SIR এর জন্য কাদের কাগজ জমা দিতে হবে? কাদের লাগবে না? রইল Documents List

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে SIR (Special Intensive Revision)। সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

Advertisement
SIR এর জন্য কাদের কাগজ জমা দিতে হবে? কাদের লাগবে না? রইল Documents ListSIR সম্পর্কে আপনার যা জানা প্রয়োজন।
হাইলাইটস
  • দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে SIR (Special Intensive Revision)।
  • সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
  • প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে একটি ইউনিক ফর্ম দেবেন বুথ লেভেল অফিসার (BLO)।

SIR Documents List: দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে SIR (Special Intensive Revision)। সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

কোন কোন রাজ্যে SIR শুরু হচ্ছে
আন্দামান-নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে।

কাদের 'কাগজ' জমা দিতে হবে না
প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে একটি ইউনিক ফর্ম দেবেন বুথ লেভেল অফিসার (BLO)। সেই ফর্মেই ভোটারের সব তথ্য লেখা থাকবে। যদি কারও নাম ২০০২-২০০৪ সালের তালিকায় থাকে, তাহলে তাঁকে কোনও কাগজ জমা দিতে হবে না। এমনকি, বাবা-মায়ের নামও যদি পুরনো তালিকায় থাকে, তাহলেও কাগজের প্রয়োজন নেই। মুখ্য নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, যাঁদের নাম আগে থেকেই ভোটার তালিকায় আছে, তাঁদের নতুন করে কোনও নথি দিতে হবে না।

কারা কাগজ দেবেন?
শুধু নতুন ভোটারদেরই কাগজ জমা দিতে হবে। এর পাশাপাশি এখন যাঁদের নাম ভোটার তালিকায় নেই, কিংবা যাঁদের নাম BLO আগের তালিকার সঙ্গে কোনওভাবে লিঙ্ক করতে(পূর্বপুরুষের নাম) পারছেন না, তাঁদেরই প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অর্থাৎ আগের তালিকায় নাম, বা পূর্বপুরুষের নাম না থাকলে, সেক্ষেত্রে নথি লাগবে। সেটিও খুব সহজ।
SIR Documents

কোন কোন নথি লাগবে

১. পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার: কেন্দ্র বা রাজ্য সরকার, অথবা সরকারি সংস্থা (PSU) র কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র।

২. পরিচয়পত্র/সনদপত্র/নথি: ০১.০৭.১৯৮৭ সালের আগে ভারতে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাঙ্ক, ডাক বিভাগ, LIC বা সরকারি সংস্থার ইস্যু করা যেকোনও নথি।

৩. বার্থ সার্টিফিকেট: স্বীকৃত অথোরিটির প্রদত্ত।

৪. পাসপোর্ট।

৫. মাধ্যমিক বা অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট : স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া।

৬. স্থায়ী বাসিন্দা হওয়ার সার্টিফিকেট : সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক স্তরে ইস্যু করা।

৭. ফরেস্ট রাইট সার্টিফিকেট (Forest Right Certificate)।

৮. অন্যান্য জাতি (OBC), তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) বা অন্য কোনও রিজার্ভেশন সংক্রান্ত সার্টিফিকেট।

৯. ন্যাশানাল রেজিস্ট্রার অফ সিটিজেন্স (National Register of Citizens): যেখানে প্রযোজ্য।

Advertisement

১০. ফ্যামিলি রেজিস্টার (Family Register): রাজ্য বা স্থানীয় প্রশাসনের প্রদত্ত।

১১. সরকারের প্রদত্ত জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। 

কীভাবে আবেদন করবেন
BLO আপনার বাড়িতে গিয়ে ফর্ম দেবেন ও সমস্ত কিছু ভেরিফাই করবেন। কেউ বাড়ি থেকে দূরে বসবাস করলে, সেক্ষেত্রে তিনি https://voters.eci.gov.in/ ওয়েবসাইট বা ভোটার হেল্পলাইন অ্যাপে গিয়েও ফর্ম ফিলআপ করতে পারবেন। BLO তিনবার পর্যন্ত বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন।

POST A COMMENT
Advertisement