এখন আর আধার কার্ড শুধু পরিচয়পত্রের সীমায় নেই, স্কুলে ভর্তি, ব্যাংক অ্যাকাউন্ট, সরকারি প্রকল্পের সুবিধা পেতে সর্বত্রই আধার বাধ্যতামূলক। তাই তথ্য আপডেট না থাকলে সমস্যায় পড়তে হয়। শুধু প্রাপ্তবয়স্ক নন, ছোট্ট শিশুদেরও আধার আপডেট করা জরুরি। আর এই কাজটি সহজ করতে বড় পদক্ষেপ নিল UIDAI।
স্কুলেই হবে বায়োমেট্রিক আপডেট
৫ থেকে ৭ বছর বয়সী শিশুদের জন্য আধারের বায়োমেট্রিক আপডেট (MBU) বাধ্যতামূলক। না হলে আধার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এতদিন বাবা-মায়েদের বায়োমেট্রিক আপডেট করাতে আধার সেন্টারে যেতে হতো। কিন্তু শিগগিরই স্কুলেই এই সুবিধা মিলবে। UIDAI-র পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি জেলায় বায়োমেট্রিক মেশিন পাঠানো হবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং নতুন ছবি রেকর্ড করা হবে।
দুই মাসের মধ্যেই শুরু হবে কাজ
UIDAI-র প্রধান নির্বাহী কর্মকর্তা ভুবনেশ কুমার জানিয়েছেন, প্রযুক্তি পরীক্ষা চলছে এবং আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে এই পরিষেবা স্কুলে চালু করা যাবে। তার পর ধাপে ধাপে দেশের সব স্কুলেই এই সুবিধা পৌঁছবে।
৭ কোটিরও বেশি শিশুর আধার আপডেট বাকি
এখনও পর্যন্ত ৭ কোটির বেশি শিশুর আধার বায়োমেট্রিক আপডেট হয়নি। UIDAI জানিয়েছে, ৫ বছরের বেশি বয়সের প্রতিটি শিশুর জন্য এই আপডেট করা জরুরি। তা না হলে স্কুল ভর্তি, প্রবেশিকা পরীক্ষা, বৃত্তি বা অন্য কোনও সরকারি সুবিধা পেতে সমস্যা হতে পারে। এমনকি আধার বন্ধও হয়ে যেতে পারে।
এখনই বিনামূল্যে, পরে লাগবে ১০০ টাকা
০–৫ বছর বয়সী শিশুদের জন্য বাল আধার তৈরি হয় ছবি ও পিতামাতার নথির ভিত্তিতে। ৫ বছরে পা দেওয়ার পরেই বায়োমেট্রিক আপডেট করতে হয়। UIDAI জানিয়েছে, বর্তমানে ৫ থেকে ৭ বছর বয়সী শিশুদের জন্য এই আপডেট সম্পূর্ণ বিনামূল্যে। তবে যদি ৭ বছরের পর করা হয়, তবে ₹১০০ ফি দিতে হবে।
UIDAI-র বার্তা অভিভাবকদের জন্য
UIDAI সোশ্যাল মিডিয়ায় বারবার জানাচ্ছে—শিশুর আধার বায়োমেট্রিক আপডেট করানো মানে ভবিষ্যতের অনেক সুবিধার দরজা খোলা রাখা। তাই এখনই সুযোগ নিয়ে স্কুলের মাধ্যমেই কাজটা সেরে ফেলুন। আর দেরি করলে? আধার নিষ্ক্রিয় হয়ে গেলে সমস্ত সুবিধা হাতছাড়া হতে পারে!