UPI rule change 2025: UPI মারফত ডিজিটাল পেমেন্টে বড় পরিবর্তন। আজ, সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) থেকে NPCI এর নতুন নিয়ম জারি হচ্ছে। ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) এর মাধ্যমে এখন এক দিনে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করা যাবে।
কোন কোন ক্ষেত্রে লিমিট বাড়ল
আগে ইউপিআই এর মাধ্যমে দিনে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করা যেত। নতুন নিয়মে সেই উর্ধ্ব সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে ইনস্যুরেন্স, ক্যাপিটাল মার্কেট, লোন ইএমআই, ট্র্যাভেল সেক্টরে এক দিনে ১০ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে।
কারা এই সুবিধা পাবেন
সাধারণ মানুষ অবশ্যই নিয়মিত এত টাকার লেনদেন করেন না। কিন্তু পার্সন-টু-মার্চেন্ট (P2M) ট্রানজাকশনের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে। অর্থাৎ ব্যবসায়ীরা স্টক তোলার সময় কোনও সংস্থাকে টাকা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এবার থেকে কিছু ক্ষেত্রে সর্বাধিক ৫ লক্ষ টাকা, আবার কিছু ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করা যাবে।
আগে যাঁদের বড় অঙ্কের পেমেন্ট করতে একাধিকবার লেনদেন করতে হত অথবা অন্য ব্যাঙ্কিং চ্যানেল ব্যবহার করতে হত, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় স্বস্তির খবর। এখন সহজেই হাই ভ্যালু ডিজিটাল ট্রানজ্যাকশন করা যাবে ইউপিআইয়ের মাধ্যমে।
P2P ট্রানজ্যাকশনে কোনও পরিবর্তন করা হয়নি
এক্ষেত্রে মনে রাখতে হবে, পার্সন টু পার্সন (P2P) লেনদেনের নিয়ম অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ, একজনের থেকে অন্যজনকে টাকা পাঠানোর সীমা এখনও প্রতিদিন ১ লক্ষ টাকাই থাকবে।
কেন এই লিমিট বাড়ানো হল
এনপিসিআই জানিয়েছে, ইউপিআই এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট মিডিয়াম। বড় অঙ্কের লেনদেনের চাহিদা বাড়ছে। তাই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সুবিধার জন্য ইউপিআই এর এই উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে।