Suzlon Energy Share-এর দাম হু হু করে বাড়তে পারে, নতুন টার্গেট কী? বিশেষজ্ঞরা জানালেন

ভারতীয় শেয়ারবাজারের অন্যতম চর্চিত স্টকের নাম হল সুজলন এনার্জি (Suzlon Energy)। এই স্টকে বিনিয়োগ করেই কোটি কোটি টাকা লাভ করেছেন অনেক ইনভেস্টর। আর এই স্টককে নিয়েই একটা বড় দাবি করেছে মোতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস। এই ব্রোকারেজ সংস্থা দাবি করেছে যে আগামিদিনে এই স্টক দারুণ রিটার্ন দিতে পারে। কারণ, এই স্টকের রিস্ক বেনিফিট রেশিও এখনও ঠিকঠাক রয়েছে। যদিও ২৫-২৬ আর্থিক বর্ষে ১৫ শতাংশ পড়েছে এর দাম। যার ফলে স্টকটি এখন একটু চাপেই রয়েছে। 

Advertisement
সুজলন এনার্জির শেয়ারের দাম হু হু করে বাড়তে পারে, নতুন টার্গেট কী? বিশেষজ্ঞরা জানালেনসুজলনের শেয়ার
হাইলাইটস
  • ভারতীয় শেয়ারবাজারের অন্যতম চর্চিত স্টকের নাম হল সুজলন এনার্জি
  • এই স্টকে বিনিয়োগ করেই কোটি কোটি টাকা লাভ করেছেন অনেক ইনভেস্টর
  • ২৫-২৬ আর্থিক বর্ষে ১৫ শতাংশ পড়েছে এর দাম

ভারতীয় শেয়ারবাজারের অন্যতম চর্চিত স্টকের নাম হল সুজলন এনার্জি (Suzlon Energy)। এই স্টকে বিনিয়োগ করেই কোটি কোটি টাকা লাভ করেছেন অনেক ইনভেস্টর। আর এই স্টককে নিয়েই একটা বড় দাবি করেছে মোতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস। এই ব্রোকারেজ সংস্থা দাবি করেছে যে আগামিদিনে এই স্টক দারুণ রিটার্ন দিতে পারে। কারণ, এই স্টকের রিস্ক বেনিফিট রেশিও এখনও ঠিকঠাক রয়েছে। যদিও ২৫-২৬ আর্থিক বর্ষে ১৫ শতাংশ পড়েছে এর দাম। যার ফলে স্টকটি এখন একটু চাপেই রয়েছে। 

তবে বর্তমানে এই স্টকটা নিয়েই আশার আলো দেখছে মোতিলাল ওসওয়াল (Motilal Oswal)। তাদের বিশেষজ্ঞদের মতে, এই স্টকটা কেনা যেতে পারে। তাই তাঁরা বাই রেটিং দিয়ে রেখেছে। আর আগামিদিনে স্টকটা বেড়ে যেতে পারে ৫৫ শতাংশ। 

এই ব্রোকারেজ ফার্মের তরফে জানান হয়, ২০ থেকে ২৪ গিগাওয়াটের বাড়তি চাহিদা আসতে পারে। আসলে ডেটা সেন্টার থেকে শুরু করে কনজিউমার, ইনভেস্টমেন্ট কনজিউমার এবং পাবলিক সেক্টরের এন্টারপ্রাইজের কারণে ২০৩০ সালের মধ্যে ২০ থেকে ৪০ গিগাওয়াট বাড়তি বায়ু শক্তির প্রয়োজন পড়তে পারে...' আর এই কারণেই শেয়ারের দাম বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুজলন এনার্জির অবস্থা কী? 
মঙ্গলবারই ২ শতাংশ পড়েছে এই শেয়ারের দাম। এটি এখন ৪৭.১৭ টাকায় রয়েছে। যার ফলে এর মার্কেট ক্যাপিটালাইজেশন কমে গিয়েছে ৬৫০০০ কোটি টাকার নীচে। 

এখানেই শেষ নয়, গত মাস থেকেই এর দাম হ্রাস পেয়েছে  ১১ শতাংশ। আর ৬ মাস কমে গিয়েছে ৩০ শতাংশ। 

তবে এই ব্রোকারেজ ফার্ম মনে করছে, এর দাম অদূর ভবিষ্যতেই বাড়তে চলেছে। কারণ, ১৫-১৭ গিগাওয়াটের পাওয়ার প্রোজেক্ট বিডিংয়ে রয়েছে। যার ফলে আগামিদিনে সংস্থা বিরাট অর্ডার পেতে পারে।

কত টাকা টার্গেট?
এই ব্রোকারেজ ফার্ম দাবি করে, 'চলতি বছরে সুজলনের রেভিনিউ ইয়ার অন ইয়ার বাড়তে পারে ৫২ শতাংশ। আর কোয়ার্টারের হিসেবে ১৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে। কারণ, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৬৭১ মেগা ওয়াটের প্রোজেক্ট শেষ করেছে। যার ফলে এই সংস্থার EBIDA-ও বাড়তে পারে ৬৬ শতাংশ। এছাড়া মার্জিন বৃদ্ধির আশঙ্কা রয়েছে ১৮ শতাংশ। তাই এর টার্গেট দেওয়া হয়েছএ ১৮ শতাংশ।' অর্থাৎ এর দাম বৃদ্ধি পেতে পারে ৫৫ শতাংশ। 

Advertisement

৩৭ শতাংশ পড়েছে
এই স্টকের দিকে যদি তাকিয়ে দেখা যায়, তাহলে মে ২০২৫ এর দাম ছিল ৭৪.৩০ টাকা। এটাই ছিল ৫২ সপ্তাহের হাই। সেখান থেকে অবশ্য শেয়ারের দাম কমেছে। সেখান থেকে অনেকটাই কমে গিয়েছে শেয়ারের দাম।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট। 

  

 

POST A COMMENT
Advertisement