Special Train: দিঘা, পুরী যাওয়ার টিকিট পেয়ে যাবেন, স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়াল রেল, পুরো তালিকা রইল

ছুটির মরশুম চলছে। সঙ্গে বাড়তি পাওনা হাড় কাঁপানো শীত। এমন পরিস্থিতিতে অনেকেই বেড়াতে যেতে চাইছেন। শুধু তাই নয়, লম্বা ছুটি পেয়ে কেউ কেউ বাড়িও ফিরবেন বাইরে থেকে। এমন পরিস্থিতিতে যাত্রীদের কথা ভেবে একাধিক স্পেশাল ট্রেন চালু করেছিল দক্ষিণ-পূর্ব রেল। আর সেই সকল ট্রেনের মেয়াদ আরও বাড়ান হল বলে জানান হয়েছে। এক্ষেত্রে ১৬টি স্পেশাল ট্রেনের মেয়াদ বেড়েছে। এর মধ্যে দিঘা, পুরীর ট্রেনও রয়েছে।

Advertisement
দিঘা, পুরী যাওয়ার টিকিট পেয়ে যাবেন, স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়াল রেল, পুরো তালিকা রইলস্পেশাল ট্রেন
হাইলাইটস
  • ছুটির মরশুম চলছে
  • সঙ্গে বাড়তি পাওনা হাড় কাঁপানো শীত
  • এমন পরিস্থিতিতে অনেকেই বেড়াতে যেতে চাইছেন

ছুটির মরশুম চলছে। সঙ্গে বাড়তি পাওনা হাড় কাঁপানো শীত। এমন পরিস্থিতিতে অনেকেই বেড়াতে যেতে চাইছেন। শুধু তাই নয়, লম্বা ছুটি পেয়ে কেউ কেউ বাড়িও ফিরবেন বাইরে থেকে। এমন পরিস্থিতিতে যাত্রীদের কথা ভেবে একাধিক স্পেশাল ট্রেন চালু করেছিল দক্ষিণ-পূর্ব রেল। আর সেই সকল ট্রেনের মেয়াদ আরও বাড়ান হল বলে জানান হয়েছে। এক্ষেত্রে ১৬টি স্পেশাল ট্রেনের মেয়াদ বেড়েছে। এর মধ্যে দিঘা, পুরীর ট্রেনও রয়েছে। কারণ, রেল ভালই জানে যে এই মরশুমে দিঘা এবং পুরী অনেকেই যেতে চান। কিন্তু টিকিট না পেয়ে মনের চাহিদা পূরণ হয় না। যদিও এই সমস্যার সমাধান করতে এগিয়ে এল রেল। তাদের পক্ষ থেকে দিঘা, পুরীর স্পেশাল ট্রেন বাড়ানো হল। এই তালিকার কয়েকটি ট্রেন ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলেই জানা গিয়েছে।

কোন কোন ট্রেনের মেয়াদ বাড়ল?

যেই সব ট্রেনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে, তার একটা লিস্ট সামনে এনেছে দক্ষিণ-পূর্ব রেল। আসুন লিস্টটা দেখে নেওয়া যাক-

  • ট্রেন নম্বর ০৮০০৭ শালিমার ভঞ্জপুর স্পেশাল ট্রেন ০১.০১.২৬ থেকে ২৮.০২.২৬ পর্যন্ত বাড়ানো হল
  • ০৮০০৮ ভঞ্জপুর শালিমার স্পেশালকে ০৩.০১.২৬ থেকে ০২.০৩.২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে
  • ০৮০১১ ভঞ্জপুর-পুরী স্পেশাল ০১.০১.২৬ থেকে ২৮.০২.২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে
  • ০৮০১২ পুরী ভঞ্জপুর স্পেশাল ০৪.০১.২৬ থেকে ২২.০২.২৬ পর্যন্ত বাড়নো হয়েছে
  • ০২৮৩৯ শালিমার পুরী স্পেশাল ০৪.০১.২৬ থেকে ২২.০২,. ২৬ পর্যন্ত বাড়ানো হল
  • ০২৮৪০ পুরী শালিমার স্পেশাল ০৫.০১.২৬ থেকে ২৩.০২.২৬ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে
  • ০২৮৪৮ দিঘা সাঁতরাগাছি স্পেশাল ০৩.০১.২৬ থেকে ২৮.০২.২৬ পর্যন্ত বেড়েছে
  • ০২৮৯৭ সাঁতরাগাছি দিঘা স্পেশাল ০৪.০১.২৬ থেকে ২২.০২.২৬ পর্যন্ত বাড়ানো হল
  • ০২৮৯৮ দিঘা সাঁতরাগাছি স্পেশাল ০৪.০১.২৬ থেকে ২২.০২.২৬ পর্যন্ত বেড়েছে
  • ০২৮৬৪ সাঁতরাগাছি ইয়েলহাঙ্কা স্পেশাল ০১.০১.২৬ থেকে ১৫.০১.২৬ পর্যন্ত
  • ইয়েলহাঙ্কা-সাঁতরাগাছি স্পেশাল ০৩.০১.২৬ থেকে ১৭.০১.২৬ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে
  • ০২৮৪২ শালিমার MGR চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ০৫.০১.২৬ থেকে ২৬.০১.২৬ পর্যন্ত বাড়ানো হবে
  • MGR চেন্নাই সেন্ট্রাল থেকে শালিমার স্পেশাল ০৭.০১.২৬ থেকে ২৮.০১.২৬ পর্যন্ত বাড়ল
  • ০৮৬১১ সাঁতরাগাছি আজমের স্পেশাল ০৫.০১.২৬ থেকে ২৩.০২.২৬ পর্যন্ত বাড়ল
  • ০৮৬১২ আজমের সাঁতরাগাছি স্পেশাল ০৮.০১.২৬ থেকে ২৬.০২.২৬ পর্যন্ত বাড়ানো হল

তাই তড়িঘড়ি টিকিট কেটে নিন। চলে যান ঘুরতে। মন ভাল হয়ে যাবে।

POST A COMMENT
Advertisement