নিজস্ব চিত্র পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে SIR পর্ব। ইতিমধ্যেই BLO-দের প্রশিক্ষণ পর্ব শুরু হয়ে গিয়েছে। আর এই প্রশিক্ষণ পর্ব চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন BLO অর্থাৎ ব্লক লেভেল অফিসাররা। বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া এবং সেটি ফিল আপ করিয়ে সংগ্রহের কাজ করবেন তাঁরা। এই প্রক্রিয়া চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। এনুমেরেশন ফর্ম হাতে পাওয়ার পর ঠিক কী করতে হবে? কী কী ফিল আপ করতে হবে? জেনে নিন বিস্তারিত তথ্য
অফলাইনে এনুমেরেশন ফর্ম ফিল আপের নিয়ম
ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর সহ ছাপানো দু'টি এনুমেরেশন ফর্ম দেওয়া হবে প্রতি ভোটারকে। সেই ফর্মে নির্দিষ্ট কলম অনুযায়ী লিখতে হবে
> জন্মের তারিখ
> আধার নম্বর (ঐচ্ছিক)
> মোবাইল নম্বর
> পিতার নাম
> পিতার এপিক নম্বর (যদি থাকে)
> মায়ের নাম
> মায়ের এপিক নম্বর (যদি থাকে)
> বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম
> স্বামী বা স্ত্রীর এপিক নম্বর (যদি থাকে)
> এক কপি সাম্প্রতিক ছবি
২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম থাকলে সেই তথ্য দিতে হবে। BLO নির্বাচন কমিশনের দেওয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন ২০০২ সালের লিঙ্ক।
প্রতিটি এনিউমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি। তার নীচে ফর্ম জমা নেওয়ার পর BLO-কে স্বাক্ষর করতে হবে। দু'কপি ফর্ম দেওয়া হবে ভোটারদের। যার মধ্যে একটি ফর্ম BLO জমা নিয়ে নেবেন। আর একটি কপি ভোটার রিসিভ করে নিজের কাছে রেখে দেবেন। সেটিতেও BLO-র সই থাকবে।
এনুমেরেশন ফর্ম ফিল আপ করে জমা নেওয়ার জন্য একাধিকবার ভোটারের বাড়ি যাওয়ার নির্দেশ রয়েছ BLO-দের কাছে। তবে চাইলে কোনও ভোটার সরাসরি কমিশন অফিসে ফর্ম জমা দিতে পারেন। এ রাজ্যের ভোটারদের কথা ভেবে বাংলা ভাষাতেও এনুমেরেশন ফর্ম ছাপা হয়েচে। ফর্মে BLO-দের মোবাইল নম্বরও দেওয়া থাকবে।
অনলাইনে ফর্ম ফিল আপের প্রক্রিয়া
কোনও ভোটার ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলার বইরে থাকে তিনি CEO WEST BENGAL ওসেবসাইটে গিয়েও এনুমেরেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। পরিষেবা চালু হলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রাজ্য ভিত্তিক এনুমেরেশন ফর্ম পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে নিম্নলিখিত স্টেপগুলি ফলো করতে হবে।
> সাইন আপ করতে হবে।
> নিজের ফোন নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
> এরপর এপিক নম্বর দিয়ে সমস্ত তথ্য ফেচ করাতে হবে।
> ফর্ম ফিল আপ করার আগে নিজের পাসপোর্ট সাইজের ছবির স্ক্যানড কপি হাতের কাছে রাখুন। পরের স্টেপে সেই ছবির স্ক্যান্ড কপি আপলোড করতে হবে।
> অফলাইনে ফর্মে থাকা সমস্ত কলামগুলি এখানে অনলাইনে ফিল আপ করতে হবে।
> সবশেষে সাদা পাতায় সই করে স্ক্যান করে আপলোড করতে হবে।
> এরপর ক্লিক করুন সাবমিটে।
> ডিক্লেরেশন পেজে একাধিক অপশন রয়েছে। সিলেক্ট করতে হবে যথাযথ অপশন।
> ২০০২ এর ভোটার তালিকায় নাম থাকলে বা বাবা-মায়ের নাম থাকলে তাঁদের সেই কপি স্ক্রিনশট আপলোড করতে হবে।
> ২০০২ সালের ভোটার তালিকায় কারও নামই না থাকলে কমিশনের নির্দেশ করে দেওয়া ১১টির নথির যে কোনও একটি ডকুমেন্ট আপলোড করতে হবে।
> সবশেষে সাবমিট বটনে ক্লিক করুন।