Investment In Silver Jewellery: রুপোর গয়না কিনে কি বিনিয়োগ করা উচিত? bangla.aajtak.in-কে জানালেন বিশেষজ্ঞ

এক বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে সোনা এবং রুপোর দাম। বিশেষত, রুপোর দামই লাফিয়েছে। হু হু করে বেড়েছে এর দাম। আজই যেমন কলকাতায় এক কেজি রুপোর দাম রয়েছে ২৫৮০০০ টাকায় রয়েছে। আর গত এক বছরে এর দাম প্রায় ১৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই অনেকেই এখন নতুন করে রুপোয় বিনিয়োগ করতে চাইছেন। সেই কারণে কিনছেন রুপোর গয়না। কিন্তু প্রশ্ন হল, রুপোর গয়না কেনা কি আদৌ বুদ্ধিমানের কাজ? আর সেই বিষয়টা নিয়েই উত্তর দিলেন বিশিষ্ট আর্থিক বিশেষজ্ঞ মানস কুমার ঠাকুর।

Advertisement
রুপোর গয়না কিনে কি বিনিয়োগ করা উচিত? bangla.aajtak.in-কে জানালেন বিশেষজ্ঞরুপোর গয়না
হাইলাইটস
  • এক বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে সোনা এবং রুপোর দাম
  • কলকাতায় এক কেজি রুপোর দাম রয়েছে ২৫৮০০০ টাকায় রয়েছে
  • এক বছরে এর দাম প্রায় ১৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে

এক বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে সোনা এবং রুপোর দাম। বিশেষত, রুপোর দামই লাফিয়েছে। হু হু করে বেড়েছে এর দাম। আজই যেমন কলকাতায় এক কেজি রুপোর দাম রয়েছে ২৫৮০০০ টাকায় রয়েছে। আর গত এক বছরে এর দাম প্রায় ১৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই অনেকেই এখন নতুন করে রুপোয় বিনিয়োগ করতে চাইছেন। সেই কারণে কিনছেন রুপোর গয়না। কিন্তু প্রশ্ন হল, রুপোর গয়না কেনা কি আদৌ বুদ্ধিমানের কাজ? আর সেই বিষয়টা নিয়েই উত্তর দিলেন বিশিষ্ট আর্থিক বিশেষজ্ঞ মানস কুমার ঠাকুর

রুপোর গয়না কি ভাল ইনভেস্টমেন্ট?

'সাধারণত রুপোর গয়না পুরুষেরা কিনতে চান না। বরং মহিলারাই টাকা জমিয়ে গয়না কেনেন। আর এটা খুবই ভাল বিনিয়োগ। এইভাবে বিনিয়োগ করলে আদতে লাভই মিলবে। বিশেষত, মহিলারা খারাপ সময়ে হাতে টাকা পাবেন। তাই নিয়মিত কেনাই যেতে পারে রুপোর গয়না।', এমনটাই বললেন মানসবাবু।

একটা বিষয় মাথায় রাখতে হবে...

রুপোর গয়না কেনা ভাল। তাতে ক্ষতি নেই। তবে বেশি লাভ পেতে চাইলে ইটিএফ কেনা যেতে পারে। তাতেও লাভ পাবেন বলে মনে করছেন মানসবাবু।

তাঁর সোজা কথা, গয়না তৈরি করার জন্য দিতে হয় মেকিং চার্জ। পাশাপাশি আলাদা করে জিএসটি দিতে হয়। আর গয়না বেচার সময় এই টাকাগুলো আর পাওয়া যায় না। এই সব খরচ বাদ দিয়েই টাকা দেওয়া হয়। তাই এর বদলে ইটিএফ কেনা ভাল। এছাড়া চাইলে মিলিয়ে মিশিয়েও কিনতে পারেন। কিছু টাকার ইটিএফ কিনলেন। কিছুটা কিনলেন গয়না।

কী হতে পারে?

এতদিনে অনেকটাই চড়ে গিয়েছে রুপোর দাম। আর এটাই সমস্যার বিষয়। এমন পরিস্থিতিতে সব কিছু ভেবেই রুপোয় বিনিয়োগ করতে হবে বলে মনে করছেন মানসবাবু।

তাঁর কথায়, 'রুপোর দাম খুবই বেড়ে গিয়েছে। এর পিছনে একাধিক কারণ রয়েছে। তাই যারা আগে বিনিয়োগ করেছেন, তাঁরা বেশ লাভ করছেন। তবে এখন যাঁরা বিনিয়োগ করতে চান, তাঁরা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ, এই ধাতুর দাম এতদিন যেমন রিটার্ন দিয়েছে, ততটা দেবে কি না ঠিক নেই।'

Advertisement

তবে পৃথিবীতে যতদিন যুদ্ধজিগির থাকবে, ইন্ড্রাস্ট্রিতে ব্যবহার হবে রুপো, ততদিন এই ধাতুর চাহিদা বাড়তেই থাকবে বলে মনে করছেন তিনি। তাই রুপোয় বিনিয়োগ মন্দ কিছু নয় বলেই মনে করছেন মানসবাবু।

POST A COMMENT
Advertisement