্রবারই ঘুরে গেল খেলা। রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল মাল্টি কমোডিটি মার্কেট বা MCX-এ সোনা এবং রুপোর দাম।

আসলে বৃহস্পতিবার ২০০০০ টাকা দাম কমেছিল রুপোর। আর সোনা পড়েছিল ৪০০০ টাকা। 

তবে শুক্রবারই ঘুরে দাঁড়িয়েছে এই দুই ধাতু। ৫ মার্চ সিলভার ফিউচারের দাম ১৩০০০ টাকা বেড়েছে। এটি পৌঁছে গিয়েছে ৩৩৯৯২৭ টাকা প্রতি কেজি। সেটাই সর্বকালীন রেকর্ড। 

ওদিকে দাম বেড়েছে সোনারও। ৫ মার্চের ফিউচার সোনার দাম বৃদ্ধি পেয়েছে ৩০০০ টাকা। এটি পৌঁছে গিয়েছে ১৫৯২২৬ টাকায়। 

কেন কাল পড়েছিল দাম? 
বিশেষজ্ঞরা মনে করছেন, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই দাম কমেছিল। আসলে ট্রাম্প দাবি করেন, দুই তরফের সম্মতির মাধ্যমেই গ্রিনল্যান্ড চুক্তি সম্পন্ন হবে। এছাড়া ভারত নিয়েও বড় দাবি করেন ট্রাম্প। তিনি জানিয়ে দেন যে ভারত এবং আমেরিকার মধ্যে একটা ভাল চুক্তি হতে পারে। আর এই দুই মন্তব্যের জেরেই কমে যায় সোনা এবং রুপোর দাম। 

আজ দাম বাড়ার কারণ কী? 

  • বৃহস্পতিবার এই দুই ধাতুর দাম অনেকটাই তলিয়ে গিয়েছিল। যদিও আজই ঘুরে গেল খেলা। এ দিন দাম বেড়েছে সোনা এবং রুপোর। আসলে বিনিয়োগকারীরা সোনা-রুপোর দামে পতনের পরই আরও ইনভেস্ট করেছেন বলেই এই দাম বৃদ্ধি হতে পারে। 
  • বিনিয়োগকারীদের অনেকেই আজ সোনা এবং রুপোর ETF কিনেছেন। যার ফলে আজ এই দুই ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। 
  • ওদিকে ডলারের ইন্ডেক্স ফিউচার আজ কিছুটা বেড়ে ৯৮-এর উপর ট্রেড করছে। সেই কারণেও বেড়েছে সোনা এবং রুপোর দাম। 
  • অনেক দিন ধরেই স্টক মার্কেটে ভাল রিটার্ন নেই। তাই কিছু মানুষ বিনিয়োগ করছেন সোনা-রুপোয়। মিলছে ভাল রিটার্ন। 
  • রুপোর ইন্ড্রাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ছে। তার ফলেও বৃদ্ধি পাচ্ছে দাম। 

এখন কী করবেন? 
বিশেষজ্ঞদের মতে, রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে সোনা এবং রুপো। তাই এখন খুব সাবধানে বিনিয়োগ করতে হবে। দাম একটু কমলে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। তাহলেই ঠিক ঠাক বিনিয়োগ করা সম্ভব হবে।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

POST A COMMENT
Advertisement