Mahindra XUV 3XO-র সেগমেন্টে আর কী কী গাড়ি আছে? দাম কত? সব তথ্য

Mahindra XUV 3XO নতুন করে অস্ট্রেলিয়ায় রিলিজ করেছে। অনেকেই জানেন না, সেদেশে মাহিন্দ্রার গাড়ি বেশ জনপ্রিয়। ভারতেও Mahindra XUV 3XO-র কাটতি মন্দ নয়।

Advertisement
Mahindra XUV 3XO-র সেগমেন্টে আর কী কী গাড়ি আছে? দাম কত? সব তথ্যমহিন্দ্রা XUV 3XO-র সেগমেন্টের এই তিনটি এসইউভি-ও বেশ ভাল।
হাইলাইটস
  • Mahindra XUV 3XO নতুন করে অস্ট্রেলিয়ায় রিলিজ করেছে।
  • অনেকেই জানেন না, সেদেশে মাহিন্দ্রার গাড়ি বেশ জনপ্রিয়।
  • ভারতেও Mahindra XUV 3XO-র কাটতি মন্দ নয়।

Mahindra XUV 3XO নতুন করে অস্ট্রেলিয়ায় রিলিজ করেছে। অনেকেই জানেন না, সেদেশে মাহিন্দ্রার গাড়ি বেশ জনপ্রিয়। ভারতেও Mahindra XUV 3XO-র কাটতি মন্দ নয়। সাব-৪ মিটার কমপ্যাক্ট এসইউভি হিসাবে বেশ জনপ্রিয়। আর তা হবে না-ই বা কেন। প্যানোরামিক সানরুফ, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ড্রাইভিং মোডস সহ একাধিক আধুনিক ফিচার পাবেন। ইন্ডিয়ান NCAP-এ গাড়িটি ৫-স্টার সেফটি রেটিংও পেয়েছে। Level-2 ADAS, ছয়টি এয়ারব্যাগ, ABS সহ EBD, ট্র্যাকশন কন্ট্রোল আছে।

XUV 3XO-তে দু'টি টার্বো পেট্রল ইঞ্জিন ও একটি ডিজেল ইঞ্জিনের অপশন আছে। বেস ভ্যারিয়েন্টের অন-রোড দাম শুরু ₹9.07 লক্ষ (নয়ডা) থেকে।

XUV 3XO-র মতোই 'ভ্যালু ফর মানি' গাড়ির আরও অপশন চাই? তাহলে নিচের এই তিনটি এসইউভি উইশলিস্টে রাখতে পারেন।

১. টাটা নেক্সন (Tata Nexon)
Tata Nexon Price - Images, Colours & Reviews - CarWale
XUV 3XO-এর অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী হল টাটা নেক্সন। এই গাড়িটি পেট্রল, ডিজেল, CNG এবং ইভি ভার্সানে পাওয়া যায়। ফিচারের দিক থেকেও নেক্সন পিছিয়ে নয়। এতে রয়েছে রেগুলার বা প্যানোরামিক সানরুফ, ড্রাইভিং মোডস সহ অন্যান্য প্রযুক্তি। ভারতীয় NCAP-এ এটি ৫-তারার সেফটি রেটিং পেয়েছে। যদিও ADAS ফিচার এখানে অনুপস্থিত। গাড়িটির বেস ভ্যারিয়েন্টের অন-রোড দাম শুরু হয়েছে ₹9.11 লক্ষ (নয়ডা) থেকে।

২. স্কোডা কাইলাক (Skoda Kylaq)
Skoda Kylaq sub-4m SUV launched in India, prices start at Rs 7.89 lakh -  India Today
যদি আপনি ₹১০ লক্ষের মধ্যে “জার্মান ড্রাইভিং প্লেজার” খুঁজে থাকেন, তাহলে স্কোডা কাইলাক হতে পারে আপনার জন্য উপযুক্ত গাড়ি। এটি সেগমেন্টের মধ্যে সদ্য সংযোজিত একটি মডেল। গাড়িটিতে রয়েছে ভাল বুট স্পেস, সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার সহ একাধিক সুবিধা। ভারতীয় NCAP-এ এটি ৫-তারার রেটিং পেয়েছে এবং নিরাপত্তার দিক থেকে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ABS, EBD, TPMS সহ অন্যান্য সেফটি ফিচার। এতে একটি মাত্র টার্বো পেট্রল ইঞ্জিন উপলব্ধ। গাড়িটির অন-রোড প্রাইস শুরু হয়েছে ₹9.42 লক্ষ (নয়ডা) থেকে।

Advertisement

৩. মারুতি সুজুকি ব্রেজা (Maruti Suzuki Brezza)
Maruti Brezza - Brezza Price, Specs, Images, Colours
সবচেয়ে জনপ্রিয় নামের মধ্যে অন্যতম ব্রেজা। সিংগেল পেট্রল ইঞ্জিন অপশনেই উপলব্ধ এই গাড়িটি। তবে ফিচার যথেষ্ট ভালো— রয়েছে রেগুলার সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ৩৬০-ডিগ্রি ক্যামেরা সহ আরও অনেক কিছু। ব্রেজায় রয়েছে ১.৫ লিটার NA পেট্রল ইঞ্জিন। বেস ভ্যারিয়েন্টের দাম ₹9.79 লক্ষ (নয়ডা) থেকে শুরু।

সব মিলিয়ে, যদি আপনি XUV 3XO-এর বিকল্প খুঁজে থাকেন, তাহলে এই তিনটি কমপ্যাক্ট এসইউভি বাজারে আরও বেশি ফিচার ও দাম অনুযায়ী ভাল অফার দিতে পারে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে সবার স্পেসিফিকেশন ও সেফটি ফিচার যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

POST A COMMENT
Advertisement