Best Bikes Under 1 lakh in India: Pulsar থেকে Glamour, ১ লক্ষ টাকার মধ্যে সেরা দশটি বাইকের ছবি, দাম দেখে নিন

১ লক্ষ টাকার মধ্যে সেরা ১০টি বাইকের ফিচার্স, দাম ও মাইলেজের হাল হকিকত দেওয়া হল এই প্রতিবেদনে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক।

Advertisement
Pulsar থেকে Glamour, ১ লক্ষ টাকার মধ্যে সেরা দশটি বাইকের ছবি, দাম দেখে নিনএক লক্ষ টাকার মধ্যে সেরা ১০ মোটরসাইকেলের ছবি।
হাইলাইটস
  • ভারতে ১ লক্ষ টাকার কম দামে ভাল বাইক কোনটি?
  •  রইল দেশের সবচেয়ে জনপ্রিয় ১০টি বাজেট বাইকের দাম, স্পেসিফিকেশন।
  • মাইলেজ, পারফরম্যান্স, ফিচার্স ও দামের দিক থেকে এগুলির বাজারে কাটতি বেশ ভাল।

Best Bikes Under 1 lakh in India: ভারতে ১ লক্ষ টাকার কম দামে ভাল বাইক কোনটি? bangla.aajtak.in এর এই প্রতিবেদনে রইল দেশের সবচেয়ে জনপ্রিয় ১০টি বাজেট বাইকের দাম, স্পেসিফিকেশন। মাইলেজ, পারফরম্যান্স, ফিচার্স ও দামের দিক থেকে এগুলির বাজারে কাটতি বেশ ভাল। আসুন দেখে নেওয়া যাক, এক লক্ষ টাকা কম বাজেটের মধ্যে, কী কী বাইকের অপশন পাবেন। তবে শুরুতেই জেনে রাখা ভাল, এর মধ্যে কিছু বাইক ট্যাক্স মিলিয়ে এক লক্ষ টাকা ছাড়িয়েও যেতে পারে। তবে মূলত এক লক্ষের আশেপাশেই দাম থাকবে।

১. বাজাজ পালসার ১২৫ (Bajaj Pulsar 125)
Bajaj Pulsar 125 price in Kolkata - August 2025 on road price of Pulsar 125  in Kolkataনতুন রাইডারদের জন্য উপযুক্ত। স্পোর্টি লুক, সহজ হ্যান্ডলিং ও দুর্দান্ত পারফরম্যান্স।
পাওয়ার: ১১.৬৪ bhp
ইঞ্জিন: ১২৪.৪ সিসি
ফুয়েল ট্যাংক: ১১.৫ লিটার
দাম: ₹৯২,৮৮৩ থেকে

২. হোন্ডা এসপি ১২৫ (Honda SP 125)
Honda SP 125 price in Kolkata - August 2025 on road price of SP 125 in  Kolkata
ফুয়েল ইনজেকশন, সাইলেন্ট স্টার্ট, ডিজিটাল স্পিডোমিটার সহ আধুনিক ফিচার। দুর্দান্ত মাইলেজ।
পাওয়ার: ১০.৭৩ bhp
ইঞ্জিন: ১২৩.৯৪ সিসি
ফুয়েল ট্যাংক: ১১.২ লিটার
দাম: ₹৮৬,৪৬৭ থেকে

৩. টিভিএস রাইডার (TVS Raider)
TVS Raider 125 Price - Mileage, Images, Colours | CarhoyaBike.com১২৪.৮ সিসি ইঞ্জিনের এই বাইক শহরে রোজের যাতায়াতের জন্য পারফেক্ট। ডিজিটাল স্পিডোমিটার, এলইডি হেডল্যাম্প।
পাওয়ার: ১১.২২ bhp
ফুয়েল ট্যাংক: ১০ লিটার
দাম: ₹৮৬,৮৬৯ থেকে

