
রুপোর দামসোনার পাশাপাশি রুপোও এখন মহার্ঘ। ফের রেকর্ড দাম বাড়তে শুরু করেছে সাদা ধাতুর। মাত্র এক মাসের মধ্যে রুপোর দাম বেড়েছে কেজি প্রতি ২৫ হাজার টাকা। ফলে আরও একবার সর্বোচ্চ দামের দিকে ধাবিত হচ্ছে রুপালি ধাতুটি।
কলকাতায় রুপো কত দামি?
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস্ অ্যান্ড জুয়েলারি অ্যাসোশিয়শনের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় আজ প্রতি কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা। যা কিনা মাত্র সাত দিন আগেও ছিল ১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। অর্থাৎ গত সাত দিনে কলকাতায় রুপোর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ হাজার টাকা।
তবে রুপোর দাম কিন্তু হঠাৎ করে ঊর্ধ্বমুখী নয়। গত বছর থেকেই সোনার পাশাপাশি রুপালি ধাতুর দামও টানা বেড়েই চলেছে। চলতি বছরের ১৫ অক্টোবর সর্বকালীন রেকর্ড দাম স্পর্শ করেছিল রুপো। তখন দাম ছুঁয়েছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা। আবারও একবার কার্যত সেই দিকেই ধাবিত হচ্ছে রুপো।

গত এক বছরে রুপোর দামে আকাশ-পাতাল তফাৎ
পরিসংখ্যান বলছে গত এক বছরে রুপোর দামে আকাশ-পাতাল পার্থক্য এসেছে। ২০২৪ সালের ২৮ নভেম্বর রুপোর কেজি প্রতি দাম ছিল ৯১ হাজার ৫০০ টাকা। সেই দাম বর্তমানে এসে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৪ হাজার টাকার আশেপাশে।
কেন রুপোর দাম বাড়ছে?
মূলত শিল্পক্ষেত্রে আকাশছোঁয়া চাহিদা ও ফেডারাল রিজার্ভের সুদ কমানোর সম্ভাবনা-এই দুইয়ের জেরেই বর্তমানে হু হু করে চড়ছে রুপোর দাম। বিশেষ বিষয় হল, সোলার প্যানেল, ইলেকট্রনিক্সের মতো শিল্পখাতে রুপোর চাহিদা রয়েছে। ফলে এই শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে রুপোর চাহিদাও বৃদ্ধি পায়। যার জেরে বাড়ছে রুপোর দামও।

এছাড়াও, বিভিন্ন ব্যবসায়ীরা জানাচ্ছেন সোনার দাম এখন সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে। ফলে বহু মানুষই রুপো কেনার দিকে ঝুঁকছে, যার ফলে দামের ঊর্ধ্বগতি সত্ত্বেও খুচরো দোকানে রুপোর চাহিদা বজায় রয়েছে।