তরুণ প্রজন্মের কাছে বাইক রাইড সব সময়ই একটা অন্য মাত্রা যোগ করে। বিশেষ করে কৈশর থেকে তারুণ্যে প্রবেশ করা মাত্রই, নিজেকে অনেকেই সুপার হিরো ভাবতে শুরু করেন। আর তখনই, মনে আসে এই বাইক চালানোর ইচ্ছে। অনেকেই, আবার সাধারণ বাইকের থেকে সুপার বাইকের দিকে ঝোঁক বেশি দেয়। তাদের কাছে, শুধু পারফরম্যান্স নয়, সঙ্গে স্টাইলিশ লুকও ম্যাটার করে। কারণ ইমপ্রেস করার একটা ব্যপারও তো থাকে। তবে, বেশিভাগ ক্ষেত্রেই, সুপারবাইকের দামের কাছে হার মানতে হয় তাদের। এবার যদিও, মধ্যবিত্তের সেই সুপার বাইকের স্বপ্ন অল্প দামেই মেটাতে চলেছে TVS Raider 125।
১২৫ সিসির সেগমেন্টে ভারতের মাটিতে রয়েছে একাধিক বাইক। কিন্তু, সেগুলোতে তেমন ভাবে মন মজে না তরুণ প্রজন্মের। কারণ, মাইলেজের বিষয় মাথায় রাখতে গিয়ে বাইক প্রস্তুতকারক সংস্থাগুলি, এই সেগমেন্টে ডিজাইন ও ফিচার্সের দিকে ধ্যান কম দেয়। সেই সঙ্গে, দামের কথা মাথায় রেখেও ফিচার লোডেড বাইক বানানো সম্ভব হয় না। যদিও, TVS সেই চিন্তাধারা থেকে সব সময়ই এগিয়ে থাকে। আর সেই কারণেই এবার আর শুধুমাত্র মাইলেজ নয়, ডিজাইন, ফিচার্স আর পারফরম্যান্সের সঙ্গে বাজারে এসেছে অত্যাধুনিক স্পোর্টি বাইক Raider 125।
স্টাইলিস্ট লুক
১২৫ সিসির সেগমেন্টে এই বাইক নতুন চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছে তার প্রতিদ্বন্দ্বীদের। এটি মধ্যবিত্তের জন্য একদম পারফেক্ট একটি বাইক। অত্যন্ত স্টাইলিস্ট লুক থেকে স্মার্ট ফিচার্সে ভরা এই বাইক ঘরোয়া যাতায়াতের পাশাপাশি, আপনাকে করে তুলবে সুপার হিরো।
স্মার্ট ফিচার্স
TVS Raider 125 বাইকটির ডিজাইন একেবারেই আলাদা এবং অ্যাগ্রেসিভ। এতে রয়েছে শার্প LED হেডল্যাম্প, আকর্ষণীয় ট্যাঙ্ক শ্রাউড, স্প্লিট সিট ও স্লিক টেইললাইট। বাইকটিকে একেবারে প্রিমিয়াম স্ট্রিটফাইটারের চেহারা দিয়েছে এই ফিচার্সগুলো। এটি শুধুই মাইলেজ-নির্ভর বাইক নয়, বরং একটি স্টাইলিশ পারফর্মার।
পারফরম্যান্স
Raider 125-এ রয়েছে একটি 124.8cc এয়ার ও অয়েল কুলড ইঞ্জিন, যা ১১.২ bhp পাওয়ার এবং ১১.৭ Nm টর্ক উৎপন্ন করে। এর ৫-স্পিড গিয়ারবক্স মসৃণ গিয়ার শিফটিংয়ের অভিজ্ঞতা দেয়। এই বাইকটি সিটি রাইডিং এবং হাইওয়েতে একই রকম কার্যকর পারফরম্যান্স দিতে সক্ষম। বাইকটি ০ থেকে ৯৯ কিলোমিটার গতি মাত্র ৫.৮ সেকেন্ডে ধরতে পারে। যা এই সেগমেন্টে আর কোনও বাইক পারে না।
মাইলেজ
স্পোর্টস বাইকের তকমা লাগানোয় অনেকই এই বাইকের মাইলেজ নিয়ে উদ্বিগ্ন। কিন্তু, TVS Raider 125 গড়ে ৫৬-৬০ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে পারে বলে দাবি করেছে সংস্থা।
ডিজিটাল এলসিডি ডিসপ্লে
ফিচারের দিক থেকেও Raider 125 আধুনিক। এতে রয়েছে ডিজিটাল এলসিডি ডিসপ্লে। গিয়ার পজিশন, ফুয়েল লেভেল, ডিস্ট্যান্স টু এম্পটি, অ্যাভারেজ স্পিড-এর মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখায় এই ডিসপ্লে। পাশাপাশি, এতে USB চার্জিং পোর্ট এবং আন্ডার সিট স্টোরেজ-এর মতো প্র্যাকটিক্যাল ফিচারও রয়েছে।
দাম কেমন?
ভারতীয় বাজারে TVS Raider 125 একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যায়। যার এক্স-শোরুম দাম প্রায় ৯৭,০০০ টাকা থেকে শুরু। টপ ভ্যারিয়েন্টের দাম ১.০৫ লক্ষ টাকা। Raider 125 নিঃসন্দেহে একটি ‘ভ্যালু ফর মানি’ বাইক বর্তমান প্রজন্মের কাছে।