SIP Calculator: মাসে ১৫০০ টাকা জমাতে পারলেই পাবেন ১ কোটি, SIP-এর সিক্রেট ফর্মুলা জানুন

কম উপার্জন থাকলেও কোনও ব্যক্তি মোটা অর্থ জমাতে পারেন। এমনকি চাইলে ১ কোটি টাকাও জমা করা যেতে পারে। আর এর জন্য মাসে মাত্র ১৫০০ টাকা জমালেই যথেষ্ট।

Advertisement
মাসে ১৫০০ টাকা জমাতে পারলেই পাবেন ১ কোটি, SIP-এর সিক্রেট ফর্মুলা জানুনএসআইপি
হাইলাইটস
  • কম উপার্জন থাকলেও কোনও ব্যক্তি মোটা অর্থ জমাতে পারেন।
  • মাসে মাত্র ১৫০০ টাকা জমালেই যথেষ্ট।
  • দ্রুত কোটিপতি হতে চাইলে বিনিয়োগের পরিমাণ অনেক গুণ বাড়াতে হবে।

বহু মানুষ দাবি করেন, কম টাকার জন্য তাঁরা পয়সা জমাতে পারছেন না। আসলে এই দাবি কিন্তু ঠিক না। কম উপার্জন থাকলেও কোনও ব্যক্তি মোটা অর্থ জমাতে পারেন। এমনকি চাইলে ১ কোটি টাকাও জমা করা যেতে পারে। আর এর জন্য মাসে মাত্র ১৫০০ টাকা জমালেই যথেষ্ট।

এখানে SIP-র এমন একটি হিসেবের কথা বলা হচ্ছে, যেখানে কোনও ব্যক্তি মাসে মাত্র ১৫০০ টাকা করে জমালেও কোটিপতি হতে পারবেন। তবে এর জন্য সময় বেশি লাগবে। আর দ্রুত কোটিপতি হতে চাইলে বিনিয়োগের পরিমাণ অনেক গুণ বাড়াতে হবে।

১৫০০ টাকা করে জমিয়ে কোটিপতি হবেন কী করে?

মাসে মাত্র ১৫০০ টাকার SIP করলে কোনও ব্যক্তি ৩০ বছর পর কোটিপতি হতে পারেন। ৩০ বছর পর ধরে মাসে ১৫০০ টাকা জমালে মোট বিনিয়োগের পরিমাণ হবে  ৫ লক্ষ ৪০ হাজার টাকা। এর উপর যদি ১৪.৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়, তাহলে সুদ মিলবে প্রায় ৯৪ লক্ষ ৯৪ হাজার টাকা। ফলে সব মিলিয়ে ৩০ বছর পর মোট পরিমাণ হবে ১ কোটি ৩৪ হাজার টাকার বেশি।

তাড়াতাড়ি কোটিপতি হতে চাইলে কী করবেন?

১৫ বছরেও কোটিপতি হওয়া সম্ভব। এক্ষেত্রে ১৫ বছর ধরে ১৫,০০০ টাকা জমা করতে হবে। যদি ১৪.৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়, তবে ১৫ বছর পর আসল ও সুদ মিলে মোট জমার পরিমাণ হবে প্রায় ১ কোটি ১৮ হাজার টাকা। 

বিনিয়োগের আগে কী করবেন?

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য সঠিক ফান্ড বেছে নেওয়া অত্যন্ত জরুরি। যারা অল্প পরিমাণে বিনিয়োগ করেন, তাঁদের কাছে ফান্ড বেছে নেওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে। কারণ এর জন্য রিসার্চের প্রয়োজন। 

বি.দ্র: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। তাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে, বিশেষ করে ফান্ড বেছে নেওয়ার আগে একজন অভিজ্ঞ পেশাদার লোকের পরামর্শ নেওয়া জরুরি। এই প্রতিবেদনে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়নি, তথ্য তুলে ধরা হল মাত্র।
 

Advertisement

POST A COMMENT
Advertisement