Best Scooters: নতুন Ntorq 150 আনছে TVS, কত দাম হবে? রইল বিস্তারিত

অবশেষে অফিসিয়াল ঘোষণা করল টিভিএস মোটর কোম্পানি। আগামী ৪ সেপ্টেম্বর ভারতের বাজারে আসছে নতুন TVS Ntorq 150। চলতি বছরের মে মাসেই অবশ্য এই বড় এনটর্কের খবর এসেছিল।

Advertisement
নতুন Ntorq 150 আনছে TVS, কত দাম হবে? রইল বিস্তারিতনতুন ১৫০ সিসির Ntorq আনছে TVS।
হাইলাইটস
  • অবশেষে অফিসিয়াল ঘোষণা করল টিভিএস মোটর কোম্পানি।
  • আগামী ৪ সেপ্টেম্বর ভারতের বাজারে আসছে নতুন TVS Ntorq 150।
  • চলতি বছরের মে মাসেই অবশ্য এই বড় এনটর্কের খবর এসেছিল।

অবশেষে অফিসিয়াল ঘোষণা করল টিভিএস মোটর কোম্পানি। আগামী ৪ সেপ্টেম্বর ভারতের বাজারে আসছে নতুন TVS Ntorq 150। চলতি বছরের মে মাসেই অবশ্য এই বড় এনটর্কের খবর এসেছিল। এ বার সেই জল্পনাই সত্যি করল টিভিএস। ভারতে স্পোর্টি 125cc স্কুটারের বাজারে বহুদিন ধরেই Ntorq 125 নিজেকে প্রমাণ করেছে মানদণ্ড হিসেবে। এবার সেই সাফল্যের ওপর ভর করেই বেশি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন নিয়ে হাজির হচ্ছে Ntorq 150।

Hero Xoom 160 vs. Yamaha Aerox 
ভারতের 150-170cc স্কুটার সেগমেন্ট ধীরে ধীরে বড় হচ্ছে। এই সেগমেন্টে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে Hero Xoom 160 এবং Yamaha Aerox 155। আর এই দু’টি মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে নতুন Ntorq 150।

তথ্য বলছে, Yamaha Aerox 155 ২০২৫ অর্থবর্ষে ২২,৯২৮ ইউনিট বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি। অন্যদিকে, Aprilia SR 175-ও এ সেগমেন্টে নিজের জায়গা করে নিয়েছে। এই চ্যালেঞ্জিং বাজারেই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে টিভিএসের নতুন মডেলটি।

ইঞ্জিন লিকুইড কুলড না এয়ার কুলড?
সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, নতুন Ntorq 150 তে কি লিকুইড কুলড ইঞ্জিন দেওয়া হবে নাকি এয়ার কুলড ইউনিট থাকবে?

লিকুইড কুলড ইঞ্জিন থাকলে পারফরম্যান্সে বড় সুবিধা মিলবে, যা সরাসরি টক্কর দেবে Aerox ও Xoom কে।

অন্যদিকে, এয়ার কুলড ইঞ্জিন থাকলে দাম কিছুটা কম রাখা সম্ভব হবে, যা প্রতিযোগিতায় দারুণভাবে কাজে লাগতে পারে।

ডিজাইন ও সেফটি ফিচার
টিভিএস এখনও স্কুটারের পুরো ছবি প্রকাশ করেনি। তবে টিজার ইমেজে দেখা গিয়েছে স্কুটারের ফ্রন্ট অ্যাপ্রন। নজর কেড়েছে কোয়াড এলইডি হেডল্যাম্প ক্লাস্টার, যেটির স্প্লিট ডিজাইন এটিকে আরও আক্রমণাত্মক লুক দিয়েছে।

বড় ইঞ্জিনের কারণে এবং 150cc র বেশি স্কুটারের নিয়ম মেনে, নতুন Ntorq 150 তে সিঙ্গল চ্যানেল ABS থাকবেই। যা স্কুটারপ্রেমীদের সেফটির দিক থেকে বড় সুবিধা দেবে।

দামের সম্ভাবনা
দামের দিক থেকে Ntorq 150 থাকবে একদম প্রতিযোগিতার কেন্দ্রে। বর্তমানে Yamaha Aerox 155 এর দাম ₹১.৫১ লাখ (এক্স শোরুম, দিল্লি)। Hero Xoom 160 এর দাম ₹১.৪৯ লাখ (এক্স শোরুম, দিল্লি)। তাই টিভিএস Ntorq 150-এর দামও এই রেঞ্জেই থাকবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

POST A COMMENT
Advertisement