
ভোটের আবহে বাংলাকে রেল-উপহার দিয়েছে কেন্দ্র। মালদায় দেশের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের পাশাপাশি শিয়ালদা ও সাঁতরাগাছি থেকে দু’টি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন ট্রেনদুটির ফলে কলকাতা ও তার আশপাশের যাত্রীদের জন্য উত্তরপ্রদেশ ও দিল্লি যাত্রা আরও সহজ হতে চলেছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অমৃত ভারত ট্রেন চলবে শিয়ালদা থেকে বারাণসী পর্যন্ত, অন্যটি সাঁতরাগাছি (হাওড়া) থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত। দুটি ট্রেনেরই বুকিং পিআরএস কাউন্টার ও অনলাইনে করা যাবে।
শিয়ালদা-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস
২২৫৮৭ নম্বর শিয়ালদা-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে তিন দিন, সোমবার, বুধবার ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে বারাণসী পৌঁছবে। পূর্ব রেলের অধীনে দুর্গাপুর, আসানসোল, মধুপুর ও জাসিডিহ-সহ মোট সাতটি স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। এই ট্রেনে জেনারেল, সেকেন্ড ক্লাস ও স্লিপার কোচ থাকছে। শিয়ালদা থেকে এই ট্রেনের যাত্রা শুরু হবে ২৩ তারিখ থেকে।
ফেরার পথে ২২৫৮৮ নম্বর বারাণসী-শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শুক্র, রবিবার ও মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে বারাণসী থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ৯টা ৫৫ মিনিটে শিয়ালদা পৌঁছবে। এই ট্রেন চলবে ২৪ তারিখ থেকে।
হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস
১৩০৬৫ নম্বর হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেসটি সাপ্তাহিক ট্রেন। প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এই ট্রেন। যাত্রা শুরু হবে ২২ তারিখ থেকে।
ফেরার পথে ১৩০৬৬ নম্বর আনন্দ বিহার-হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনিবার রাত ৯টা ১৫ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়ে পরের দিন সকাল ১০টা ৫০ মিনিটে হাওড়া পৌঁছবে। পূর্ব রেলের অধীনে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল-সহ মোট ২৬টি স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। আনন্দ বিহার থেকে ট্রেনটির যাত্রা শুরু হবে ২৪ তারিখ থেকে।