SSC পরীক্ষার হলে কী কী নিয়ে যাবেন, আর কী নেবেন না, জানিয়ে দিল কমিশন

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) রবিবার, ৭ সেপ্টেম্বর নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করেছে। পরীক্ষা দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত চলবে। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। কমিশন পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়মাবলী জারি করেছে।

Advertisement
SSC পরীক্ষার হলে কী কী নিয়ে যাবেন, আর কী নেবেন না, জানিয়ে দিল কমিশন
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) রবিবার, ৭ সেপ্টেম্বর নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করেছে।
  • পরীক্ষা দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত চলবে।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) রবিবার, ৭ সেপ্টেম্বর নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করেছে। পরীক্ষা দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত চলবে। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। কমিশন পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়মাবলী জারি করেছে।

পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ সামগ্রী:
হাতঘড়ি: পরীক্ষার্থীরা কোনও ধরনের ঘড়ি সঙ্গে নিতে পারবেন না।
মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস: স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা অন্য কোনও গ্যাজেট সঙ্গে নেওয়া যাবে না। সেগুলি পাওয়া গেলে পরীক্ষা বাতিল হবে।
লগ টেবিল: গণনার জন্য ব্যবহারিক লগ টেবিলও নিষিদ্ধ।

পরীক্ষাকেন্দ্রে অনুমোদিত সামগ্রী:
অ্যাডমিট কার্ড ও পরিচয়পত্র (আধার, ভোটার, প্যান) একটি স্বচ্ছ ফোল্ডারে।
স্বচ্ছ জলের বোতল।
স্বচ্ছ পেন (নীল বা কালো) দিয়ে উত্তর লেখা।

সময়সূচি ও রিপোর্টিং:
পরীক্ষার দিন: নবম–দশম ৭ সেপ্টেম্বর, একাদশ–দ্বাদশ ১৪ সেপ্টেম্বর।
পরীক্ষা: দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত।
রিপোর্টিং সময়: সকাল ১০–১১টা; গেট বন্ধ: ১১:৪৫ মিনিট।

কমিশন সতর্ক করেছে যে, সমস্ত নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে। নিয়ম লঙ্ঘন করলে পরীক্ষার্থীকে কঠোর শাস্তি দেওয়া হবে।

পরীক্ষার পরিসংখ্যান:
মোট শূন্যপদ: ৩৫,৭২৬ (নবম–দশম: ২৩,২১২; একাদশ–দ্বাদশ: ১২,৫১৪)।
আবেদনকারীর সংখ্যা: নবম–দশম ৩,১৯,৬৫০; একাদশ–দ্বাদশ ২,৫৪,০০০।
এবার প্রার্থী সংখ্যা ২০১৬ সালের তুলনায় ২,৩০,০০০ বেশি।
রাজ্যজুড়ে ৬৩৬ পরীক্ষা কেন্দ্র।

অন্যান্য নিয়মাবলী:
ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে, লিখিত পরীক্ষা শেষে দুই বছর সংরক্ষণ।
ওএমআর শিটে ছবি আঁকা বা মন্তব্য করা যাবে না; দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শনাক্ত করবেন।
এসব নিয়ম পরীক্ষার্থীদের স্বচ্ছ ও ন্যায্য পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে। সকলকে যথাযথভাবে প্রস্তুত হয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

POST A COMMENT
Advertisement