scorecardresearch
 

Things To Do Before 31st March 2023 : ৩১ মার্চের মধ্যে ৫ কাজ মেটাচ্ছেন তো? না-হলে আর্থিক ক্ষতির আশঙ্কা

মার্চ মাস শুরু হয়ে গিয়েছে এবং এই মাসে আপনাকে আপনার অর্থ সংক্রান্ত বেশকিছু কাজ সেরে ফেলতে হবে। আপনি যদি ৩১ তারিখের (31st March 2023) আগে সেই কাজগুলি মিটিয়ে না ফেলেন, তাহলে বড়সড় ক্ষতির সম্মুখীনও হতে পারেন। এতে পিএম বয় বন্দনা যোজনা থেকে প্যান আধার লিঙ্কের মতো বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সময়ের মধ্যে কোন কোন কাজগুলি শেষ করতে হবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • আর্থিক বর্ষ শেষের মুখে
  • ৩১ মার্চের মধ্যে করে নিন ৫ কাজ
  • নয়তো হতে পারে অসুবিধা

মার্চ মাস শুরু হয়ে গিয়েছে এবং এই মাসে আপনাকে আপনার অর্থ সংক্রান্ত বেশকিছু কাজ সেরে ফেলতে হবে। আপনি যদি ৩১ তারিখের (31st March 2023) আগে সেই কাজগুলি মিটিয়ে না ফেলেন, তাহলে বড়সড় ক্ষতির সম্মুখীনও হতে পারেন। এতে পিএম বয় বন্দনা যোজনা থেকে প্যান আধার লিঙ্কের মতো বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সময়ের মধ্যে কোন কোন কাজগুলি শেষ করতে হবে।

প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা (Pradhan Mantri Vaya Vandana Yojana)
আপনিও যদি এই সরকারি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে এটাই শেষ সুযোগ। এই স্কিমটি ৬০ বছরের মানুষের জন্য খুবই উপকারী। এতে সরকারের কাছ থেকে পেনশন পাওয়া যায়। সরকার জানাচ্ছে এই স্কিমটি ৩১ মার্চের পরে বন্ধ হয়ে যাবে। তাই আপনি মার্চ মাসে এটিতে বিনিয়োগ করতে পারেন। 

এসবিআই স্কিমে বিনিয়োগ (SBI Investment Scheme)
আপনি যদি এসবিআই স্কিমে হাই ইন্টারেস্টের সুবিধা নিতে চান, তাহলে এটাই আপনার কাছে শেষ সুযোগ। SBI-এর নতুন FD স্কিম অমৃত কলসে ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এই স্কিমে আপনাকে ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে।

আধারের সঙ্গে প্যান লিঙ্ক করুন (Aadhaar And PAN Link)
আধার এবং প্যান প্রত্যেক মানুষেরই খুব গুরুত্বপূর্ণ নথি। সেক্ষেত্রে আগামী ৩১ মার্চ পর্যন্তই আধারের সঙ্গে PAN লিঙ্ক করার সুযোগ পাবেন। এর জন্য আপনাকে লেট ফি-ও দিতে হবে। তবে ৩১ মার্চের মধ্যে লিঙ্ক করা না গেলে, আটকে যাবে আয়কর প্রদান।

ট্যাক্স প্ল্যানিংয়ের শেষ সুযোগ (Tax Planning)
এই অর্থবর্ষে এটাই কর বাঁচানোর শেষ সুযোগ। সেক্ষেত্রে পিপিএফ, এনপিএস, সুকন্যা সমৃদ্ধির মতো বিভিন্ন স্কিমে অর্থ বিনিয়োগ করা যেতে পারে। কারণ এরপর বিনিয়োগ করলে, ডিডাকশানের সুবিধা পাওয়া যাবে না।

Advertisement

মিউচুয়াল ফান্ড স্কিম (Mutual Fund Scheme)
আপনি যদি মিউচুয়াল ফান্ড স্কিমে এখনও নমিনেশন না করে থাকেন, তাহলে সেই কাজটিও ৩১ মার্চের মধ্যে শেষ করা উচিত। ফান্ড হাউসগুলি সমস্ত বিনিয়োগকারীদের এটি আপডেট করতে বলেছে। আপনি যদি মনোনয়ন না করেন, তাহলে আপনার মিউচুয়াল ফান্ডের ফোলিও বন্ধ হয়ে যাবে। তাই আপনকে এই কাজটি ৩১ মার্চের মধ্যে শেষ করা উচিত।

আরও পড়ুন - 'বিষ' থেকে বাঁচুন, বাড়িতেই তৈরি করা যায় ভেষজ আবির, সহজ উপায় রইল

 

Advertisement