Rule of 72: টাকা ডাবল করার সহজ ফর্মুলা 'রুল অব ৭২', খোঁজ দিলেন বিশেষজ্ঞ

আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ কী, সেটা জানার জন্য কোনও জটিল অঙ্ক করতে হবে না। এমনকী প্রয়োজন নেই কোনও বিশ্লেষণেরও। বরং ১০ সেকেন্ডের মধ্যেই আপনি জেনে ফেলতে পারবেন এই বিষয়টা সম্পর্কে। আর এমনই একটি পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন বিশিষ্ট অ্যানালিস্ট সুজয় ইউ। তিনি জানান, রুল অব ৭২ মাথায় রাখলেই অনায়াসে সেভিংস এবং ইনভেস্টমেন্টের অনেক জটিল প্রশ্নের সমাধান হয়ে যাবে।

Advertisement
টাকা ডাবল করার সহজ ফর্মুলা 'রুল অব ৭২', খোঁজ দিলেন বিশেষজ্ঞরুল অব ৭২
হাইলাইটস
  • একটি পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন বিশিষ্ট অ্যানালিস্ট সুজয় ইউ
  • রুল অব ৭২ মাথায় রাখলেই অনায়াসে সেভিংস এবং ইনভেস্টমেন্টের অনেক জটিল প্রশ্নের সমাধান হয়ে যাবে
  • রুল অব ৭২ হল সম্পদ বোঝার পৃথিবীর সবথেকে সহজ ফর্মুলা

আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ কী, সেটা জানার জন্য কোনও জটিল অঙ্ক করতে হবে না। এমনকী প্রয়োজন নেই কোনও বিশ্লেষণেরও। বরং ১০ সেকেন্ডের মধ্যেই আপনি জেনে ফেলতে পারবেন এই বিষয়টা সম্পর্কে। আর এমনই একটি পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন বিশিষ্ট অ্যানালিস্ট সুজয় ইউ। তিনি জানান, রুল অব ৭২ মাথায় রাখলেই অনায়াসে সেভিংস এবং ইনভেস্টমেন্টের অনেক জটিল প্রশ্নের সমাধান হয়ে যাবে।

তিনি নিজের লিঙ্কডইন পোস্টে বলেন, 'রুল অব ৭২ হল সম্পদ বোঝার পৃথিবীর সবথেকে সহজ ফর্মুলা। এর মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন কতদিনে টাকা ডাবল হয়ে যাবে।'

কী এই ফর্মুলা?

এটি খুব সহজ একটু ফর্মুলা বলে মনে করেন সুজয়। তিনি জানান, আপনার অ্যানুয়াল রিটার্নকে ৭২ দিয়ে ভাগ করলেই অনায়াসে বোঝা সম্ভব যে টাকাটা কতদিনে হবে ডাবল। এক্ষেত্রে কোনও স্প্রেডশিট, ক্যালকুলেশন বা জটিল কোনও প্ল্যানিং টুলসের নেই প্রয়োজন।

তিনি খুব সহজে এই অঙ্কটা বুঝিয়েছেনও

১. ধরা যাক আপনি ২ শতাংশ হারে রিটার্ন পাচ্ছেন, সেক্ষেত্রে টাকা ডাবল হতে লেগে যাবে ৩৬ বছর।

২. ৪ শতাংশ হারে বাড়লে লাগবে ১৮ বছর।

৩. ৮ শতাংশ হারে বাড়লে লাগবে ৯ বছর।

৪. আর ১২ শতাংশ হারে যদি টাকা বৃদ্ধি করতে পারেন, সেক্ষেত্রে ৬ বছরেই টাকা ডাবল হয়ে যাবে।

তাই তিনি মনে করেন, নিজের বিনিয়োগে সামান্য বদল করেই দ্রুত টাকা বদল করা যেতে পারে। তারপরও অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেলে রেখে দেন। এমনকী করেন ফিক্সড ডিপোজিট। তাতে সুদ পান কম।

তাঁর কথায়, '৩ শতাংশ হারে যদি টাকা বৃদ্ধি পায়, তাহলে ২৪ বছর লাগবে ডাবল হতে। অপরদিকে ১২ শতাংশ হারে টাকা বৃদ্ধি পায়, তাহলে ৬ বছরেই হবে দ্বিগুণ। অর্থাৎ একই টাকা ভিন্ন গ্রোথ রেটে আলাদা রিটার্ন দেয়।'

কোথায় বিনিয়োগ করবেন?

এই বিষয়ে তিনি জানান, নিফটি ৫০ ঐতিহাসিকভাবে ১২ শতাংশের আশপাশে রিটার্ন দিচ্ছে। এটা সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের থেকে বেশি মুনাফা দেয়।

Advertisement

তিনি বলেন, 'বেশি কাজ করে আপনি সম্পদ তৈরি করতে পারবেন না। বরং আপনাকে নিজের টাকাকে দ্রুত খাটাতে হবে। তাতেই কাজ হবে।'

তাই সুজয় সকলকে আবার নিজেদের বিনিয়োগের বিষয়ে ভাবার পরামর্শ দিলেন। পাশাপাশি তিনি রুল অব ৭২ মাথায় নিয়ে চলার পরামর্শও দিলেন। তাতেই ঠিক ঠাক জায়গায় করা যাবে বিনিয়োগ। তৈরি হবে সম্পদ বলে জানালেন তিনি।

POST A COMMENT
Advertisement