'ছোলার ডাল, সন্দেশ...', বন্দে ভারত স্লিপারের মেনু বলে দিলেন রেলমন্ত্রী

প্রথম স্লিপার বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই এই ট্রেনের ভাড়া ও রুট প্রকাশ পেয়েছে। হাওড়া থেকে ট্রেনটি যাবে কামাখ্যা পর্যন্ত। কী কী খাবার পাওয়া যাবে?

Advertisement
'ছোলার ডাল, সন্দেশ...', বন্দে ভারত স্লিপারের মেনু বলে দিলেন রেলমন্ত্রীস্লিপার বন্দে ভারতে কোন কোন বাঙালি খাবার পাওয়া যাবে?
হাইলাইটস
  • ১৭ জানুয়ারি উদ্বোধন হওয়া স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে পাওয়া যাবে বাঙালি খাবার।
  • ৩ ঘণ্টা কম সময়েই জুড়ে যাচ্ছে কলকাতা ও গুয়াহাটি।
  • ট্রেনের খাবারের বিষয়ে জানালেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব।

১৭ জানুয়ারি দেশের প্রথম স্লিপার বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই এই ট্রেনের ভাড়া ও রুট প্রকাশ পেয়েছে। হাওড়া থেকে ট্রেনটি যাবে কামাখ্যা পর্যন্ত। এরফলে ৩ ঘণ্টা কম সময়েই জুড়ে যাচ্ছে কলকাতা ও গুয়াহাটি। রবিবার দুপুর দেড়টা নাগাদ মালদা থেকে এই ট্রেনের উদ্বোধন করেছেন PM মোদী। এরপরেই মালদায় সরকারি প্রকল্পের উদ্বোধন মঞ্চ থেকে এই সেমি হাই স্পিড ট্রেনের খাবারের বিষয়ে জানালেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

কোন কোন খাবার পাওয়া যাবে?

রেলমন্ত্রী জানালেন, বন্দে ভারত স্লিপার ট্রেনে অসম ও বাংলার কুইজিন পাওয়া যাবে। অসম থেকে ছাড়া পাওয়া যাবে অসমের খাবার। আবার হাওড়া থেকে ফিরতি পথে এই ট্রেনে দেওয়া হবে বাংলার খাবার। রেলমন্ত্রী জানিয়েছেন, খাবারে প্লেটে থাকবে অসমের জোহা রাইস, মাটি মোহর ডাল। অন্যদিকে, বাংলার খাবার হিসেবে থাকবে ছোলার ডাল, ঝুরি ঝুরি ভাজা আলু, সন্দেশ ও নারকেল বরফি। 

উল্লেখ্য, এই ট্রেনটি 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের একটি উজ্জ্বল উদাহরণ। কারণ এর তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম—বগি, প্রপালশন সিস্টেম এবং ভেহিকেল কন্ট্রোল সিস্টেম—সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরেই ডিজাইন ও তৈরি করা হয়েছে, যা এটিকে একটি সম্পূর্ণ দেশীয় ট্রেন সেটে পরিণত করেছে।

পাশাপাশি,উন্নত নিরাপত্তা এবং যাত্রী-বান্ধব প্রযুক্তিতে সজ্জিত এই ট্রেনে দেশীয় অটোমেটিক ট্রেন সুরক্ষা ব্যবস্থা 'কবচ' রয়েছে। সঙ্গে রয়েছে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক যোগাযোগের জন্য একটি ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম।

ট্রেনের টাইম টেবিল কী রয়েছে?

প্রকাশ্যে এসেছে স্লিপার বন্দে ভারতের টাইম-টেবিলও। সেই সূচি অনুযায়ী, হাওড়া থেকে ছাড়া ২৭৫৭৫ স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি  ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে। সেটি কামাখ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে।

অন্যদিকে সূত্রের দাবি, ২৭৫৭৬ কামাক্ষ্যা-হাওড়া স্লিপার বন্দে ভারতটি কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে। সেটি পরের দিন হাওড়া স্টেশনে এসে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement