
উত্তর ভারতে শীতের দাপট ক্রমশ বাড়ছে। জানুয়ারির তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা জনজীবনের পাশাপাশি প্রভাব ফেলেছে রেল চলাচলেও। দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে, ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
দিল্লি-হাওড়া রেল রুটের গুরুত্বপূর্ণ স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের উপর দিয়ে যাতায়াতকারী বহু ট্রেন বুধবার, ৭ জানুয়ারি নির্ধারিত সময়ের অনেক দেরিতে চলছে। ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা রেলওয়ে ইয়ার্ড। ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা হিমেল হাওয়া ও তীব্র ঠান্ডায় কার্যত কাঁপছেন।
রেল সূত্রে খবর, চান্দৌলি ও সংলগ্ন এলাকায় বুধবার মরশুমের সবচেয়ে ঠান্ডা দিন হতে পারে। তার জেরেই নিরাপত্তার স্বার্থে ট্রেনের গতি কমানো হয়েছে। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
কুয়াশার কারণে পুরুষোত্তম এক্সপ্রেস, মগধ এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল-সহ একাধিক দূরপাল্লার ট্রেন কয়েক ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে। ঠান্ডার মধ্যে স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করা কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন যাত্রীরা।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন দিয়ে যাতায়াতকারী কয়েকটি ট্রেনের সর্বশেষ বিলম্বের তালিকা-
ট্রেন নং 12382 নয়াদিল্লি–হাওড়া পূর্বা এক্সপ্রেস: ৮ ঘণ্টা দেরি
ট্রেন নং 15657 দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল: ৪ ঘণ্টা দেরি
ট্রেন নং 12370 দেরাদুন–হাওড়া কুম্ভ এক্সপ্রেস: দেড় ঘণ্টা দেরি
ট্রেন নং 15658 কামাখ্যা–দিল্লি ব্রহ্মপুত্র মেল: দেড় ঘণ্টা দেরি
ট্রেন নং 12333 হাওড়া–প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস: ২ ঘণ্টা দেরি
ট্রেন নং 22352 বেঙ্গালুরু–সহরসা সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ঘণ্টা দেরি
ট্রেন নং 20802 মগধ এক্সপ্রেস: আড়াই ঘণ্টা দেরি
ট্রেন নং 15743 বালুরঘাট–বাঠিন্দা ফারাক্কা এক্সপ্রেস: ১ ঘণ্টা দেরি
ট্রেন নং 12802 পুরুষোত্তম এক্সপ্রেস: ৩ ঘণ্টা দেরি
ট্রেন নং 12350 গোড্ডা–হামসাফর এক্সপ্রেস: ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরি
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে ধীরগতি বজায় রাখা হবে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সর্বশেষ অবস্থান জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।