2026 এ Bike কিনবেন? শীঘ্রই বাজারে আসতে পারে এই ৫ New Models

২০২৬ এ বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। কারণ Royal Enfield থেকে Bajaj, একাধিক কোম্পানি ২০২৬ সালে একের পর এক নতুন মোটরসাইকেল লঞ্চ ও আপডেটের প্ল্যান করছে।

Advertisement
2026 এ Bike কিনবেন? শীঘ্রই বাজারে আসতে পারে এই ৫ New Modelsএকাধিক কোম্পানি ২০২৬ সালে একের পর এক নতুন মোটরসাইকেল লঞ্চ ও আপডেটের প্ল্যান করছে।
হাইলাইটস
  • ২০২৬ এ বাইক কিনবেন ভাবছেন?
  • একাধিক কোম্পানি ২০২৬ সালে একের পর এক নতুন মোটরসাইকেল লঞ্চ ও আপডেটের প্ল্যান করছে।
  • ৫টি বাইক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাইক লাভার্সদের মধ্যে।

২০২৬ এ বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। কারণ Royal Enfield থেকে Bajaj, একাধিক কোম্পানি ২০২৬ সালে একের পর এক নতুন মোটরসাইকেল লঞ্চ ও আপডেটের প্ল্যান করছে। কিছু কোম্পোনি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার মধ্যে ৫টি বাইক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাইক লাভার্সদের মধ্যে। কোন কোন মডেলের দিকে তাকিয়ে সকলে? সেই তালিকাই তুলে ধরা হল bangla.aajtak.in এর এই প্রতিবেদনে।

Royal Enfield Bullet 650
Royal Enfield Bullet 350: Price, Mileage & Colours in India
২০২৫ এই বাজারে রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিনের বাইক এসে গিয়েছে। সুপার মিটিওর টুকটাক রাস্তাঘাটে দেখাও যাচ্ছে। এবার সেই ইঞ্জিন নিয়েই নতুন বুলেট ৬৫০ আসতে চলেছে। আইকনিক বুলেট ৩৫০ রই বড় ভার্সান হবে এই বাইক। স্টাইলিং থাকবে একই রকম। থাকবে সেই রেট্রো চার্ম। তবে ইঞ্জিন আরও শক্তিশালী। ২০২৬ সালের জানুয়ারিতে এই বাইক লঞ্চ হতে পারে বলে অনুমান। এক্স-শোরুম দাম প্রায় ৩.৫০ লক্ষ টাকার আশেপাশে হতে পারে।

থাকবে ৬৪৯ সিসি এয়ার/অয়েল-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন। ৪৭ বিএইচপি পাওয়ার ও ৫২ এনএম টর্ক। ২০২৫ সালের মোটোভর্সে ভারতে প্রথমবার এই বাইক শো কেস করা হয়েছিল। ২০২৬ এই তার লঞ্চের ঘোষণা হতে পারে। ফলে একটু প্রিমিয়াম, রেট্রো বাইক কেনার প্ল্যান থাকলে একটু অপেক্ষা করে যান।

Royal Enfield Himalayan 750
Himalayan 750 tested by the CEO of Royal Enfield - India Today
শুধু ৬৫০ ই নয়। এবার নতুন ৭৫০ সিসি প্ল্যাটফর্মের দিকেও এগোচ্ছে রয়্যাল এনফিল্ড। আর এই নতুন ইঞ্জিনের প্রথম বাইক হতে চলেছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০। ইঞ্জিন হবে ৬৫০ সিসি ইউনিটেরই আরও বড় ভার্সান। পাওয়ার ৫৫ বিএইচপি। টর্ক প্রায় ৬৫ এনএম।

ইদানিং ভারত, তথা বিশ্বজুড়ে মিড ওয়েট অ্যাডভেঞ্চার বাইকের ডিম্যান্ড বেড়েছে। সেই রাইডার জন্যই এই মডেল তৈরি করছে রয়্যাল এনফিল্ড। লং হাইওয়ে ট্যুরিংয়ের জন্য এই বাইক আদর্শ। তাছাড়া জল, খারাপ রাস্তা ইত্যাদিতেও কোনও ব্যাপারই নয়। ২০২৬ সালের EICMA তে এই বাইকের ফার্স্ট শো কেস করতে পারে সংস্থা। মোটোভার্স ইভেন্টে লঞ্চও হতে পারে।

Advertisement

New Bajaj Pulsar 125
Bajaj Pulsar 125 split seat variant launched, price starts at Rs 79,091
দামি দামি বাইক যতই আসুক, বাজারে বিক্রি বেশি সেই সস্তার, কম সিসির, ফুয়েল এফিসিয়েন্ট বাইকের। সেদিকে নজর রেখেই ২০২৬ সালে পালসার ১২৫ আপডেটের টার্গেট নিয়েছে বাজাজ অটো। আরও স্পোর্টি, নতুন লুকের ১২৫ সিসি কমিউটার আনতে চাইছে বাজাজ। এই সেগমেন্টে ইতিমধ্যেই প্রায় সব বড় সংস্থা নতুন নতুন মডেল এনে ফেলেছে। সত্যি বলতে, সেদিক দিয়ে বাজাজ এখনও কিছুটা পিছিয়ে। সেই গ্যাপই পূরণ হতে পারে ২০২৬ সালে।

এই কারণেই ১২৫ সিসি ক্লাসে আরও ফিচার প্যাকড বাইক আনতে পারে সংস্থা। থাকতে পারে টিএফটি কনসোল। থাকতে পারে কানেক্টিভিটি ফিচার্সও।

BMW F450 GS
BMW F 450 GS unveiled as entry-level twin-cylinder adventure bike - India  Today
ইন্ডিয়া বাইক উইক ২০২৫ এ লঞ্চ হওয়ার কথা ছিল বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস এর। তবে ভেন্যু পরিবর্তনের কারণে লঞ্চ পিছিয়ে দেয় বিএমডব্লিউ মোটররাড। এখন আশা করা হচ্ছে, ২০২৬ সালের জানুয়ারিতে এই বাইক বাজারে আসবে। লঞ্চ হলে এটাই হবে ভারতের সবচেয়ে সস্তা বিএমডব্লিউ বাইক।

এই মডেলে থাকবে একেবারে নতুন ৪২০ সিসি লিকুইড-কুলড প্যারালাল টুইন ইঞ্জিন। শক্তি হবে ৪৮ বিএইচপি। টর্ক ৪৩ এনএম। ভবিষ্যতে এই ইঞ্জিন প্ল্যাটফর্মে আরও একাধিক মডেল আসতে পারে। রোডস্টার। এমনকি সুপারস্পোর্ট বাইকেরও সম্ভাবনা রয়েছে।

KTM RC 160
KTM RC 160 leaked ahead of launch - Introduction | Autocar India
এন্ট্রি-লেভেল স্পোর্টস বাইকের বাজারে নতুন চ্যালেঞ্জ আনতে চলেছে কেটিএম। ইয়ামাহা আর১৫-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি হচ্ছে কেটিএম আরসি ১৬০। এই বাইকটি তৈরি হবে কেটিএম ১৬০ ডিউক প্ল্যাটফর্মে। ইঞ্জিন ও সাইকেল পার্টস একই থাকবে।

আগামী কয়েক দিনের মধ্যেই এই বাইক লঞ্চ হতে পারে বলে অনুমান। এক্স-শোরুম দাম থাকতে পারে প্রায় ১.৮৫ থেকে ১.৯০ লক্ষ টাকার মধ্যে।  

 

POST A COMMENT
Advertisement