Business Idea: মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, চাহিদা থাকবে সারা বছর

ব্যবসা ঠিকমতো করতে পারলে অফুরান্ত আয় করা সম্ভব। কিন্তু পুঁজির কথা ভেবে অনেকেই ব্যবসা শুরু করা থেকেই পিছিয়ে আসেন। তবে এখানে এমন একটি ব্যবসার আইডিয়া দেওয়া হচ্ছে, যেটি মাত্র ১০ হাজার টাকাতেই করা যেতে পারে।

Advertisement
মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, চাহিদা থাকবে সারা বছরমাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা
হাইলাইটস
  • বর্তমানে বহু মানুষ ব্যবসা করতে আগ্রহী।
  • ব্যবসা ঠিকমতো করতে পারলে অফুরান্ত আয় করা সম্ভব।
  • এখানে এমন একটি ব্যবসার আইডিয়া দেওয়া হচ্ছে, যেটি মাত্র ১০ হাজার টাকাতেই করা যেতে পারে।

বর্তমানে বহু মানুষ ব্যবসা করতে আগ্রহী। কারণ চাকরিতে আয় সীমিত। তাছাড়া, দিনে দিনে চাকরি পাওয়াও হয়ে উঠেছে দুষ্কর। অন্যদিকে, ব্যবসা ঠিকমতো করতে পারলে অফুরান্ত আয় করা সম্ভব। কিন্তু পুঁজির কথা ভেবে অনেকেই ব্যবসা শুরু করা থেকেই পিছিয়ে আসেন। তবে এখানে এমন একটি ব্যবসার আইডিয়া দেওয়া হচ্ছে, যেটি মাত্র ১০ হাজার টাকাতেই করা যেতে পারে। 

যদি কম বিনিয়োগে ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে স্টেশনারি ব্যবসা একটা ভালো অপশন হতে পারে। স্টেশনারি পণ্যের চাহিদা সারা বছরই থাকে, তাই এই ব্যবসায় লাভের সম্ভাবনাই বেশি।

লোকেশন খুব গুরুত্বপূর্ণ

স্কুল-কলেজের বাইরের স্টেশনারি দোকানগুলিতে সবসময় ভিড় থাকে। তাই, এই ব্যবসা শুরু করার জন্য প্রথমে সঠিক জায়গাটি খুঁজে বের করতে হবে। পেন, পেন্সিল, নোটপ্যাডের মতো জিনিসের চাহিদা স্টেশনারি দোকানে সব থেকে বেশি। এছাড়াও স্টেশনারি দোকানে বিয়ের কার্ড এবং উপহারের কার্ডের মতো জিনিসপত্রও বিক্রি করা যেতে পারে। 

কত টাকার প্রয়োজন?

সাধারণত একটি স্টেশনারি দোকান খুলতে কমপক্ষে ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা প্রয়োজন হবে। তবে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার সামগ্রী তুলেও এই ব্যবসা শুরু করা যেতে পারে। তবে স্টেশনারি দোকান খোলার জন্য স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি জায়গা বেছে নেওয়া উচিত।

মনে রাখতে হবে একটি স্টেশনারি দোকান খুলতে হলে আগে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। দরকার পড়বে ট্রেড লাইসেন্সের। একটি ভালো স্টেশনারি দোকানের জন্য ৩০০ থেকে ৪০০ বর্গমিটার জায়গার প্রয়োজন হবে। অল্প পুঁজিতেই এই স্টেশনারি ব্যবসা শুরু করা যেতে পারে। 

আয় কত হবে?

দোকানে ব্র্যান্ডেড স্টেশনারি পণ্য বিক্রি করলে ৩০ থেকে ৪০ শতাংশ টাকা লাভ করা যেতে পারে। অন্যদিকে, লোকাল জিনিস বিক্রি করলে আয় দুই থেকে তিন গুণও হতে পারে। ১০,০০০ টাকার প্রাথমিক বিনিয়োগ দিয়ে এই ব্যবসাটি শুরু করা যেতে পারে।  স্টেশনারি জিনিসপত্র পাইকারিভাবে কিনে স্কুল এবং কলেজের সামনে বিক্রি করলে যথেষ্ট লাভ হবে। কলকাতার ক্ষেত্রে পাইকারি সামগ্রী কেনার জন্য বড় বাজার ভালো অপশন হতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement