Silver Loan Steps: রুপো দিয়ে ঋণ বা সিলভার লোন কীভাবে পাবেন? স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া রইল

এতদিন সোনার কাছে পাত্তা পেত না রুপো। এর দাম ছিল কম। যার ফলে এটা দিয়ে লোন নেওয়াও যেত না। তাতেই বিপদে পড়তেন সাধারণ মানুষ। তাঁদের কাছে সোনা না থাকায় লোন নিতে পারতেন না। যদিও এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে দেশের প্রধান ব্যাঙ্ক আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তাদের তরফে ঘোষণা করা হয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকেই রুপো রেখে নেওয়া যাবে লোন।

Advertisement
রুপো দিয়ে ঋণ বা সিলভার লোন কীভাবে পাবেন? স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া রইলরুপো রেখে লোন
হাইলাইটস
  • এতদিন সোনার কাছে পাত্তা পেত না রুপো
  • ২০২৬ সালের এপ্রিল মাস থেকেই রুপো রেখে নেওয়া যাবে লোন
  • ঠিক কীভাবে রুপো জমা রেখে নেওয়া যাবে লোন

এতদিন সোনার কাছে পাত্তা পেত না রুপো। এর দাম ছিল কম। যার ফলে এটা দিয়ে লোন নেওয়াও যেত না। তাতেই বিপদে পড়তেন সাধারণ মানুষ। তাঁদের কাছে সোনা না থাকায় লোন নিতে পারতেন না। যদিও এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে দেশের প্রধান ব্যাঙ্ক আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তাদের তরফে ঘোষণা করা হয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকেই রুপো রেখে নেওয়া যাবে লোন।

আরবিআই জানিয়েছে যে দেশের একটা বড় অংশের মানুষের কাছে সোনা নেই। আছে রুপো। আর সেই কারণেই সোনার বদলে রুপো দিয়ে ঋণ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

কিন্তু প্রশ্ন হল, ঠিক কীভাবে রুপো জমা রেখে নেওয়া যাবে লোন? আসুন জেনে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ। (যদিও এই বিষয়ে নির্দিষ্ট করে জানায়নি আরবিআই। তবে মনে করা হচ্ছে সোনার মতো করেই নেওয়া যাবে রুপোর লোন।)

রুপো এবং ডকুমেন্ট সঙ্গে রাখুন

আপনি যেই রুপোটা বন্ধক রাখতে চান, সেটা জোগার করে নিতে হবে। এক্ষেত্রে গয়না এবং কয়েন জমা রাখতে পারেন। জমা দেওয়া যাবে না সিলভার বার। এছাড়া সঙ্গে নিতে হবে প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড। এগুলি লাগতে পারে ডকুমেন্ট হিসাবে।

যতদূর খবর, একজন মানুষ ১০ কেজি পর্যন্ত রুপোর গয়না বন্ধক রাখতে পারেন। সোনার কয়েন রাখা যেতে পারে ৫০০ গ্রাম পর্যন্ত।

ব্রাঞ্চে যেতে হবে

যেখান থেকে এই লোন নিতে চান, সেখানে যেতে হবে (এখনও জানা যায়নি কারা রুপোর মাধ্যমে লোন দেবে)। সেখানেই দেখা হবে রুপোর শুদ্ধতা। তারপর রুপোর ভ্যালুয়েশন করে লোন দেওয়া হবে।

ভ্যালুয়েশন সার্টিফিকেট নিন

অবশ্যই নিয়ে ফেলতে হবে ভ্যালুয়েশন সার্টিফিকেট। সেখানেই লেখা থাকবে সেই জিনিসগুলির ওজন, পিউরিটি এবং ভ্যালু। পাশাপাশি আপনি একটি লোন এগ্রিমেন্টও পাবেন। এরপর আপনি সহমত হলে লোন প্রসেসের জন্য এগবে।

Advertisement

লোন স্যাংশন

এটাই হল শেষ ধাপ। এই ধাপে আপনার লোন স্যাংশন হবে। পাশাপাশি আপনি হাতে পেয়ে যাবেন টাকা। এরপর আপনাকে ইএমআই দিয়ে যেতে হবে। সেটা শেষ হয়ে গেলেই আপনি বন্ধক ছাড়িয়ে নিতে পারেন। হাতে পাবেন নিজের গহনা। 

তবে পরিশেষে বলি, লোন যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। 

POST A COMMENT
Advertisement