সোনা এবং রুপোর দামসোনা এবং রুপোর দামে বিরাট পতন। আর বাজার খুলতেই MCX-এ প্রায় ২৪০০০ টাকা কমেছে সিলভার ফিউচারের দাম। আবার পড়েছে সোনার দামও। ১০ গ্রাম সোনার দাম কমেছে ৮০০০ টাকা। আর এতদিন হু হু করে বাড়ার পর সোনা, রুপোর দামে এই পতনে অবাক বিনিয়োগকারীরা। তাঁদের মধ্যে অনেকেরই প্রশ্ন, এবার কি তবে এই দুই ধাতুতে ইনভেস্টমেন্টের দিন শেষ?
রুপোর দামে হঠাৎ পতন
কিছুদিন ধরেই তুফান গতিতে এগচ্ছিল রুপো। এই তো বৃহস্পতিবারই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল রুপোর দাম। হয়েছিল রেকর্ড। প্রথমবারের জন্য ১ কেজি রুপোর দাম ছাড়িয়ে গিয়েছিল ৪ লক্ষ টাকার গণ্ডি। যদিও আজ সকাল থেকেই খারাপ অবস্থা সিলভার ফিউচারের। ৫ মার্চ এক্সপায়ারির রুপোর দাম কমেছে ২৩৯৯৩ টাকা। এটি নেমে এসেছে ৩,৭৫,৯০০ টাকায়।
দাম কমছে সোনারও
এবার আসা যাক সোনার দামে। এটির দামও কমেছে MCX-এ। বৃহস্পতিবারই এই ধাতুর দাম বেশ কিছুটা চড়েছিল। যার ফলে এটির দাম পৌঁছে গিয়েছিল ১৮৩৯৬২ টাকায়। তবে শুক্রবারইবাজার খোলার পরই অবস্থা খারাপ ২ এপ্রিল এক্সপায়ারির গোল্ডের। এটির দাম কমেছে ৮৮৬২ টাকা। যার ফলে এটি এখন ১৭৫১০০ টাকায় নেমে গিয়েছে প্রতি ১০ গ্রামে।
আর যদি সোনার রেকর্ড উচ্চতার কথা ধরা হয়, তাহলে বৃহস্পতিবার ১৯৩০৯৬ টাকা থেকে দাম কমেছে প্রায় ১৭৯৯৬ টাকা।
কেন কমছে দাম?
আসলে প্রতিদিনই রেকর্ড উচ্চতায় পৌঁছে যাচ্ছে সোনা এবং রুপোর দাম। যার ফলে অনেক বিনিয়োগকারীই এই দুই মূল্যবান ধাতুর বিক্রি করে দিচ্ছেন। তাঁরা ঘরে তুলে নিতে চাইছেন মুনাফা। আর এই প্রফিট বুকিংয়ের ফলেই বাড়ছে সোনা এবং রুপোর দাম।
এছাড়া বিশেষজ্ঞরা মনে করছেন, সারা পৃথিবীতে রয়েছে অস্থিরতা। পাশাপাশি আমেরিকা ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে কথা বলতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই সোনা এবং রুপোর দামে এত পতন।
এখন কী করবেন?
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এখন খুবই অস্থির। সোনা এবং রুপোর দাম অনেকটাই চড়ে রয়েছে। তাই এখন বিনিয়োগ করতে হবে একটু সাবধানে। পাশাপাশি যাঁরা বিক্রি করতে চাইছেন, তাঁরাও নিজের বুদ্ধিতেই নিন সিদ্ধান্ত।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।