
২০২৬ সালের ১৭ জানুয়ারি ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেন দীর্ঘ দূরত্বের রাতারাতি যাত্রাকে আরও আরামদায়ক, নিরাপদ ও দ্রুত করে তুলবে। হাওড়া (কলকাতা) থেকে কামাখ্যা (গুয়াহাটি), এই রুটেই চলবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার।
ট্রেনের গঠন ও গতি
বন্দে ভারত স্লিপার একটি সেমি-হাই-স্পিড ট্রেন, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ১৬টি কোচের এই ট্রেনে রয়েছে
১১টি থার্ড এসি কোচ
৪টি সেকেন্ড এসি কোচ
১টি ফার্স্ট এসি কোচ
থার্ড এসিতে রয়েছে ৬১১টি বার্থ, সেকেন্ড এসিতে ১৮৮টি এবং ফার্স্ট এসিতে ২৪টি বার্থ। সব মিলিয়ে একসঙ্গে ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।
হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত ৯৫৮ কিলোমিটার পথ এই ট্রেন অতিক্রম করবে মাত্র ১৪ ঘণ্টায়, যা প্রচলিত ট্রেনের তুলনায় অনেকটাই কম সময়।
টিকিট ব্যবস্থায় বড় বদল
বন্দে ভারত স্লিপারে থাকছে না কোনও RAC বা ওয়েটিং লিস্ট। শুধুমাত্র কনফার্মড টিকিটেই যাত্রা করা যাবে। ফলে যাত্রা হবে আরও নিশ্চিন্ত ও ঝামেলামুক্ত।
আধুনিক সুযোগ-সুবিধা
বন্দে ভারত স্লিপার ট্রেনে মিলবে একেবারে বিমান-মানের পরিষেবা
আরামদায়ক ও উন্নত মানের গদিযুক্ত স্লিপার বেড
উপরের বার্থে ওঠার জন্য নতুন ডিজাইনের সিঁড়ি
স্টেশনে স্বয়ংক্রিয়ভাবে খোলা-বন্ধ হওয়া স্লাইডিং দরজা
‘কবচ’ সংঘর্ষ-বিরোধী নিরাপত্তা ব্যবস্থা
প্রতিটি কোচে সিসিটিভি, জরুরি টক-ব্যাক সিস্টেম ও আগুন শনাক্তকরণ ব্যবস্থা
আধুনিক বায়ো-ভ্যাকুয়াম টয়লেট ও স্পর্শহীন ফিটিং
বাংলা ও অসমীয়াসহ আঞ্চলিক খাবারের ক্যাটারিং ব্যবস্থা
উন্নত জীবাণুনাশক প্রযুক্তিতে সর্বক্ষণ পরিষ্কার কোচ
ভাড়া কত?
হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত সম্ভাব্য ভাড়া—
এসি থ্রি-টায়ার: প্রায় ২,০০০-২,৩০০ টাকা (৫% জিএসটি সহ)
এসি টু-টায়ার: প্রায় ২,৫০০-৩,০০০ টাকা
ফার্স্ট এসি: প্রায় ৩,০০০-৩,৬০০ টাকা
রাজধানী এক্সপ্রেসের তুলনায় ভাড়া কিছুটা বেশি হলেও, সময় সাশ্রয় ও আরাম-দু’দিক থেকেই বন্দে ভারত স্লিপার অনেক এগিয়ে।
কোন কোন স্টেশনে থামবে?
হাওড়া-কামাখ্যা রুটে ট্রেনটি থামবে-
ব্যান্ডেল
নবদ্বীপ ধাম
কাটোয়া
আজিমগঞ্জ
নতুন ফারাক্কা
মালদা টাউন
আলুয়াবাড়ি রোড
নিউ জলপাইগুড়ি (এনজেপি)
জলপাইগুড়ি রোড
নিউ কোচবিহার
নিউ আলিপুরদুয়ার
নিউ বঙ্গাইগাঁও
রাঙ্গিয়া
সম্ভাব্য টাইম-টেবিল
প্রাথমিক সময়সূচি অনুযায়ী-
হাওড়া থেকে ছাড়বে: সন্ধ্যা ৬টা ২০ মিনিট
কামাখ্যা পৌঁছবে: পরদিন সকাল ৮টা ২০ মিনিট
ফিরতি পথে
কামাখ্যা থেকে ছাড়বে: সন্ধ্যা ৬টা ১৫ মিনিট
হাওড়া পৌঁছবে: পরদিন সকাল ৮টা ১৫ মিনিট
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬ সালেই আরও একাধিক বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে, যা দেশের দূরপাল্লার রেলযাত্রায় এক নতুন দিগন্ত খুলে দেবে।