Stock vs Mutual Fund: শুরুতে স্টকে নাকি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বুদ্ধিমানের? বিশেষজ্ঞের পরামর্শ

চাকরি পাওয়ার পরই বিনিয়োগ শুরু করাটা বুদ্ধিমানের কাজ। তাহলে বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকবে আপনার জমানো টাকা। তখন আপনি চাইলে তাড়াতাড়ি অবসর নিতে পারেন। আর চাকরি যদি নাও ছাড়েন, জীবনে আর আর্থিক সমস্যা থাকবে না। আপনি হেসেখেলে জীবন কাটাতে পারবেন। তাই কাজ শুরু করার পরপরই বিনিয়োগ করতে হবে।

Advertisement
শুরুতে স্টকে নাকি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বুদ্ধিমানের? বিশেষজ্ঞের পরামর্শস্টক বনাম মিউচুয়াল ফান্ড
হাইলাইটস
  • চাকরি পাওয়ার পরই বিনিয়োগ শুরু করাটা বুদ্ধিমানের কাজ
  • তাহলে বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকবে আপনার জমানো টাকা
  • আপনি চাইলে তাড়াতাড়ি অবসর নিতে পারেন

(পরামর্শে সমীরকুমার সেন, সিএ)

চাকরি পাওয়ার পরই বিনিয়োগ শুরু করাটা বুদ্ধিমানের কাজ। তাহলে বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকবে আপনার জমানো টাকা। তখন আপনি চাইলে তাড়াতাড়ি অবসর নিতে পারেন। আর চাকরি যদি নাও ছাড়েন, জীবনে আর আর্থিক সমস্যা থাকবে না। আপনি হেসেখেলে জীবন কাটাতে পারবেন। তাই কাজ শুরু করার পরপরই বিনিয়োগ করতে হবে।

এখন অনেকেই প্রশ্ন করেন, বিনিয়োগ শুরু করা উচিত কীভাবে? সরাসরি স্টক মার্কেট নাকি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, কোথায় টাকা ঢাললে মিলবে ঠিকঠাক রিটার্ন? পাশাপাশি ঝুঁকিও থাকবে কম? আর সেই প্রশ্নের উত্তরে বলি, যাঁরা একবারেই মার্কেট সম্পর্কে কোনও তথ্য জানেন না, তাঁদের জন্য সবথেকে ভাল অপশন হল মিউচুয়াল ফান্ড। এর কোনও বিকল্পই নেই।

আসলে মিউচুয়াল ফান্ড হল একাধিক স্টক মেশানো একটা থিমড ফান্ড। এখানে একজন ফান্ড ম্যানেজার আপনার হয়ে বিভিন্ন স্টকে টাকা লাগান। তাতেই লাভের মুখ দেখেন বিনিয়োগকারীরা। তবে এটাতেও ঝুঁকি রয়েছে। তবে সেটা খুবই কম। অপরদিকে ভাল ও বিশ্বাসযোগ্য সংস্থায় বিনিয়োগ করলে বেশ ভাল রিটার্ন পেতে পারেন। আপনার টাকা বাড়তে থাকবে।

একটা কথা মাথায় রাখতে হবে, ঐতিহাসিকভাবে দেখা গিয়েছে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে মোটামুটি ১২ শতাংশ রিটার্ন মিলতে পারে। আর এভাবে আপনার টাকা বাড়তে থাকলে খুব সহজেই ধনী হয়ে উঠতে পারবেন। তবে আবারও বলব, মিউচুয়াল ফান্ড ঝুঁকি সাপেক্ষ। তাই বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে বা গবেষণা না করে বিনিয়োগ করা উচিত হবে না।

যাঁরা মার্কেট সম্পর্কে জানেন...

কারও কারও স্টক মার্কেটের প্রতি আগ্রহ রয়েছে। তাঁরা চাইলে রিসার্চ করার পর, স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দেখার পর স্টক কিনতেই পারেন। তাতে ক্ষতি নেই। বরং ঠিক ঠাক স্টক বেছে নিলে আপনার টাকা অনেক দ্রুত বাড়বে। এমনকী মিউচুয়াল ফান্ডে যেই টাকাটা ফান্ড হাউসকে কমিশন হিসাবে দিতে হয়, সেটা দিতে হবে না। যা লাভ হবে, সবটাই আপনার।

Advertisement

তবে এখানে ক্ষতির আশঙ্কাও বেশি। একটু এদিক-ওদিক হলেই টাকা জলে যেতে পারে। তাই মার্কেটে শুরুর সময় ৫০ শতাংশ টাকার স্টক কিনলে ৫০ শতাংশ টাকা মিউচুয়াল ফান্ড করে দিন বিনিয়োগ। তাতে ঝুঁকি থাকবে কম। আপনার টাকা ঠিক ঠাক হারে বাড়তে থাকবে।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement