PhonePe-র পরিষেবা ফের চালু, সমস্যায় পড়েছিলেন অনেক ইউজার

সোমবার সন্ধে নাগাদ দিল্লি-এনসিআর সহ ভারতের অনেক শহরে ফোনপে-র পরিষেবা সাময়িক বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ফের পরিষেবা চালু হয়। PhonePe-এর প্রতিষ্ঠাতা নিজেই এই বিষয়ে পোস্ট করেন এবং সমস্যার কথা জানান।

Advertisement
PhonePe-র পরিষেবা ফের চালু, সমস্যায় পড়েছিলেন অনেক ইউজার UPI পেমেন্ট বন্ধ, Paytm, PhonePe; Google Pay ইউজারদের মাথায় হাত

সোমবার সন্ধে নাগাদ দিল্লি-এনসিআর সহ ভারতের অনেক শহরে ফোনপে-র পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পরিষেবা স্বাভাবিক হয়। পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক ইউজার সমস্যায় পড়েন। ডাউনডিটেক্টর জানিয়েছে, সোমবার সন্ধেবেলা এই বিভ্রাট শুরু হয়েছিল। অল্প সময়ের মধ্যে বহু ইউজার তা নিয়ে অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। পেমেন্ট না হওয়ার স্ক্রিনশর্ট শেয়ার করতে থাকেন।  

PhonePe-এর প্রতিষ্ঠাতা রাহুল চারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে জানান, হঠাৎ করেই তাঁর প্ল্যাটফর্মে পেমেন্ট ফেল হতে শুরু করে। পোস্টের শেষে তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন।

তবে  পেটিএম এবং অন্য পেমেন্ট পরিষেবাগুলি কাজ করছিল। যাঁরা PhonePe তে পেমেন্ট করতে চেয়েছিলেন তাঁরা সমস্যার মুখে পড়ছিলেন। তবে যাঁরা পেটিএম থেকে পেটিএম-এ পেমেন্ট করছিলেন তাঁদের কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি। পরে পেটিএম এই বিষয়ে পোস্ট করে জানায়, সব সমস্যার সমাধান করা হয়েছে। 
 

UPI কি?
UPI এর পুরো নাম হল Unified Payments Interface। এটি একটি অনলাইন পেমেন্ট সিস্টেম এবং এটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা তৈরি করা হয়েছে। UPI ব্যবহারকারীদের ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে দেয়।

POST A COMMENT
Advertisement