Fixed Deposit এ ভাল রিটার্ন চাই? প্রায় ৮% সুদ পাবেন এই ব্যাঙ্কগুলিতে

টাকা জমানোর সবচেয়ে জনপ্রিয় এবং সহজ পদ্ধতি হল ফিক্সড ডিপোজিট (FD)। ভারতে আমজনতার একটা বড় অংশ এখনও বিনিয়োগ বলতে এফডিই বোঝেন। তবে অনেকই জানেন না, বড় বড় ব্যাঙ্কের তুলনায় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (Small Finance Banks বা SFBs) সুদের হার কিছুটা বেশি হয়। সাধারণত গ্রাহক টানতে এই বেশি সুদ দেয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি।

Advertisement
Fixed Deposit এ ভাল রিটার্ন চাই? প্রায় ৮% সুদ পাবেন এই ব্যাঙ্কগুলিতেস্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির সুদের তালিকা দেখে নিন।
হাইলাইটস
  • টাকা জমানোর সবচেয়ে জনপ্রিয় এবং সহজ পদ্ধতি হল ফিক্সড ডিপোজিট (FD)।
  • ভারতে আমজনতার একটা বড় অংশ এখনও বিনিয়োগ বলতে এফডিই বোঝেন।
  • তবে অনেকই জানেন না, বড় বড় ব্যাঙ্কের তুলনায় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (Small Finance Banks বা SFBs) সুদের হার কিছুটা বেশি হয়।

টাকা জমানোর সবচেয়ে জনপ্রিয় এবং সহজ পদ্ধতি হল ফিক্সড ডিপোজিট (FD)। ভারতে আমজনতার একটা বড় অংশ এখনও বিনিয়োগ বলতে এফডিই বোঝেন। তবে অনেকই জানেন না, বড় বড় ব্যাঙ্কের তুলনায় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (Small Finance Banks বা SFBs) সুদের হার কিছুটা বেশি হয়। সাধারণত গ্রাহক টানতে এই বেশি সুদ দেয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি।

SBI vs. স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এক থেকে তিন বছরের এফডির ক্ষেত্রে ৬.২৫% থেকে ৬.৪৫% সুদ দিচ্ছে। কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে একই মেয়াদের এফডির সুদের হার ৭.১% থেকে ৭.৭৭% পর্যন্ত।

ব্যাঙ্কবাজার ডটকম এর সাম্প্রতিক তথ্যানুয়ায়ী (২২ অগাস্ট পর্যন্ত), এক থেকে তিন বছরের (১ কোটি টাকা পর্যন্ত) এফডিতে সর্বোচ্চ সুদ দিচ্ছে এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি: 

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এক নম্বরে
জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এই মুহূর্তে তালিকার শীর্ষে। এক থেকে তিন বছরের মেয়াদের এফডিতে ৭.৭৭% সুদ পাবেন। মানে, ১ লক্ষ টাকা রাখলে বছরে ৭,৭৭০ টাকা রিটার্ন পাবেন।

এর ঠিক পরেই রয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে ৭.৭৫% সুদ পাবেনষ অর্থাৎ ১ লক্ষ টাকার এফডিতে বছরে ৭,৭৫০ টাকা রিটার্ন।

আর কী অপশন আছে?
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এই একই মেয়াদের এফডিতে ৭.৬৫% সুদ পাবেন। ইকুইটাস এবং ইএসএএফ (ESAF) স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ৭.৬% সুদ পাবেন। অর্থাৎ, ১ লক্ষ টাকার এফডিতে বছরে ৭,৬০০ টাকা রিটার্ন মিলবে।

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ৭.৪৫% সুদ পাবেন। ১ লক্ষ টাকার এফডিতে বছরে ৭,৪৫০ টাকা রিটার্ন। এইউ (AU) স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সুদের হার তুলনায় কম। তবে নেহাৎ মন্দও নয়। এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ৭.১% সুদ পাবেন। ১ লক্ষ টাকার এফডিতে ৭,১০০ টাকা রিটার্ন পাবেন।

মনে রাখবেন,
হাই রিটার্ন নিঃসন্দেহে লোভনীয় একটা ব্যাপার। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সুদের হারের দিকে তাকিয়েই সিদ্ধান্ত নিলে চলবে না। ব্যাঙ্কের সার্ভিস, ক্রেডিট রেটিং এবং ডিপোজিট ইন্স্যুরেন্স কভার সবই খতিয়ে দেখতে হবে। তারপরই বিনিয়োগ করা উচিত।
তবে এই নিয়ে কোনও সন্দেহই নেই যে সময়ের সঙ্গে অল্প মেয়াদের বিনিয়োগের জন্য স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের জনপ্রিয়তা বাড়ছে। তবে ডিপোজিট ইন্স্যুরেন্স কভারের কথা ভেবে বেশিরভাগ বিনিয়োগকারীরাই ৫ লক্ষ টাকার মধ্যেই বিনিয়োগ করেন। এমন প্রেক্ষাপটে বেশি সুদের জন্য এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির অপশন ভেবে দেখা যেতে পারে। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Advertisement

POST A COMMENT
Advertisement