Jio, Airtel, Vi-এর রিচার্জের খরচ কমবে? সস্তার প্ল্যান আনার নির্দেশ TRAI-এর

Jio, Airtel, Vi এবং BSNL ইউজাররা শীঘ্রই সস্তায় রিচার্জের অপশন পেতে পারেন। কীভাবে? কারণ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI সমস্ত অপারেটরদের জন্য একটি নির্দেশ দিয়েছে। তাতে শুধু কলিং এবং SMS-এর জন্য সস্তার প্ল্যান আনতে বলা হয়েছে। 

Advertisement
Jio, Airtel, Vi-এর রিচার্জের খরচ কমবে? সস্তার প্ল্যান আনার নির্দেশ TRAI-এরTRAI-এর বড় নির্দেশ
হাইলাইটস
  • Jio, Airtel, Vi এবং BSNL ইউজাররা শীঘ্রই সস্তায় রিচার্জের অপশন পেতে পারেন।
  • টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI সমস্ত অপারেটরদের জন্য একটি নির্দেশ দিয়েছে।
  • তাতে শুধু কলিং এবং SMS-এর জন্য সস্তার প্ল্যান আনতে বলা হয়েছে। 

Jio, Airtel, Vi এবং BSNL ইউজাররা শীঘ্রই সস্তায় রিচার্জের অপশন পেতে পারেন। কীভাবে? কারণ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI সমস্ত অপারেটরদের জন্য একটি নির্দেশ দিয়েছে। তাতে শুধু কলিং এবং SMS-এর জন্য সস্তার প্ল্যান আনতে বলা হয়েছে। 

বর্তমানে সব প্ল্যানেই ডেটা থাকে। এদিকে সবার এত ডেটা লাগে না। শুধু ফোন আর কল হলেই যথেষ্ট। তা সত্ত্বেও মোটা টাকা দিয়ে রিচার্জ করতে হয়। অনেকে শুধু সিম চালু রাখতে, ইনকামিংয়ের জন্য রিচার্জ করেন। কিন্তু তাঁদেরও মাসে মাসে ১৫০-২০০ টাকা গচ্চা হয়। 

Jio, Airtel এবং Vodafone Idea- সবার ক্ষেত্রেই একই অবস্থা। শুধু ফোন চালু রাখতে কম টাকার কল-এসএমএস প্ল্য়ান চাইছেন ইউজাররা। এই বিষয়টি মাথায় রেখেই এই নির্দেশিকা দিল ট্রাই। 

গত ২৩ ডিসেম্বর, সোমবার টেলিকম অথরিটি এই নির্দেশ জারি করে। তাতে টেলিকম সার্ভিস প্রোভাইডারদের বলা হয়, এমন প্ল্যান আনতে হবে, যাতে শুধুমাত্র ভয়েস কলিং এবং SMS-এর উপরেই ফোকাস থাকে। যাতে ইউজাররা শুধুমাত্র এই পরিষেবা ব্যবহারের জন্যই টাকা দেন। এর ফলে টেলিকম ব্যবসাতে একটি বড় পরিবর্তন আসতে চলেছে ধরে নেওয়াই যায়। 

বর্তমানে Jio, Airtel এবং Vodafone Idea-র সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যানেও ডেটা থাকে। ইউজারদের দাবি, তাঁদের এমন প্ল্যান প্রয়োজন, যাতে একবারে ১-২ মাসের রিচার্জ করে নিশ্চিন্তে কল আসা-যাওয়া ও এসএমএস-এর প্রয়োজন মেটে। এত বেশি ডেটার প্রয়োজন নেই। তাছাড়া এমন ইউজারও আছেন, যাঁদের দুইটি ফোন। অথবা বাড়িতে একটি মোবাইল রাখেন। তাঁদের আর ডেটার প্রয়োজন নেই। এমন গ্রাহকরাও উপকৃত হবেন। 

এই বিষয়ে আপনার কী মতামত? জানান নিচের কমেন্ট সেকশনে। 

TAGS:
POST A COMMENT
Advertisement