২ কোটি আধার কার্ড বাতিলআধার নিয়ে বড় তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্র। দেশজুড়ে মোট ২ কোটিরও বেশি আধার কার্ড বাতিল করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সারা ভারতে ২ কোটিরও বেশি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। আধার ডেটাবেস সঠিক ও আপ-টু-ডেট রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আধারের অপব্যবহার রোধ করতে এই পদক্ষেপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিপোর্টে জানানো হয়েছে, রেজিস্ট্রার জেনারেল, রাজ্য সরকার এবং বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত ডেথ সার্টিফিকেট এবং অন্য তথ্যগুলির সঙ্গে যাচাইয়ের পরেই ইউআইডিএআই ২ কোটি আধার কার্ডের নম্বর বাতিল করেছে।
আধার নম্বর নিষ্ক্রিয় করার প্রক্রিয়া কী?
মৃত পরিবারের সদস্যরাও myAadhaar পোর্টাল ব্যবহার করে আত্মীয়ের মৃত্যুর খবর জানিয়ে আধার নম্বর নিষ্ক্রিয় করার দাবি জানাতে পারেন। এরজন্য পরিবারের সদস্যকে পোর্টালে অথেন্টিকেট করতে হবে। একইসঙ্গে জমা দিতে হবে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ও আধার তথ্যও। তথ্য পাওয়ার পরে সেগুলি খতিয়ে দেখে আধার নম্বর নিষ্ক্রিয় করে ইউআইডিএআই।
উল্লেখ্য বিষয় হল, আধার নিষ্ক্রিয় করার এই প্রক্রিয়া শুরু হয় ২০২৪ সালে এবং ২০২৫-এ তা আরও জোরদার করা হয়। চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে নিষ্ক্রিয় আইডির সংখ্যা ছিল ১.১৭ কোটি। বছরের শেষে নভেম্বরে এসে ২ কোটিরও লক্ষ্যমাত্রা পার করল UIDAI।
কখনও ভুল করে আধার নম্বর নিষ্ক্রিয় হলে কী করণীয়?
নানা কারণে ভুলবশত আধার নম্বর নিষ্ক্রিয় হতে পারে। এক্ষেত্রে সেই আধার পুনরায় সচল করার অপশন রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি নির্দিষ্ট ফর্মে আবেদন করে 'অ্যালাইভ প্রুফ' নথি জমা দিলে পুনরায় আধার সক্রিয় করা হবে।