Tata Group IPO: টাকা রেডি রাখুন... এক ঝাঁক নতুন শেয়ার আনতে পারে টাটা গ্রুপ

বাজারে একের পর এক নতুন শেয়ার আনতে চলেছে ভারতের বৃহত্তম সংস্থা। টাটা গোষ্ঠী নতুন ব্যবসার ফান্ডিংয়ের জন্য বেশ কয়েকটি IPO চালু করার করতে পারে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে Tata Capital, Tata Autocomp Systems, Tata Passenger Electric Mobility, BigBasket, Tata Digital, Tata Electronics, Tata Houseing এবং Tata Batteries-এর মতো কোম্পানি।

Advertisement
টাকা রেডি রাখুন... এক ঝাঁক দারুণ IPO আনতে পারে টাটা গ্রুপবাজারে আসতে পারে টাটার একাধিক IPO!
হাইলাইটস
  • বাজারে একের পর এক নতুন শেয়ার আনতে চলেছে ভারতের বৃহত্তম সংস্থা। টাটা গোষ্ঠী নতুন ব্যবসার ফান্ডিংয়ের জন্য বেশ কয়েকটি IPO চালু করার করতে পারে বলে জানা গিয়েছে।
  • এর মধ্যে রয়েছে Tata Capital, Tata Autocomp Systems, Tata Passenger Electric Mobility, BigBasket, Tata Digital, Tata Electronics, Tata Houseing এবং Tata Batteries-এর মতো কোম্পানি।
  • টাটা গ্রুপ আগামী ৩ বছরের মধ্যে এই সংস্থাগুলির আইপিও আনার কথা ভাবতে পারে। বিজনেস টুডেতে প্রকাশিত ইটি রিপোর্ট অনুসারে, টাটা গ্রুপ বড় অঙ্কের তহবিল সংগ্রহের জন্য এই সংস্থাগুলির আইপিও আনার কথা ভাবতে পারে।

বাজারে একের পর এক নতুন শেয়ার আনতে চলেছে ভারতের বৃহত্তম সংস্থা। টাটা গোষ্ঠী নতুন ব্যবসার ফান্ডিংয়ের জন্য বেশ কয়েকটি IPO চালু করার করতে পারে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে Tata Capital, Tata Autocomp Systems, Tata Passenger Electric Mobility, BigBasket, Tata Digital, Tata Electronics, Tata Houseing এবং Tata Batteries-এর মতো কোম্পানি।

টাটা গ্রুপ আগামী ৩ বছরের মধ্যে এই সংস্থাগুলির আইপিও আনার কথা ভাবতে পারে। বিজনেস টুডেতে প্রকাশিত ইটি রিপোর্ট অনুসারে, টাটা গ্রুপ বড় অঙ্কের তহবিল সংগ্রহের জন্য এই সংস্থাগুলির আইপিও আনার কথা ভাবতে পারে।

এই সব কোম্পানিই আইপিওর জন্য প্রস্তুত। ইটি-র রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। রিপোর্টে সংস্থার এক কর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, 'বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে'। তিনি আরও জানিয়েছেন, 'যেসব ব্যবসা ২০ বা ২৫ বছর আগে শুরু হয়েছিল, সেগুলি এখন ডেভলপ করা হচ্ছে এবং ফান্ডিংয়ের জন্য প্রস্তুত।'

টাটা মোটর্সকেও দুই ভাগে ভাগ করার হচ্ছে। টাটা মোটর্স বৈদ্যুতিক যানবাহন উৎপাদন এবং  বিলাসবহুল জাগুয়ার ল্যান্ড রোভারের ইউনিটকে আলাদা করে তুলে ধরতে চাইছে। সেই লক্ষ্যে যাত্রীবাহি ও বাণিজ্যিক গাড়ির ব্যবসাকে দু'টি আলাদা লিস্টেড কোম্পানিতে ভাগ করার বিষয়ে আলোচনা চলছে। অর্থাৎ, একটি কোম্পানি ট্রাক এবং বাসের মতো বাণিজ্যিক যান সম্পর্কিত দিকগুলি দেখবে। দ্বিতীয় কোম্পানি যাত্রীবাহী গাড়ি, বৈদ্যুতিক যান, জাগুয়ার ল্যান্ড রোভারের মতো বিষয়গুলি দেখবে।

গত বছরও বাজারে টাটা গ্রুপের আইপিও এসেছিল। গত বছরের নভেম্বরে, টাটা মোটর্সের সহযোগী প্রতিষ্ঠান টাটা টেকনোলজিস লিস্টেড হয়েছিল। ২০০৪ সালে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের আইপিও-র প্রায় দুই দশক পর এটাই তাদের প্রথম আইপিও অফার ছিল।

(দ্রষ্টব্য- স্টক মার্কেটে কোন বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার মার্কেট এক্সপার্টদের পরামর্শ নিন।)

POST A COMMENT
Advertisement