Train Fare: আজ থেকে ট্রেনের ভাড়া বাড়ল, আগে কাটা টিকিটেরও কি বাড়তি টাকা লাগবে?

আজ শুক্রবার থেকেই বাড়ল ট্রেনের ভাড়া। নির্দিষ্ট দূরত্বের পরে এই বর্ধিত ভাড়া দিতে হবে। তবে লোকাল ট্রেন, মান্থলিতে কোনও রকম ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না বলে স্পষ্ট করেছে রেলমন্ত্রক। পাশাপাশি ভাড়া বাড়ছে না ২১৫ কিমি পর্যন্ত সেকেন্ড ক্লাসের ক্ষেত্রেও।

Advertisement
আজ থেকে ট্রেনের ভাড়া বাড়ল, আগে কাটা টিকিটেরও কি বাড়তি টাকা লাগবে?ট্রেনের ভাড়া বাড়ল আজ থেকে
হাইলাইটস
  • নির্দিষ্ট দূরত্বের পরে এই বর্ধিত ভাড়া দিতে হবে।
  • মান্থলিতে কোনও রকম ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না বলে স্পষ্ট করেছে রেলমন্ত্রক।
  • পাশাপাশি ভাড়া বাড়ছে না ২১৫ কিমি পর্যন্ত সেকেন্ড ক্লাসের ক্ষেত্রেও।

রেলের পূর্ব ঘোষণা মতো, আজ শুক্রবার থেকেই বাড়ল ট্রেনের ভাড়া। নির্দিষ্ট দূরত্বের পরে এই বর্ধিত ভাড়া দিতে হবে। তবে লোকাল ট্রেন, মান্থলিতে কোনও রকম ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না বলে স্পষ্ট করেছে রেলমন্ত্রক। পাশাপাশি ভাড়া বাড়ছে না ২১৫ কিমি পর্যন্ত সেকেন্ড ক্লাসের ক্ষেত্রেও।

কোন কোন ক্ষেত্রে ভাড়া বাড়ছে?

সেকেন্ড ক্লাসে সাধারণ বিভাগে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ১ পয়সা  বৃদ্ধি করা হয়েছে। মেইল এবং এক্সপ্রেস ট্রেনের নন-এসি ক্লাসে ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি পাচ্ছে। এসি ক্যাটাগরিতেও প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এই হিসেব অনুযায়ী, নন-এসি ভাড়ায় ৫০০ কিলোমিটার ভ্রমণকারী যাত্রীদের অতিরিক্ত মাত্র ১০ টাকা দিতে হবে।

কেন ভাড়া বাড়ানো হল?

সূত্রের খবর, গত ১০ বছরে রেলের নেটওয়ার্ক বৃদ্ধি পেয়েছে। বেড়েছে ট্রেনের সংখ্যাও। যার ফলে রেলে অনেক বেশি কর্মী নিয়োগ করতে হয়েছে। পাশাপাশি অন্যান্য কারণেও বেড়েছে খরচ। রেলের মতে, কর্মীদের জন্য খরচ বেড়েছে প্রায় ১.১৫ লক্ষ কোটি টাকা। এছাড়া পেনশনের ব্যয় বার্ষিক ৬০০০০ কোটি টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে আয় বাড়াতে মনোযোগী রেল।

রেলের তরফে জানানো হয়েছে, আশা করা হচ্ছে এই ভাড়া বৃদ্ধির ফলে চলতি অর্থবছরে প্রায় ৬০০ কোটি অতিরিক্ত আয় হবে। 

কলকাতা থেকে অন্য শহরে যাওয়ার খরচ কত বাড়ছে?

কলকাতা  থেকে দিল্লির দূরত্ব প্রায় ১,৪৫০ কিলোমিটার। ফলে সাধারণ শ্রেণিতে ভাড়া বাড়ছে প্রায় ১৪.৫০ টাকা, মেইল ও এক্সপ্রেসে ভাড়া বৃদ্ধি হতে পারে   ২৯.০০ টাকা।

কলকাতা    থেকে মুম্বইয়ের দূরত্ব প্রায় ১,৯৬০ কিলোমিটার। ফলে সাধারণ শ্রেণিতে ভাড়া বাড়তে পারে ১৯.৬০ টাকা। অন্যদিকে, মেইল ও এক্সপ্রেসে ভাড়া বৃদ্ধি   হতে পারে ৩৯.২০ টাকা।

আগে থেকে টিকিট কাটা হলে কী হবে?

রেলের তরফে স্পষ্ট করে বলা হয়েছে নতুন ভাড়া লাগু হবে ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে। ফলে আগে থেকে টিকিট কাটা হলে তাতে এই দাম বৃদ্ধির কোনও প্রভাব পড়বে না। পুরনো ভাড়াতেই তাঁরা যাতায়াত করতে পারবেন। আজ থেকে যে ব্যক্তিরা টিকিট কাটছেন, তাঁদেরকেই বেশি ভাড়া দিতে হবে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement