TVS Apache RTR 160 4V vs. Hero Xtreme 160R 4V: কোন বাইকটি কেনা ভাল? যা জানা জরুরি

TVS Apache RTR 160 4V আর Hero Xtreme 160R 4V দুটোই বেশ জনপ্রিয় বাইক। দু'টো বাইকই দেখতে সুন্দর, চালাতে মজা। ভারতের রাস্তায় 160cc ইঞ্জিন যথেষ্ট শক্তিশালী। তবে এই দুই বাইকেরই কিন্তু ক্যারেক্টার আলাদা।

Advertisement
TVS Apache RTR 160 4V ভার্সেস Hero Xtreme 160R 4V, কোন বাইকটি কেনা ভাল?  কোনটি বেশি ভাল?
হাইলাইটস
  • TVS Apache RTR 160 4V আর Hero Xtreme 160R 4V দুটোই বেশ জনপ্রিয় বাইক।
  • দু'টো বাইকই দেখতে সুন্দর, চালাতে মজা।
  • ভারতের রাস্তায় 160cc ইঞ্জিন যথেষ্ট শক্তিশালী।

TVS Apache RTR 160 4V আর Hero Xtreme 160R 4V দুটোই বেশ জনপ্রিয় বাইক। দু'টো বাইকই দেখতে সুন্দর, চালাতে মজা। ভারতের রাস্তায় 160cc ইঞ্জিন যথেষ্ট শক্তিশালী। তবে এই দুই বাইকেরই কিন্তু ক্যারেক্টার আলাদা। Apache অনেক বেশি স্পোর্টি আর রাইডের দিক থেকে অ্যাগ্রেসিভ। অন্যদিকে Xtreme অনেক বেশি স্মুদ। শহরের ভিড় রাস্তায় নিয়মিত চালানোর জন্য উপযুক্ত।

ডিজাইন ও লুক
দেখতে দু'টোই দারুণ আকর্ষণীয়। নেকড বাইক। কিন্তু স্টাইলের দিক থেকে আলাদা।

TVS Apache RTR 160 4V এর ট্যাঙ্কের ডিজাইন বেশ অ্যাগ্রেসিভ। LED হেডলাইট, গ্লসি স্টিকারিং আছে। বাইকে রেস ট্র্যাকের ইনফ্লুয়েন্স স্পষ্ট।
TVS Apache RTR 160 4V: TVS launches upgraded Apache RTR 160 4V with  enhanced features at INR 1.39 lakh, ETAuto

অন্যদিকে Hero Xtreme 160R 4V এর লুক তুলনামূলকভাবে অনেক ক্লিন। বডি কম্প্যাক্ট, LED হেডল্যাম্প ছোট কিন্তু বেশ মডার্ন ডিজাইনের। সিটিং পশ্চারও অনেক বেশি আরামদায়ক। স্পোর্টি স্প্লিট সিট পাবেন।
Hero Xtreme 160R 4V Launched In India Priced At Rs 1.27 Lakh: 5 Things To  Know | Auto News | Zee News

ইঞ্জিন ও পারফরম্যান্স
Apache তে 159.7cc অয়েল-কুল্ড 4-ভালভ ইঞ্জিন রয়েছে। 9,250 rpm এ 17.55 PS পাওয়ার ও 14.73 Nm টর্ক দেয়।

অন্যদিকে, Xtreme 160R 4V তে 163.2cc ইঞ্জিন আছে। 8,500 rpm এ 16.9 PS পাওয়ার ও 14.6 Nm টর্ক দেয়।

অর্থাৎ, খাতায়-কলমে Apache একটু বেশি শক্তিশালী। তাই হাইওয়েতে বা খোলা রাস্তায় চালিয়ে বেশি মজা। কিন্তু Xtreme এর ইঞ্জিন অনেক বেশি স্মুদ। শহরের ঘিঞ্জি ট্রাফিকেও সহজেই চালাতে পারবেন।

ফিচার ও রাইড কোয়ালিটি
Apache RTR 160 4V এ তিনটি রাইড মোড রয়েছে, Sport, Urban ও Rain। এছাড়াও Bluetooth কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট, আর অ্যাডজাস্টেবল লিভারের সুবিধা রয়েছে।

Xtreme 160R 4V তে রাইড মোড না থাকলেও টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, প্যানিক ব্রেক অ্যালার্ট, আর Bluetooth কানেকশন রয়েছে।

Advertisement

দু'টো বাইকেই প্রিমিয়াম USD ফর্ক দেওয়া হয়েছে। Apache এর সাসপেনশন একটু স্টিফ। তাই এতে কর্নারিং ভাল হয়। হাইওয়েতে স্পিড তুললেও বেশ স্টেবল থাকে।

Xtreme এর সাসপেনশন তুলনামূলকভাবে সফট। খারাপ রাস্তাতেও কম ঝাঁকুনি হবে।

মাইলেজ ও দাম
দু'টো বাইকেই ভালো মাইলেজ।
Apache RTR 160 4V র মাইলেজ 45-49 km/l (কোম্পানির দাবি)।
Xtreme 160R 4V র মাইলেজ 45-48 km/l (কোম্পানির দাবি)।

দাম
Apache RTR 160 4V: ₹1,15,852 - ₹1,35,840 (এক্স-শোরুম)
Hero Xtreme 160R 4V: ₹1,29,615 (এক্স-শোরুম)

তাহলে?
যারা উইকেন্ডে একটু জোরে, স্পোর্টি রাইড উপভোগ করতে চান, তাঁদের জন্য Apache সেরা। আর যাঁরা প্রতিদিন শহরের রাস্তায় আরামে বাইক চালাতে চান, তাঁদের জন্য Xtreme ভাল। দু'টোই ভাল, তবে আপনার ঠিক কী চাই, তার উপর নির্ভর করছে। 

POST A COMMENT
Advertisement