Aadhaar Rule Change: আধারের নিয়মে বড় পরিবর্তন আনছে UIDAI, কী কী আপডেট হবে? সবিস্তারে জানুন

আধার সংস্থা UIDAI আধার নিবন্ধন ও তথ্য সংশোধনের নিয়মে বড় পরিবর্তন আনল। ‘তৃতীয় সংশোধনী প্রবিধান, ২০২৫’-এর অধীনে জারি হওয়া এই নতুন নিয়মগুলি আধার নতুন করে করানো বা আপডেট করতে ইচ্ছুক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শিশু থেকে প্রবীণ-সব বয়সের নাগরিকের জন্যই প্রয়োজনীয় নথিপত্রের তালিকা বদলেছে।

Advertisement
আধারের নিয়মে বড় পরিবর্তন আনছে UIDAI, কী কী আপডেট হবে? সবিস্তারে জানুন
হাইলাইটস
  • আধার সংস্থা UIDAI আধার নিবন্ধন ও তথ্য সংশোধনের নিয়মে বড় পরিবর্তন আনল।
  • ‘তৃতীয় সংশোধনী প্রবিধান, ২০২৫’-এর অধীনে জারি হওয়া এই নতুন নিয়মগুলি আধার নতুন করে করানো বা আপডেট করতে ইচ্ছুক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

আধার সংস্থা UIDAI আধার নিবন্ধন ও তথ্য সংশোধনের নিয়মে বড় পরিবর্তন আনল। ‘তৃতীয় সংশোধনী প্রবিধান, ২০২৫’-এর অধীনে জারি হওয়া এই নতুন নিয়মগুলি আধার নতুন করে করানো বা আপডেট করতে ইচ্ছুক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শিশু থেকে প্রবীণ-সব বয়সের নাগরিকের জন্যই প্রয়োজনীয় নথিপত্রের তালিকা বদলেছে।

নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথি
UIDAI নাম সংশোধনের ক্ষেত্রে একাধিক সরকারি পরিচয়পত্র গ্রহণ করবে। এর মধ্যে পাসপোর্ট সবচেয়ে নির্ভরযোগ্য, কারণ এতে ছবি, নাম, ঠিকানা ও জন্মতারিখ-সবই উল্লেখ থাকে। প্যান কার্ড, ভোটার কার্ড (EPIC), ড্রাইভিং লাইসেন্স, সরকারি আইডি, এবং বিবাহের শংসাপত্রও নাম আপডেটের জন্য গ্রহণযোগ্য।

ঠিকানা পরিবর্তনের জন্য দরকারি কাগজপত্র
ঠিকানা প্রমাণ হিসেবে পাসপোর্ট, আধুনিকায়িত ব্যাংক পাসবুক বা স্টেটমেন্ট, বিদ্যুৎ-জল-গ্যাসের সাম্প্রতিক বিল (তিন মাসের মধ্যে ইস্যু করা), ভাড়ার চুক্তিপত্র, বাড়ি/সম্পত্তি করের রসিদ, পরিচয়পত্র এবং রেশন কার্ড ব্যবহার করা যাবে।

জন্মতারিখ আপডেটের নথি
জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কশিট জমা দিতে হবে। ফিজিক্যাল প্যান কার্ডও গ্রহণযোগ্য, তবে ই-প্যান গ্রহণ করা হবে না।

নতুন নিয়মে কী বদল হলো?
সবচেয়ে বড় পরিবর্তন-এখন আধার আপডেট করার জন্য একটিমাত্র নথিই যথেষ্ট। আগে বিভিন্ন তথ্যের জন্য আলাদা আলাদা কাগজ দাখিল করতে হতো। এখন নাম, ঠিকানা, জন্মতারিখ বা সম্পর্ক যোগ-সবই একটি নথি দিয়েই সম্পন্ন করা যাবে, যদি সেটিতে ছবি, নাম ও ঠিকানা থাকে।

কীভাবে আধার আপডেট করবেন?
আগে থেকেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন।
নিকটতম আধার সেন্টারে যান অথবা মাই-আধার অ্যাপের মাধ্যমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
আপডেট ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট নথি জমা দিন।

নথিগুলি সঠিক হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই আধার আপডেট হয়ে যাবে।
এই নতুন নিয়ম কার্যকর হলে আধার সংশোধনের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

 

POST A COMMENT
Advertisement