UTS App বন্ধ হচ্ছে? লোকাল ট্রেনের টিকিট কীভাবে কাটবেন...

রেলের একটি নোটিফিকেশন ঘিরে এই জল্পনা ছড়িয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি কোনও রেলওয়ে আধিকারিক। তবে এই বিজ্ঞপ্তি ছাড়াও UTS অ্যাপেও আপাতত মান্থলি টিকিট কাটা যাচ্ছে না। ফলে সব মিলিয়ে জোরালো হচ্ছে জল্পনা।

Advertisement
UTS App বন্ধ হচ্ছে? লোকাল ট্রেনের টিকিট কীভাবে কাটবেন...ইউটিএস টিকিট বুকিং
হাইলাইটস
  • UTS অ্যাপ নিয়ে জোর জল্পনা।
  • বন্ধ হতে পারে লোকাল ট্রেনের টিকিট বুকিং এই অ্যাপটি।
  • UTS অ্যাপেও আপাতত মান্থলি টিকিট কাটা যাচ্ছে না।

UTS অ্যাপ নিয়ে জোর জল্পনা। এবার বন্ধ হতে পারে লোকাল ট্রেনের টিকিট বুকিং এই অ্যাপটি। রেলের একটি নোটিফিকেশন ঘিরে এই জল্পনা ছড়িয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি কোনও রেলওয়ে আধিকারিক। তবে এই বিজ্ঞপ্তি ছাড়াও UTS অ্যাপেও আপাতত মান্থলি টিকিট কাটা যাচ্ছে না। ফলে সব মিলিয়ে জোরালো হচ্ছে জল্পনা।

দক্ষিণ রেলের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মার্চ ২০২৬ থেকে UTS অ্যাপটি কাজ করবে না। সেই কাজ করা যাবে RailOne App-এ। যদিও পূর্ব রেলের কাছে এমন কোনও বিজ্ঞপ্তি এখনও এসে পৌঁছায়নি বলে শুক্রবার bengali.aajtak.in-কে জানিয়েছেন পূর্ব রেলের সিনিয়র DRO দীপ্তিময় দত্ত।

অন্যদিকে, পূর্ব রেলের একাধিক যাত্রীও জানাচ্ছেন, তাঁদের ফোনেও UTS অ্যাপ থেকে মান্থলি টিকিট কাটা যাচ্ছে না। তবে আপাতত আনরিজার্ভড টিকিট কাটা যাচ্ছে।

রেল ওয়ান অ্যাপ

Railone App-টি ভারতীয় রেলের একটি নতুন অ্যাপ। এই একটি অ্যাপের মাধ্যমেই রেলযাত্রীরা যাবতীয় কাজ সারতে পারবেন। টিকিট বুকিং থেকে শুরু করে ট্রেনের লাইভ স্ট্যাটাস, PNR তথ্য, এমনকী ট্রেনে খাবার অর্ডার করা পর্যন্ত সব কাজকে অনেক সহজ করে দেবে এই অ্যাপ। এতদিন রেলের বিভিন্ন পরিষেবার জন্য IRCTC Rail Connect, UTSonMobile, NTES, Rail Madad, Food on Track-এর মতো একাধিক অ্যাপ ব্যবহার করতে হত। RailOne অ্যাপের মাধ্যমে এখন এই সব পরিষেবা একটি মাত্র প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

এই অ্যাপের মাধ্যমেই করা যাবে আনরিজার্ভ টিকিটের বুকিংও। আপাতত লোকাল ট্রেনের মান্থলি টিকিট কাটার ক্ষেত্রেও এই অ্যাপই ব্যবহার করতে হচ্ছে রেল যাত্রীদের।

 
 

TAGS:
POST A COMMENT
Advertisement