৪. বাজাজ প্লাটিনা ১১০ (Bajaj Platina 110)
2019 Bajaj Platina H Gear Price Starts At Rs. 53,376/- | MotorBeamকমফোর্ট টেকনোলজির সঙ্গে দীর্ঘ সিট, রাবার ফুটপ্যাড, লং টার্ম জার্নির জন্য ভাল।
পাওয়ার: ৮.৪৯ bhp
ইঞ্জিন: ১১৫.৪৫ সিসি
ফুয়েল ট্যাংক: ১১ লিটার
দাম: ₹৭১,৩৫৪ থেকে

৫. টিভিএস রেডিয়ন (TVS Radeon)
TVS Radeon Price | Mileage | Images, Features - autoX
ট্র্যাডিশনাল লুকের সঙ্গে আধুনিক ফিচার, ইউএসবি চার্জার, এলইডি ডিআরএলের মতো অপশন পাবেন।
পাওয়ার: ৮.০৮ bhp
ইঞ্জিন: ১০৯.৭ সিসি
ফুয়েল ট্যাংক: ১০ লিটার
দাম: ₹৬২,৬৩০ থেকে

Advertisement

৬. হিরো গ্ল্যামার এক্সটেক (Hero Glamour XTEC)
Hero Glamour Xtec Colours in India, 4 Glamour Xtec Colour Images - BikeWaleডিজিটাল ডিসপ্লে, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, i3s টেকনোলজি সহ আধুনিক টেক লাভারদের জন্য আদর্শ।
পাওয়ার: ১৪.৩৫ bhp
ইঞ্জিন: ১২৪.৭ সিসি
ফুয়েল ট্যাংক: ১০ লিটার
দাম: ₹৮৮,৯৯৮ থেকে

৭. হিরো স্প্লেন্ডার প্লাস (Hero Splendor Plus)
Hero Splendor Plus Price - Mileage, Images, Colours | BikeWaleভারতের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য বাইক। লো মেন্টেনেন্স, ভাল মাইলেজ পাবেন।
পাওয়ার: ৭.৯১ bhp
ইঞ্জিন: ৯৭.২ সিসি
ফুয়েল ট্যাংক: ৯.৮ লিটার
দাম: ₹৭৫,৪৪১ থেকে

৮. হোন্ডা লিভো (Honda Livo)
Honda Livo price in Mau - August 2025 on road price of Livo in Mauস্টাইলিশ লুক ও ফিচারে পরিপূর্ণ। সাইলেন্ট স্টার্ট, ডিসি হেডল্যাম্প, স্টার্ট স্টপ সুইচ পাবেন।
পাওয়ার: ৮.৬৭ bhp
ইঞ্জিন: ১০৯.৫১ সিসি
ফুয়েল ট্যাংক: ৯ লিটার
দাম: ₹৭৮,৬৫০ থেকে

৯. হিরো এক্সট্রিম ১২৫আর (Hero Xtreme 125R)
Hero XTREME 125R Bike(IBS) Stallion Black Booking for Ex-Showroom Price :  Amazon.in: Car & Motorbike
দুর্দান্ত স্পোর্টি লুক পাবেন। এলইডি লাইট, ডিজিটাল স্পিডোমিটার ও পেটাল ডিস্ক ব্রেক আছে।
পাওয়ার: ১১.৪ bhp
ইঞ্জিন: ১২৫ সিসি
ফুয়েল ট্যাংক: ১০ লিটার
দাম: ₹৯৫,৮০০ থেকে

১০. বাজাজ পালসার ১২৫ নিয়ন (Bajaj Pulsar 125 Neon)
Bajaj Pulsar 125 Neon Launched At INR 64,000 (Ex-Showroom, Delhi) |  Motoroidsস্প্লিট সিট, ক্লিপ অন হ্যান্ডেলবার ও নিয়ন ফিনিশ পাবেন। যাঁরা কম দামে একটু স্টাইল চান, তাদের জন্য ভাল।
পাওয়ার: ১১.৬৪ bhp
ইঞ্জিন: ১২৪.৪ সিসি
ফুয়েল ট্যাংক: ১১.৫ লিটার
দাম: ₹৯২,৮৮৩ থেকে
 

POST A COMMENT
Advertisement