এবার ব্যাঙ্কে টাকা না থাকলেও Gpay, PhonePe-তে পেমেন্ট করা যাবে, কীভাবে?
অগাস্ট মাস থেকে UPI ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। এতদিন দোকানে পেমেন্টের ক্ষেত্রেই ক্রেডিট লাইন ব্যবহার করা যেত। এবার থেকে আপনার ব্যাংকের পূর্ব‑অনুমোদিত ক্রেডিট লাইন সরাসরি UPI‑র সঙ্গে লিঙ্ক করা যাবে।
- দিল্লি ,
- 21 Jul 2025,
- (Updated 21 Jul 2025, 3:35 PM IST)
হাইলাইটস
- অগাস্ট মাস থেকে UPI ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন।
- এতদিন কেবল দোকানে পেমেন্টের ক্ষেত্রেই ক্রেডিট লাইন ব্যবহার করা যেত।
অগাস্ট মাস থেকে UPI ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। এতদিন কেবল দোকানে পেমেন্টের ক্ষেত্রেই ক্রেডিট লাইন ব্যবহার করা যেত। এবার থেকে আপনার ব্যাংকের পূর্ব‑অনুমোদিত ক্রেডিট লাইন সরাসরি UPI‑র সঙ্গে লিঙ্ক করা যাবে।
এর ফলে –
- নগদ টাকা তোলা যাবে
- কাউকে টাকা পাঠানো যাবে
- ছোট-বড় দোকানে পেমেন্ট করা যাবে
- ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, ৩১ আগস্ট ২০২৫-এর মধ্যে সব ব্যাংক এই সুবিধা চালু করবে। এরপর Paytm, PhonePe, Google Pay-এর মতো UPI অ্যাপ থেকে সরাসরি আপনার ঋণ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
ক্রেডিট লাইন কী?
এটি এক ধরনের ওভারড্রাফ্ট সুবিধা, যা আপনার আয় ও ক্রেডিট স্কোর দেখে ব্যাংক অনুমোদন করে। এবার সেটি UPI-তে লিঙ্ক করেই সহজে খরচ করা যাবে।
এবার কতবার ব্যালেন্স চেক করতে পারবেন
এবার থেকে ব্যবহারকারীরা UPI অ্যাপে প্রতিদিন ৫০টি পর্যন্ত ব্যালেন্স চেক করতে পারবেন। সুতরাং, আপনি যদি PhonePe, Google Pay, Paytm, বা অন্যান্য অ্যাপ ব্যবহার করেন, তাহলে ৫০ বার ব্যালেন্স চেকের সুযোগ পাবেন।