Small savings schemes: PPF ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় এবার সুদের হার কত? জানাল অর্থমন্ত্রক

২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

Advertisement
PPF ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় এবার সুদের হার কত? জানাল অর্থমন্ত্রক
হাইলাইটস
  • ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
  • অর্থ মন্ত্রণালয়ের ৩০ জুন জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অর্থ মন্ত্রণালয়ের ৩০ জুন জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), পোস্ট অফিস টাইম ডিপোজিট (FD)-এর মতো জনপ্রিয় প্রকল্পগুলির সুদের হার থাকবে আগের মতোই।

কোন প্রকল্পে কত সুদ?
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): ৭.১% বার্ষিক সুদ, দীর্ঘমেয়াদী ও কর ছাড়যুক্ত সঞ্চয়ের জন্য অন্যতম সেরা।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): ৮.২% সুদ, কন্যাসন্তানের ভবিষ্যতের জন্য সুরক্ষিত সঞ্চয়।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS): ৮.২% সুদ, প্রবীণ নাগরিকদের জন্য লাভজনক ও নিরাপদ বিকল্প।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): ৭.৭% সুদ, পাঁচ বছরের জন্য উপযুক্ত মধ্যমেয়াদী বিনিয়োগ।

পোস্ট অফিস টাইম ডিপোজিট (FD): ১ থেকে ৫ বছরের মেয়াদে ৬.৯% থেকে ৭.৫% পর্যন্ত সুদ।

কিষাণ বিকাশ পত্র (KVP): ৭.৫% সুদে ১১৫ মাসে টাকা দ্বিগুণ।

মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট: ৭.৫% সুদ, মহিলাদের জন্য নির্ধারিত স্বল্পমেয়াদী স্কিম।

কেন অপরিবর্তিত সুদ?
বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা, রিজার্ভ ব্যাংকের সুদের হার অপরিবর্তিত থাকা, এবং কম মুদ্রাস্ফীতির হার সরকারের এই সিদ্ধান্তের মূল কারণ। এতে বিনিয়োগকারীরা তাঁদের আর্থিক পরিকল্পনা স্থিতিশীলভাবে চালিয়ে যেতে পারবেন।

কোন স্কিমে কর ছাড়?
PPF ও SSY স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইন ৮০সি ধারা অনুযায়ী কর ছাড় পাওয়া যায়। ফলে এই স্কিমগুলি শুধুমাত্র নিরাপদ সঞ্চয় নয়, কর সাশ্রয়ের দিক থেকেও বেশ জনপ্রিয়।

 

POST A COMMENT
Advertisement