SIR Voter List: রাত পোহালেই SIR-এর খসড়া ভোটার লিস্ট, নাম না থাকলে কী হবে? কারা বাদ পড়বেন?

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী প্রকাশিত হতে চলেছে SIR-এর প্রথম খসড়া ভোটার তালিকায়। এই তালিকা থেকে কাদের নাম কাটা যেতে পারে? নাম বাদ পড়লে সেক্ষেত্রে কী করণীয়? জেনে নিন কমিশনের নিয়ম...

Advertisement
রাত পোহালেই SIR-এর খসড়া ভোটার লিস্ট, নাম না থাকলে কী হবে? কারা বাদ পড়বেন?ভোটার লিস্টে নাম না থাকলে কী করবেন?
হাইলাইটস
  • মঙ্গলে প্রকাশিত হতে চলেছে SIR-এর প্রথম খসড়া ভোটার তালিকা
  • এই তালিকা থেকে কাদের নাম কাটা যেতে পারে?
  • তালিকায় নাম না থাকলে কী করবেন?

প্রথম ধাপ সমাপ্ত। মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে SIR-এর প্রথম খসড়া ভোটার লিস্ট। যারা এনুমারেশন ফর্ম ফিলআপ করে জমা করেছেন, তাদের সকলেরই নাম থাকার কথা এই ভোটার তালিকায়। সেক্ষেত্রে কার কার নাম কাটা যেতে পারে? নাম বাদ পড়লে কী করবেন? 

কাদের নাম থাকবে খসড়া তালিকায়?
> এনুমারেশন ফর্ম জমা করলেই থাকবে নাম। শুনানিতে কাদের ডাক পড়বে?
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনুমারেশন পর্হ শেষ হওয়ার পর প্রকাশিত হবে খসড়া তালিকা। এরপর থেকে শুরু হবে শুনানি। আর সেই শুনানিতে ডাক পড়বে কাদের, তা নিয়ে প্রশ্ন রয়েছে ভোটারদের মনে। 
> কমিশন জানিয়েছে, শেষ SIR ম্যাপিংয়ে অমিল হলে শুনানিতে ডাকা হবে। 
> ২০০২ সালে নিজের নাম, বাবা-মা কিংবা অন্য কোনও আত্মীয়ের নাম না থাকলেও শুনানিতে ডাকা হবে। 
> এনুমারেশন ফর্মের তথ্য এবং নির্বাচন কমিশনের তথ্যের অমিল হলে শুনানিতে যেতে হবে সেই ভোটারকে। 

খসড়া তালিকায় কাদের নাম বাদ যাবে? 
> এনুমারেশন ফর্ম যারা ৪ ডিসেম্বরের মধ্যে জমা করবেন না, তাদের নাম ৯ ডিসেম্বরে প্রকাশিত হতে চলা খসড়া তালিকা থেকে বাদ যাবে। 
> এছাড়াও মৃত ভোটারদের নামও বাদ যাবে এই খসড়া তালিকা থেকে। 
> এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছতে গিয়ে কোনও ঠিকানায় যাদের পাওয়া যায়নি, যাদের ফর্ম দেওয়া যায়নি, তাদের নাম থাকবে না খসড়া তালিকায়। 
> ডাবল এন্ট্রি থাকা ভোটারদের নামও বাদ যাবে। অর্থাৎ একই ভোটারের নাম দু'টি বুথ বা দু'টি কেন্দ্রে পাওয়া গেলে, তাদের নাম বাদ পড়বে তালিকা থেকে।

নাম বাদ পড়লে কী হবে?
 প্রাথমিকভাবে হিয়ারিংয়ে ডাকা হবে। সেখানে নির্বাচন কমিশন যেই সকল তথ্য নিয়ে যেতে বলেছে, সেগুলি নিয়ে যান। তারা সেই ডকুমেন্টস দেখে সন্তুষ্ট হলে চাপ নেই। আপনার নাম উঠে যাবে ভোটার লিস্টে। কোনও বাড়তি পদক্ষেপ নিতে হবে না। তবে একান্তই যদি সেই হিয়ারিংয়ে সন্তুষ্ট না হয় কমিশন, তাহলে নাম বাদ যেতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে।  

Advertisement

SIR-এর খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়লে নাগরিকত্ব চলে যাবে? 
না, এমনটা একবারেই নয়। সকলকে নিশ্চিন্ত করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর সঙ্গে নাগরকিত্ব চলে যাওয়ার কোনও সম্পর্ক নেই। SIR-এ নাম বাদ গেলেও পরে নাম তোলা যাবে।

নতুন করে নাম তুলবেন কী করে?
অফলাইন বা অনলাইনে নতুন ভোটাররা যে ভাবে নাম তোলে, সেভাবেই তোলার চেষ্টা করুন। এক্ষেত্রে ফর্ম ৬ পূরণ করতে হবে। সেটা পূরণ করার পর জমা দিন স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতে গিয়ে। এছাড়া এসডিও এবং বিডিও অফিসে গিয়েও ফর্ম জমা দিতে পারেন। আর কেউ চাইলে বাড়ি বসে অনলাইনেই National Voter’s Service Portal-এ গিয়ে ফর্ম ফিলআপ করে জমা দিয়ে দিতে পারেন।


 

POST A COMMENT
Advertisement