বুলেটের মাইলেজ কমাRoyal Enfield Bullet বাইকটি ভারতীয় পুরুষের অত্যন্ত পছন্দের। এই বাইকে বসলে যে থ্রিলটা অনুভব করা যায়, সেটা অন্যান্য টু-হুইলারে মেলে না বলেই দাবি করেন অনেকে। তাই তো এই বাইক নিয়ে মানুষের এত ক্রেজ।
তবে এই বাইক নিয়েও অনেকে বিপদ পড়েন। তাঁদের বাইকের মাইলেজ কমে যায় বেশ কিছুটা। কিছু ক্ষেত্রে বাইকটা ২০-২৫ মাইলেজ দেয়। আর এই তেল সার্ভিস দেখে মাথা গরম হওয়া স্বাভাবিক। গাদা গাদা টাকা খরচ হলে কার মাথা ঠান্ডা থাকবে বলুন তো!
যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, সব সময় দোষটা বাইকের থাকে না। অনেক ক্ষেত্রে বাইকটা কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটার উপরও বেশ কিছুটা নির্ভর করে। কিছু ভুলের জন্যই কমে যায় Royal Enfield Bullet-এর মাইলেজ।
তাই আর সময় নষ্ট না করে নিজের সেই সব ভুল সম্পর্কে জেনে নিন। আশা করছি, তাহলেই সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন।
এয়ার ফিল্টার নোংরা থাকা
বাইকের এয়ার ফিল্টার নোংরা হলেই মুশকিল। এমন পরিস্থিতিতে বাইক বেশি বেশি তেল খেতে পারে। কমে যেতে পারে মাইলেজ। তাই এখন থেকে কিছু দিন অন্তর অন্তরই বাইকের ফিল্টার বদলে নিন। তাতেই খেলা ঘুরে যাবে।
স্পার্ক প্লাগে সমস্যা
অনেক ক্ষেত্রেই বাইকের পাওয়ার প্লাগ খারাপ হয়ে যায়। আর সেই কারণে Royal Enfield Bullet ঠিকমতো পেট্রোল জ্বালাতে পারে না। যার ফলে গাড়ির পাওয়ার কমে যায়। এমনকী মাইলেজ নীচে চলে আসার সমস্যাও থাকে।
ইঞ্জিন অয়েলের সমস্যা
একটা সময়ের পর বদলে নিতে হবে ইঞ্জিন অয়েল। নইলে ইঞ্জিন অয়েল নষ্ট হয়ে যেতে পারে। তখন ইঞ্জিনের উপর পড়বে বেশি চাপ। বেশি তেল খাবে Royal Enfield Bullet বাইকটি। তাই ৫০০ থেকে ১০০০ কিমি বাইক চালানোর পর ইঞ্জিন অয়েল বদলে নিন। তাতেই সমস্যার সহজ সমাধান হয়ে যাবে।
টায়ারে প্রেশার না থাকা
বাইকের চাকায় সঠিক প্রেশার রাখতে হবে। পাম্প কম থাকলে কোনওভাবেই মাইলেজ বাড়বে না। উল্টে কমবে। তাই নিয়মিত ট্রায়ারে পাম্প দিন। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন ঠিক ঠাক তেল সার্ভিস পাবেন।
বাইকের গতি
অনেকেই বাইক দ্রুত গতিতে চালান। আবার কেউ কেউ বাইক চালান অত্যন্ত ধীর গতিতে। আর সেটাই সমস্যা বাড়ায়। এর ফলে বেশি তেল খায় বাইক। তাই এই ভুল আর নয়। বরং চেষ্টা করুন ৪০ থেকে ৫০ কিমি গতিতে বাইক চালানোর। ব্যাস, তাতেই ঠিক ঠাক মাইলেজ পাবেন।
এছাড়া নিয়মিত বাইক সার্ভিস করুন। বছরে ২ থেকে ৪ বার বাইক সার্ভিস করা মাস্ট। তাতেই দেখবেন Royal Enfield Bullet-এর স্বাস্থ্য ভাল থাকবে। মাইলেজ বাড়বে।