হাওড়া ডিভিশনে ৪ দিন পর বাতিল MEMU, বদলাচ্ছে এক্সপ্রেস ট্রেনের রুট-সময়ও, দেখে নিন

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নলহাটি-গুমানি শাখায় ২০২, ২০৬, ২১০, ২১২, ২৩৬ ও ২৬৪ নম্বর ব্রিজে রি-গার্ডারিংয়ের কাজের জন্য এবং রামপুরহাট–সাদীনপুর স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নং ২৫-এ সাবওয়ের কাজের জন্য পাওয়ার ব্লক ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হচ্ছে।

Advertisement
হাওড়া ডিভিশনে ৪ দিন পর বাতিল MEMU, বদলাচ্ছে এক্সপ্রেস ট্রেনের রুট-সময়ও, দেখে নিনহাওড়া ডিভিশনে চার দিন পরেই রেলের কাজ
হাইলাইটস
  • আগামী ২৫ তারিখ হাওড়া ডিভিশনে বাতিল ও নিয়ন্ত্রণ থাকছে একাধিক ট্রেন।
  • হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর।
  • এরফলে কোন কোন ট্রেন চলাচলে প্রভাব পড়বে, বুঝে নিন।

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। চারদিন পরেই অর্থাৎ আগামী ২৫ তারিখ হাওড়া ডিভিশনে বাতিল ও নিয়ন্ত্রণ থাকছে একাধিক ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নলহাটি-গুমানি শাখায় ২০২, ২০৬, ২১০, ২১২, ২৩৬ ও ২৬৪ নম্বর ব্রিজে রি-গার্ডারিংয়ের কাজের জন্য এবং রামপুরহাট–সাদীনপুর স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নং ২৫-এ সাবওয়ের কাজের জন্য পাওয়ার ব্লক ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হচ্ছে। এরফলে কোন কোন ট্রেন চলাচলে প্রভাব পড়বে, বুঝে নিন।

বাতিল মেমু:

৬৩৪৩৪ রামপুরহাট–আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে। এই ট্রেনটি রামপুরহাট থেকে ছাড়ার কথা ছিল বিকেল ৪টে বেজে ৫ মিনিটে। কিন্তু ট্রেনটি আগামী রবিবারের জন্য বাতিল করা হয়েছে।

একাধিক ট্রেনের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে

  • ১৩০৩২ জয়নগর–হাওড়া এক্সপ্রেস (৪ ঘণ্টার জন্য রেশিডিউল করা হয়েছে)
  • ১৩১৭৪ সাব্রুম-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (৪ ঘণ্টার জন্য রেশিডিউল করা হয়েছে)
  • ১২৩৬৪ হলদিবাড়ি-কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস (৩ ঘণ্টার জন্য রেশিডিউল করা হয়েছে)
  • ১৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস (১ ঘণ্টা ১৫ মিনিটের জন্য রেশিডিউল করা হয়েছে)
  • ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস (১ ঘণ্টা ৫৫ মিনিটের জন্য রেশিডিউল করা হয়েছে)

একাধিক ট্রেনের রুট বদল

১২৫০৯ SMVT বেঙ্গালুরু–গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস ২৩ জানুয়ারি ছেড়ে রুট বদল করে আসানসোল – হাওড়া – ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ – নিউ ফারাক্কা হয়ে চলবে। ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোডে থামবে।

১৩০৫৩ হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস রুট বদল করে ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ – নিউ ফারাক্কা হয়ে  চলবে। ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড স্টেশনে থামবে।

১৩১৬১ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটি রুট বদল করে নৈহাটি – ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ – নিউ ফারাক্কা হয়ে ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড স্টেশনে থামবে।


 

POST A COMMENT
Advertisement