কুয়াশার জেরে হাওড়ায় কোন কোন ট্রেন লেটে চলছে? বিস্তারিত রইল
কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র উত্তর ভারত। ঘন কুয়াশার দাপটে গড়াতে পারছে না রেলের চাকাও। এরইমধ্যে কলকাতা-তথা রাজ্য জুড়ে মঙ্গলবার তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির আশেপাশে। এরইমধ্যে নয়া আপডেট। কুয়াশার জেরে লেটে চলছে একাধিক ট্রেন।
হাওড়ায় লেটে আসবে-যাবে কোন কোন ট্রেন?- লখনউ,
- 06 Jan 2026,
- (Updated 06 Jan 2026, 12:12 PM IST)
হাইলাইটস
- কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র উত্তর ভারত।
- কুয়াশার দাপটে গড়াতে পারছে না রেলের চাকাও।
- কুয়াশার জেরে লেটে চলছে একাধিক ট্রেন।
কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র উত্তর ভারত। ঘন কুয়াশার দাপটে গড়াতে পারছে না রেলের চাকাও। এরইমধ্যে কলকাতা-তথা রাজ্য জুড়ে মঙ্গলবার তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির আশেপাশে। বেলা ১০টাতেও রোদের দেখা মেলেনি। ফলে হাড়-কাঁপুনি টের পাচ্ছে আমজনতা। এরইমধ্যে নয়া আপডেট। কুয়াশার জেরে লেটে চলছে একাধিক ট্রেন।
দৃশ্যমানতা কম এবং ঘন কুয়াশার কারণে ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। যাত্রীরা সময়মতো তাঁদের গন্তব্যেও পৌঁছাতে পারছেন না। কুয়াশার কারণে, দিল্লি-হাওড়া রেল রুটের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন দিয়ে যাওয়া কোন কোন ট্রেন আজ দেরিতে চলছে, জেনে নেওয়া যাক।
- ট্রেন নং ১২৩৩৩ হাওড়া প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস ২ ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১৮৬১১ রাঁচি বারাণসী এক্সপ্রেস ২ ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১৫৬৩৬ ওখা দ্বারকা এক্সপ্রেস দেড় ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১৩০০৫ হাওড়া অমৃতসর মেল আড়াই ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১৫৭৩৩ ফারাক্কা এক্সপ্রেস দেড় ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১২৮১৮ ঝাড়খণ্ড স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস ৪:৩০ ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ০১৬৬৬ রানি কমলাপতি স্পেশাল এক্সপ্রেস ৯ ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ২০৮০২ নিউ দিল্লি ইসলামপুর মগধ এক্সপ্রেস ৩:৩০ ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১৯৩১৩ ইন্দোর পাটনা এক্সপ্রেস ২ ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১২৮০২ আনন্দ বিহার পুরী পুরুষোত্তম এক্সপ্রেস ৫ ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নম্বর ১২৩৭০ কুম্ভ এক্সপ্রেস দেড় ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১৪৬২০ ফিরোজপুর আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ৫ ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নম্বর ১৩২৫২ পাটনা এক্সপ্রেস দেড় ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১৫৬৫৭ কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেল ৫ ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ২২৩৫৬ চণ্ডীগড় পাটলিপুত্র এক্সপ্রেস ২ ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১৫৬৫৮ দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেল 2 ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নম্বর ১৩০১০ দুন এক্সপ্রেস দেড় ঘন্টা দেরিতে চলছে।
- ট্রেন নং ১২৩০৮ যোধপুর হাওড়া এক্সপ্রেস ৩ ঘন্টা দেরিতে চলছে।