scorecardresearch
 

Solar Rooftop Subsidy Scheme: ২৫ বছর ধরে আসবে না বিদ্যুৎ বিল, লাভ ওঠান এই সরকারি স্কিমে

এই প্রকল্প নানা দিক থেকে লাভজনক। প্রথমত, এই স্কিমের অধীনে সোলার প্যানেল বসানোর খরচ কম। কারণ এর একটা অংশ আসে সরকারি ভর্তুকি থেকে। কেন্দ্রীয় সরকার ছাড়াও একাধিক রাজ্যও অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে। অন্যদিকে, সৌর প্যানেল বসানোর সঙ্গে সঙ্গে  মাসে মাসে বিদ্যুৎ বিলের ঝামেলা থেকেও মুক্তি মেলে।

Advertisement
বাড়িতে সোলার প্যানেল। বাড়িতে সোলার প্যানেল।
হাইলাইটস
  • এই প্রকল্প নানা দিক থেকে লাভজনক।
  • সোলার রুফটপ সাবসিডি স্কিমে তিন-তিনটি মেলে।

Solar Panel Subsidy: বিদ্যুতের প্রচলিত শক্তির পরিবর্তে বিকল্প শক্তির উপর জোর দিচ্ছে ভারত সরকার। ডিজেল-পেট্রোলের ব্যবহার কমিয়ে আমদানি বিল কমানোই লক্ষ্য। এতে কেবল পরিবেশের জন্য সহায়কই নয় বৈদেশিক মুদ্রার তহবিলের দিক থেকেও লাভজনক। এ কথা মাথায় রেখে সরকার ২০৩০ সালের মধ্যে অপ্রচলিত পদ্ধতিতে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রে। চলতি বছরের শেষে সৌর বিদ্যুৎ থেকে ১০০ গিগাওয়াট  বিদ্যুৎ উৎপাদনের টার্গেট নিয়েছে। এর মধ্যে ৪০ মেগাওয়াট ছাদে সোলার প্যানেল বসিয়ে উৎপাদন করার পরিকল্পনা করা হয়েছে। প্যানেল স্থাপনের জন্য ভর্তুকিও দেওয়া হচ্ছে। এই প্রকল্পে বিদ্যুৎ বিক্রি করেও আয় করা যেতে পারে। 

এই প্রকল্প নানা দিক থেকে লাভজনক। প্রথমত, এই স্কিমের অধীনে সোলার প্যানেল বসানোর খরচ কম। কারণ এর একটা অংশ আসে সরকারি ভর্তুকি থেকে। কেন্দ্রীয় সরকার ছাড়াও একাধিক রাজ্যও অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে। অন্যদিকে, সৌর প্যানেল বসানোর সঙ্গে সঙ্গে  মাসে মাসে বিদ্যুৎ বিলের ঝামেলা থেকেও মুক্তি মেলে। বাড়ির দৈনন্দিন ব্যবহারের বিদ্যুৎ ছাদেই সোলার প্যানেল থেকে উৎপন্ন হয়। তৃতীয় ফায়দা, এই স্কিমে আয়েরও সুযোগ রয়েছে। বাড়ির ছাদে থাকা সৌর প্যানেলগুলি প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ তৈরি হলে তা বিক্রিও করতে পারবেন। 

সোলার রুফটপ সাবসিডি স্কিমে তিন-তিনটি মেলে। খরচ আড়াই বছরেই তুলে নেওয়া যাবে। সাধারণত একটি বাড়ির জন্য ২-৪ কিলোওয়াটের একটি সোলার প্যানেল যথেষ্ট। এর সাহায্যে একটি এসি, ২-৪টি ফ্যান, একটি ফ্রিজ, ৬-৮টি এলইডি আলো, ১টি জলের মোটর এবং টিভির মতো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা যাবে। এখন ধরুন আপনি বর্ধমানে থাকেন। বাড়ির ছাদ ১০০০ বর্গফুটের। অর্ধেক ছাদে অর্থাৎ ৫০০ বর্গফুটে সোলার প্যানেল স্থাপন করেন, তাহলে প্ল্যান্টের ক্ষমতা হবে ৪.৬ কিলোওয়াট। এতে মোট ব্যয় হবে ১.৮৮ লক্ষ টাকা। যা ভর্তুকি দেওয়ার পরে ১.২৬ লক্ষ টাকায় নেমে আসবে।

Advertisement

কত টাকা বাঁচাবে?

সোলার প্যানেল দিয়ে আপনার বাড়ির সমস্ত চাহিদা মেটানো যাবে। প্রতি মাসে প্রায় ৪,২৩২ টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন। এক বছরের জন্য সঞ্চয় ৫০,৭৮৪ টাকা হয়ে যাবে। অর্থাৎ আড়াই বছরে আপনার পুরো খরচ তুলে ফেলতে পারবেন। ২৫ বছরে আপনার মোট সঞ্চয় হবে প্রায় ১২.৭০ লক্ষ টাকা। 


ভর্তুকির জন্য আবেদন

যদি বিদ্যুৎ কম লাগে ছোট প্ল্যান্টও ইনস্টল করতে পারেন। ২ কিলোওয়াটের একটি সোলার প্যানেল ইনস্টল করলে প্রায় ১.২০ লক্ষ টাকা খরচ হবে। ৩ কিলোওয়াট পর্যন্ত সোলার রুফটপ প্যানেল স্থাপনের জন্য সরকার থেকে ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়। খরচ নেমে আসবে ৭২,০০০ টাকায়। সরকারের কাছ থেকে ৪৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। সোলার রুফটপ ইনস্টল করার জন্য লগ ইন করুন-  https://solarrooftop.gov.in/ 

আরও পড়ুন-একদিনে হাজার কোটি কামালেন রাকেশ ঝুনঝুনওয়ালা, ২ শেয়ারেই মালামাল

Advertisement